টুকরো খবর
ক্যানিংয়ে ফুটবল
ক্যানিংয়ের মরাপিয়া ব্লক সঙ্ঘের উদ্যোগে শনিবার ৮ দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। ওই ক্লাবেরই মাঠে ফাইনালে ঘোলানাইস ক্লাব মুখোমুখি হয় দাঁড়িয়া মিরাজ কমিউনিকেশনের। নির্ধারিত সময় পর্যন্ত দু’টি দলই একটি করে গোল করে। টাইব্রেকারে ৩-২ গোলে জিতে যায় ঘোলানাইস ক্লাব। ম্যান অব দ্য ম্যাচ হন ওই ক্লাবের উদয় নস্কর। ৮টি দল খেলায় যোগ দিয়েছিল। উদ্বোধন করেন কংগ্রেস নেতা অর্ণব রায়। চ্যাম্পিয়ন ও রানার্সদু’টি দলকেই নগদ টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।

বসিরহাটে দৌড় প্রতিযোগিতা
সম্প্রতি ‘বসিরহাট মেলা’র উদ্যোগে পুরুষ ও মহিলাদের দূরপাল্লার এক দৌড় প্রতিযোগিতা হয়ে গেল। কাটিয়াহাটে থেকে গন্ধর্বপুর পর্যন্ত এই দৌড়ে মেয়েদের মধ্যে প্রথম হন পিঙ্কি মণ্ডল। ডলি ঘোষ ও রিঙ্কি খাতুন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। ছেলেদের দৌড় হয় ইছামতী সেতু থেকে টাকি গেস্ট হাউস পর্যন্ত। দৌড়ে প্রথম হয়েছেন মোস্তাফা মোল্লা। দ্বিতীয় হন মুরাদ গাজি ও তৃতীয় স্থান পেয়েছেন বাপন মণ্ডল।

ভ্যান-ম্যাটাডর সংঘর্ষে মৃত ৩
ম্যাটাডরের ধাক্কায় এক ভ্যানচালক-সহ মৃত্যু হল তিন জনের। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, ভ্যানের যে দুই যাত্রীর মৃত্যু হয়েছে তাঁদের নাম সাজামল শেখ (৪৫) ও গোলাম রুসুল শেখ (৫৫)। দু’জনেরই বাড়ি রামনগরের কাকজোল গ্রামে। তবে, এ দিন রাত পর্যন্ত ভ্যানচালকের নাম-ঠিকানা জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর ২টো নাগাদ সাজামাল এবং গোলাম রসুল ভ্যানে চড়ে ডায়মন্ড হারবার থেকে হটুগঞ্জের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে একটি ম্যাটাডর নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিতে ধাক্কা মেরে ঢুকে যায় একটি দোকানে। ভ্যানচালক ও দুই যাত্রী ছিটকে পড়েন। তিন জনেই মাথায় চোট পান। তাঁদের স্থানীয় লোকজন ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে ভ্যানচালকের মৃত্যু হয়। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানোর সময়ে পথেই মৃত্যু হয়। ম্যাটাডর এবং খালাসিকে পুলিশ আটক করেছে। চালক পলাতক।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধৃত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত অসীম মিস্ত্রির বাড়ি বাসন্তীর ৩ নম্বর ঝড়খালিতে। রবিবার রাতে ক্যানিং থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দু’বছরেরও বেশি সময় ধরে গ্রামেরই এক তরুণীর সঙ্গে সহবাস করছিল অসীম। তরুণীর মায়ের অভিযোগ, বার বার বিয়ের কথা বললেও অসীম রাজি হয়নি। উল্টে ব্যবসা করবে বলে বিয়ের জন্য রাখা গায়নাগাটি নিয়ে নিয়ে পালিয়ে যায়। এর পরেই ওই তরুণী বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অসীমকে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রীতির ছবি
-নিজস্ব চিত্র।
রান্নাপুজোকে কেন্দ্র করে সোমবার উত্তর ২৪ পরগনার হাবরায় দেখা গেল হিন্দু-মুসলমানের সম্প্রীতির ছবি। সোমবার হাবরার ফুলতলা মণ্ডলপাড়ায় কোনও বাড়িতেই জ্বলেনি উনুন। তবে রান্না অবশ্যই হয়েছে এবং তা ঘরের বাইরে খোলা আকাশের নীচে। কোথাও রাস্তার ধারে। আবার কোথাও আমবাগানে। কোথাও মুসলমান পরিবারের রান্না করে দিচ্ছেন হিন্দু ঘরের বধূ। আবার কোথাও হিন্দুর ঘরে রান্নার জোগাড় করে দিচ্ছেন কোনও মুসনমান রমণী। সম্প্রীতির এমন মধুর দৃশ্য নিয়ে গ্রামের লক্ষ্মণ মণ্ডল, রহিমা বিবিরা জানালেন, এই পুজো প্রায় ২০০ বছরের পুরনো। শোনা যায় একবার গ্রামে প্রচণ্ড ডায়েরিয়া হয়। তখন স্থানীয় একটি পুকুরের জল রান্নার কাজে ব্যবহার করায় রোগ সেরে যায়। সেই থেকে প্রতি বছর অগ্রহায়ণ মাসে অমাবস্যার পরে প্রথম চাঁদ দেখার পরে পরবর্তী সোমবারে এই রান্না পুজো হয়ে আসছে। গ্রামের হিন্দু-মুসলমান সকলেই পুজোয় যোগ দেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.