টুকরো খবর |
আগ্নেয়াস্ত্র-সহগ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
|
উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র। |
তিনটি মাস্কেট, ১৩টা পাইপগান ও আট রাউন্ড গুলি-সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে খড়গ্রামের সাদলের কাছে সুরখালির মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আইনাল শেখ, মানসার শেখ ও গিয়াস শেখ। তাদের সকলেরই বাড়ি কান্দিতে। মানসার শেখ ও আইনাল শেখের বিরুদ্ধে সমাজবিরোধী কাজকর্মের একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওই রাতে ধৃত তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে স্থানীয় সুরখালি গ্রামের দিকে অস্ত্রগুলি বিক্রি করতে যাচ্ছিল বলে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। ওই রাতে অস্ত্র নিয়ে যাওয়ার সময়ে তাদের পিছু নেয় পুলিশ। তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। সেই সময়ে ধৃতেরা দু’টি বোমাও ফাটায় বলে পুলিশ জানায়। মুর্শিদাবাদের পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “আগ্নেয়াস্ত্র-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
গুলি করে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
সংখ্যালঘু বিত্ত নিগমের এক অস্থায়ী কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুঠ করল দুষ্কৃতীরা। সোমবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ঋণের টাকা সংগ্রহ করে মাসুদ আলম নামে ওই কর্মী ভগীরথপুর হয়ে ডোমকলে যাচ্ছিলেন। পাটিকাবাড়ি গ্রামের কাছে রাজ্য সড়কের উপরে সাড়ে চারটে নাগাদ এক দল দুষ্কৃতী তাঁকে গুলি করে টাকা ছিনতাই করে। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “ওই যুবকের কাছে কয়েক লক্ষ টাকা ছিল। তা ছিনতাই করেছে দুষ্কৃতীরা। তাকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
|
দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
দুর্নীতির অভিযোগ উঠেছে বেলডাঙার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্যের বিরুদ্ধে। আবদুল হান্নান নামে ওই সদস্যের বিরুদ্ধে বার্ধক্য ভাতার টাকা নয়-ছয় করার অভিযোগ উঠেছিল বহু দিন আগেই। বিডিও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় অভিযোগ পাওয়ার পরে তদন্তের নির্দেশ দেন। সোমবার বিডিও পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বিডিও বলেন, “ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে।” আবদুল হান্নান বলেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।”
|
মহিলার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। কান্দির শাসপাড়ার বাসিন্দা জেসমিনা বিবি (২০) নামে ওই মহিলা রবিবার রাতে কান্দি মহকুমা হাসপাতালে মারা যান। প্রথমিক ভাবে পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে জেসমিনা বিবিকে কান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে।
|
শোভারঘাটে জমি নিয়ে বিবাদে খুন
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
জমির নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে সুতি থানার শোভারঘাট দারামুরে। রবিবার দুপুরে অচিন মণ্ডল (৬৫) নামে ওই ব্যক্তিকে তাঁর জমিতেই শাবল দিয়ে পিটিয়ে খুন করা হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা পলাতক। অচিনবাবুর বাড়ি লালুপুর গ্রামে। পুলিশ জানায়, বাড়ি থেকে দু’কিলোমিটার দূরে দারামুরে তাঁর বিঘা ছয়েক জমি রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই জমি নিয়েই শোভারঘাটের কয়েক জনের সঙ্গে বিরোধ চলছে অনেক দিন ধরে। অচিনবাবু জমি নিজেই চাষ করেন। এ বার ওই জমিতে তিনি মসুরি ও সর্ষে চাষ করেন। খুনের ঘটনায় অভিযুক্তেরা রবিবার দুপুরে ট্রাক্টর দিয়ে অচিনবাবুর বোনা ফসল নষ্ট করে দেয়। খবর পেয়ে অচিনবাবু একাই গিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। অভিযোগ, ওই সময়ই তাঁকে শাবল দিয়ে পেটাতে থাকেন অভিযুক্তেরা। আহত অচিনবাবু জমিতে লুটিয়ে পড়লে তিনি মারা গিয়েছেন ভেবে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচিনবাবুকে উদ্ধার করে আহিরণ ব্লক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করিয়ে দেয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অচিনবাবুর ভাইপো শরৎ মণ্ডল বলেন, “জ্যাঠামশায় নিজেই জমি চাষ করলেও অভিযুক্তরা জবরদস্তি নিজেদের বর্গাদার বলে দাবি তুলে জমি জবরদখলের চেষ্টা করে। ফসল নষ্ট করছে জেনে জ্যেঠামশায় জমিতে গেলে তাঁকে শাবল দিয়ে পিটিয়ে খুন করা হয়।”
|
ধান কেনা নিয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • হরিহরপাড়া |
ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ১০৮০ টাকা। সেই মতো শিবির করে ধান বিক্রি শুরু হয়েছিল হরিহরপাড়া ব্লক অফিসে। কিন্তু বিক্রি শুরু হতেই ধরা পড়ল ‘অনিয়ম’। কৃষকদের অভিযোগ, প্রতি কুইন্টালে অন্তত ১৫ কেজি ‘ধুলো আছে’ বলে বাদ দেওয়া হচ্ছিল। সরকারি কর্মীদের মধ্যস্থতা সত্ত্বেও ওই গড়মিল কেন হচ্ছিল? এ ব্যাপারে সদর মহকুমাশাসক অধীর বিশ্বাস বলেন, “কুইন্টাল প্রতি ধান বাদ দেওয়ার কোনও নিয়ম নেই। কেন এমন হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে। এখন থেকে নজরদারি চলবে।” এ দিন ওই ধান কৃষকদের কাছ থেকে কিনছিলেন মিল মালিকেরা। সরকারি মূল্যে ধান কেনার প্রতিশ্রুতি দিয়েও ওই মিল মালিকেরা কুইন্টাল প্রতি ১০ থেকে ১৫ কেজি ধানের দাম বাদ দিয়ে এ ভাবেই কৃষকদের বঞ্চিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এ নিয়ে বিক্ষোভ দেখান কৃষকেরা। তবে দু’পক্ষের মধ্যস্থতায় কুইন্টাল প্রতি ৫ কেজি করে ধান বাদ দিতে বাধ্য হন তাঁরা। যদিও সরকারি নিয়মে সেটুকুও বাদ দেওয়ার কথা নয় বলে জানান অধীরবাবু।
|
রাস্তা অবরোধ |
গত ২৬ নভেম্বর সকালে জগদ্দলে এক তরুণীকে ছুরি মারার ঘটনায় অভিযুক্ত এখনও গ্রেফতার না হওয়ায় সোমবার বিকেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। এ দিন জগদ্দল থানা এলাকার কাঁকিনাড়া বাজারের কাছে বিকেল সাড়ে চারটে নাগাদ ঘোষপাড়া রোডে শুরু হয় অবরোধ। আচমকা অবরোধের জেরে আটকে পড়ে প্রচুর যানবাহন। ব্যস্ত সময়ে যানজটের কবলে পড়ে নাজেহাল হন নিত্যযাত্রীরা। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতারের আশ্বাস দেওয়ার পরে অবরোধ তুলে নেওয়া হয়।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু |
অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন নবনী মণ্ডল (৩২) নামে এক মহিলা। তাঁর স্বামী মৃগাঙ্ক মণ্ডল গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। রবিবার রাতে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জিয়াগঞ্জের জৈনপুরের গ্রামের ঘটনা। পুলিশ জানায়, তাঁদের বাড়িতে কী করে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
|
নদীতে নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
জিয়াগঞ্জের ঘঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছেন গণেশ তালুকদার (৭২) নামে এক মৃৎশিল্পী। সোমবার দুপুরে নদীতে স্নান করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়েছেন স্থানীয় বাসিন্দা গণেশবাবু।
|
আশ্রমে চুরি
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
একটি আশ্রমের মন্দির থেকে রবিবার রাতে সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। রানাঘাটের পান্থপাড়ার ওই আশ্রমের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে। |
|