শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের আলাদা নতুন ইউনিট গড়তে চান ন্যাশনাল ইন্সস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস (নাইসেড) কর্তৃপক্ষ। সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যোগ দিতে গেলে তাঁর সঙ্গে দেখা করে এ ব্যাপারে প্রস্তাব দেন সাইসেডের ৪ সদস্যের এক প্রতিনিধি দল। এ ব্যাপারে উৎসাহী মন্ত্রী নিজেও। তিনি বিস্তারিত পরিকল্পনা তাদের লিখিত ভাবে জমা করতে বলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “স্বাস্থ্য দফতরের মাধ্যমে ওই প্রস্তাব ক্যাবিনেট বৈঠকে অনুমোদন মিললে তবে ওই কাজ করা যাবে। স্বল্প এবং দীর্ঘ মেয়াদী হিসাবে তাদের বিস্তারিত পরিকল্পনা জমা করতে বলেছি।” কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের অধীনে থাকা নাইসেডের তরফে শেখর চক্রবর্তী জানান, কেন্দ্রীয় অর্থেই ওই পরিকাঠামো তারা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে গড়ে তুলতে চান। এ ব্যাপারে ১৫ কাঠা জমি প্রয়োজন। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে এ দিন সে ব্যাপারে তাঁরা জানান। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও তাদের প্রস্তাবটি গুরুত্ব দিয়ে শুনেছেন। উত্তরবঙ্গে ডায়েরিয়া, এইচআইভি, ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিসের মতো রোগ নিয়ন্ত্রণে তাঁরা কাজ করতে চান। এখনও পর্যন্ত এ সব ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য নেই।
|
চিকিৎসকদের ধর্মঘট বা ধর্নার জেরে হাসপাতালের জরুরি পরিষেবা ব্যাহত হলে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার ও অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসকে নোটিস দিয়ে শীর্ষ আদালত একই কথা জানতে চেয়েছে। পরবর্তী শুনানির দিন তাদের উত্তর দিতে বলা হয়েছে। জরুরি চিকিৎসা পরিষেবা না-থাকলে অসংখ্য মানুষের জীবনসঙ্কট হয় বলে জানিয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থের মামলা দায়ের করেছিল রোগীর আত্মীয়দের নিয়ে গঠিত কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। চিকিৎসকদের ধর্মঘট চলাকালীন কোনও চিকিৎসক রোগীকে জরুরি পরিষেবা দিতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছিল তারা। সোমবার সেই আবেদনে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এস এইচ কাপাডিয়াকে নিয়ে গঠিত বেঞ্চ এ ব্যাপারে নোটিস জারি করেছে।
|
একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দাবি উঠেছে পুরুলিয়ার মানবাজারের গোপালনগর এলাকায়। গোপালনগরের বাসিন্দা হেলাধন মুখোপাধ্যায়, শচীন্দ্রনাথ মাহাতো বলেন, “রাতে মানবাজারের সঙ্গে যোগাযোগ করা যায় না। সামান্য অসুখ হলে ৪০ কিলোমিটার দূরে পুরুলিয়া সদর হাসপাতালে যেতে হয়। তাতে খুব সমস্যা হয়। কাছেপিঠে স্বাস্থ্যকেন্দ্র হলে খুবই উপকার হবে।” মানবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ সিংহ হাঁসদা বলেন, “গোপালনগরে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এ বিষয় নিয়ে জেলাস্তরেও আলোচনা করব।”
|
গলসি থানা ও একটি সমাজসেবী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শনিবার দুঃস্থদের বিনা খরচে চোখ পরীক্ষা হয়েছে। মোট প্রায় ১৩০ জনের চোখ পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে ১৫জনের চোখের ছানি অপারেশন করাতে হবে। থানার ওসি বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেছেন, এই ১৫জনের বিনাব্যয়ে ছানি অপারেশনের ব্যবস্থা করানো হবে।
|
রাস্তার পাশে দাঁড় করানো একটি গাড়ি থেকে তিন হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার ডোমকলের জোতকানাই গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, একটি মারুতি ভ্যানে করে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তার পাশ থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।
|
ভুল চিকিৎসার জন্য এক দন্ত চিকিৎসের চেম্বারে ভাঙচুর চালালেন বাসিন্দারা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার হায়দরপাড়ায়। খারাপ দাঁত তোলার জন্য এদিন এলাকার এক বাসিন্দা উমেশ পাসোয়ানের ১১ বছরের ছেলে আকাশ চিকিৎসকের কাছে যায়। চিকিৎসক খারাপ দাঁতের বদলে ভাল দাঁত তুলে ফেলেন বলে অভিযোগ। ক্ষুব্ধ বাসিন্দারা ওই চিকিৎসের চেম্বারে গিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |