কেন্দ্রীয় সরকারি চাকরিতে অনগ্রসর মুসলিমদের জন্য সংরক্ষণের কথা কেন্দ্র ভাবছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদ। অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য ২৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ওই ২৭ শতাংশের মধ্যেই অনগ্রসর মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা সংরক্ষণের কথা ভাবছে সরকার। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে এভাবেই মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করা হয়েছে।
এই ঘোষণার কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপি নেতা এস এস অহলুওয়ালিয়ার দাবি, সামনেই কয়েকটি রাজ্যের ভোট। এই সংরক্ষণের মাধ্যমে মুসলিম সম্প্রদায় সম্পর্কে ভুল ধারণা তৈরির চেষ্টা করছে কেন্দ্র।
খুরশিদ জানিয়েছেন, ইউপিএ সরকারের কর্মসূচিতেই এই সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তা বাস্তবায়িত করার চেষ্টা করছে কেন্দ্র। তবে ঠিক কবে এই সংরক্ষণ রূপায়িত হবে তা বলেননি তিনি। চলতি ব্যবস্থাতেও অনগ্রসর মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন আইনমন্ত্রী। সাচার কমিটির রিপোর্টেও এই সংরক্ষণের উল্লেখ ছিল। খুরশিদ জানিয়েছেন, ওই ব্যবস্থার সুফল পাওয়া যাচ্ছে না। তাই এই নতুন সংরক্ষণের কথা ভাবা হচ্ছে।
উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের দিকে তাকিয়েই কেন্দ্র এই সংরক্ষণের উপরে জোর দিচ্ছে বলে প্রশ্ন উঠেছে। খুরশিদের জবাব, “রাজ্যে ভোটের আগে কি কাজ করা বন্ধ করে দিতে হবে? মায়াবতী যদি মনে করেন, তবে তিনি রাজ্য সরকারের চাকরিতেও এই সংরক্ষণ চালু করতে পারেন।”
ইসলাম জাতপাত মানে না। সে কথা কি মাথায় রেখেছে খুরশিদের মন্ত্রক? আইনমন্ত্রীর কথায়, “যাঁরা সংরক্ষণ নিতে চান না তাঁরা নেবেন না।” |