|
|
|
|
টুকরো খবর |
কলেজে বইমেলা |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
|
দাঁতনের কলেজে শুরু হল বইমেলা |
দাঁতন ভট্টর কলেজে বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। উদ্বোধন করেন কলেজের কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের। সেই সঙ্গে এ দিন কলেজ প্রাঙ্গণে রবীন্দ্রনাথের একটি ৯ ফুট উচু একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়। কলেজ সূত্রে জানা গিয়েছে, বইমেলায় রয়েছে ৬০টি স্টল। এ ছাড়া মাদুর, তসর, মাটির পুতুল নিয়ে মেলায় হাজির হয়েছেন সবং, ওড়িশার মাকড়িয়া ও কৃষ্ণনগরের শিল্পীরা। ১-৬ ডিসেম্বর পর্যন্ত চলা ওই মেলায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে পুরুলিয়ার ছৌ নাচ, ঝাড়গ্রামের ঝুমুর, বীরভূমের বাউল প্রভৃতি।
|
স্কুলে অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কেন্দ্রীয় বিদ্যালয়, আইআইটি-র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে বুধবার। প্রদীপ জ্বালিয়ে এবং গণেশ-বন্দনার মধ্যে দিয়ে শুরু হয় ওই দিনের অনুষ্ঠান। হিন্দি-ইংরাজি নাটক, নৃত্যনাট্য, যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান সমবেত সবাইকেই আনন্দ দেয়। ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা-সহ বিভিন্ন ক্ষেত্রে সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এ দিন। উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটি-র ডিরেক্টর দামোদর আচারিয়া। |
|
|
|
|
|