হয়নি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক। আর তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়কে পূর্বাঞ্চল আন্তঃ বিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজন করতে হচ্ছে জেলার অরবিন্দ স্টেডিয়ামে। অথচ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মোহনবাগান মাঠেই রয়েছে আস্ত একটি বাস্কেটবল কোর্ট। কিন্তু সেই কোর্টের সংস্কার হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাকে জেলা ভলি ও বাস্কেটবল অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার সুরজিৎ নন্দী বলেন, “শুধু এই প্রতিযোগিতার জন্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ (এআইইউ) আমাদের সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছে বাস্কেটবল কোর্টের সংস্কার করতে। ক্রিকেট মাঠ, টিটি বোর্ড-সহ নানা দরকারি যন্ত্রপাতি কিনতে সব মিলিয়ে ওরা আমাদের মোট ২৭ লক্ষ টাকা দিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক না হওয়ায় ওই টাকা খরচের অনুমতিই পাইনি আমরা। টানা প্রায় দু’মাস কর্মসমিতির কোনও বৈঠক হয়নি। তাই বাধ্য হয়েই আমাদের প্রতিযোগিতার আয়োজন করতে হচ্ছে অরবিন্দ স্টেডিয়ামে।”
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ষোড়শীমোহন দাঁ বলেন, “কর্মসমিতির বৈঠক হয়নি উপাচার্যের অনুপস্থিতির কারণে। তিনি উপস্থিত না থাকলে ওই বৈঠক করা যায় না। বর্তমানে উপাচার্যের পদে থাকা সুব্রত পাল বা রাজ্যপাল কেউই আমাকে দায়িত্ব নিতে নির্দেশ দেননি। তাই আমিও ওই বৈঠক করাতে পারিনি। বাধ্য হয়েই বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। না হলে বর্ধমানের মাথা হেঁট হয়ে যেত।”
প্রতিযোগিতা চলবে ১২ থেকে ১৫ জানুয়ারি। ইতিমধ্যে প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে। জানা গিয়েছে, আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেবে। |