টুকরো খবর
আজ তারকাহীন স্থানীয় ক্রিকেটের বড় ম্যাচ
স্থানীয় ক্রিকেট মরসুমের প্রথম বড় ম্যাচ, অথচ বড় নামই নেই! আজ, মঙ্গলবার এএনঘোষ ট্রফিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল। কিন্তু সাধারণত ম্যাচের আকর্ষণ যাঁরা বাড়িয়ে থাকেন, তাঁরা সবাই রঞ্জি ট্রফি খেলতে ব্যস্ত। অতএব, ‘বড়’ ম্যাচকে ঘিরেও সেই টেনশনের আবহটা নেই। ইস্টবেঙ্গল যদি তিন জনকে না পায়, তা হলে মোহনবাগান আবার পাচ্ছে না পাঁচ জনকে। ইস্টবেঙ্গলের হয়ে এই ম্যাচে নেই অরিন্দম দাস, অধিনায়ক অর্ণব নন্দী এবং ঋতম পোড়েল। তেমনই মোহনবাগান আবার পাচ্ছে না লক্ষ্মীরতন শুক্ল, সৌরাশিস লাহিড়ী, সামি আহমেদদের। এঁরা সবাই আপাতত হরিয়ানায়। মোহনবাগান ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনালে চলে গিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলকে যদি শেষ চারে পৌঁছতে হয়, তা হলে শুধু মোহনবাগানকে শুধু হারালেই চলবে না, বড়সড় ব্যবধানে হারাতে হবে। আর লক্ষ্মী-সহ পাঁচ ক্রিকেটার না থাকলেও ধারে-ভারে মোহনবাগান যথেষ্ট এগিয়ে এই ম্যাচে। শুভময় দাস, অনুষ্টুপ মজুমদার, অরিন্দম ঘোষ, দেবব্রত দাসরা আছেন। ইস্টবেঙ্গলের সেখানে হাতে বলতে দিব্যেন্দু চক্রবর্তী, শিবশঙ্কর পাল। ইস্টবেঙ্গলের অধিনায়ক নির্বাচন নিয়েও আবার সমস্যা আছে। অর্ণব না থাকায় অধিনায়ক হবেন দিব্যেন্দু বা অমিতাভ চক্রবর্তীর মধ্যে কেউ।

ষষ্ঠ স্থানে শেষ করল ফোর্স ইন্ডিয়া
বলা হয়, শেষ ভাল যার সব ভাল তার। আর ২০১১ ফর্মুলা ওয়ান মরসুমের শেষটা দারুণ হল সহারা ফোর্স ইন্ডিয়ার। ব্রাজিলের সাও পাওলোয় ফোর্স ইন্ডিয়ার আদ্রিয়ান সুটিল ছ’নম্বরে আর পল ডি’রেস্টা আট নম্বরে রেস শেষ করে দলকে এনে দিলেন পুরো বারো পয়েন্ট। যার দৌলতে নির্মাতাদের চ্যাম্পিয়নশিপে মোট ৬৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করল বিজয় মাল্যর দল। শুধু তাই নয়, ব্রাজিলে মার্সিডিজের মতো প্রথম সারির দলকে পিছনে ফেলে দিল ফোর্স ইন্ডিয়া। নিজস্ব ৪২ পয়েন্টে চালকদের চ্যাম্পিয়নশিপে নবম স্থানে শেষ করলেন সুটিল।
রেস জেতেন রেড বুলের মার্ক ওয়েবার। আগেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাওয়া সেবাস্তিয়ান ভেটেল (৩৯২ পয়েন্ট) গিয়ার-সমস্যায় জর্জরিত হয়ে ব্রাজিলে রেস শেষ করলেন দ্বিতীয় স্থানে। ফলে মাইকেল শুমাখারের এক মরসুমে ১৩টি জয়ের রেকর্ড অধরাই থাকল তাঁর। তিনি শেষ করলেন ১১টি জয়ে। তৃতীয় হলেন জেনসন বাটন। তবে তৃতীয় হয়ে পনেরো পয়েন্ট পাওয়ায় বাটনই এই মরসুমের রানার আপ। চালকদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানটা থাকল ওয়েবারের (২৫৮ পয়েন্ট)। গাড়ি নির্মাতাদের মধ্যে রেড বুল চ্যাম্পিয়ন হল।

বোর্ডকে নোটিশ
আইপিএল ‘টু’-র আয়োজনে ১,৬০০ কোটি টাকা লেনদেনের খুঁটিনাটি জানতে চেয়ে ভারতীয় বোর্ডকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয় আইপিএল টু। নোটিশটি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) ভিত্তিতে পাঠানো হয়েছে। আইপিএলে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের জেরে এর আগে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর, আইপিএল পরিচালন পরিষদের সদস্য রবি শাস্ত্রী এবং কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানকে জেরা করা হয়েছে।

পুরস্কার অশ্বিনকে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্সের জন্য রবিচন্দ্রন অশ্বিনকে দিলীপ সরদেশাই পুরস্কার দিচ্ছে ভারতীয় বোর্ড। তিন টেস্টে ২২টা উইকেট নিয়ে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন অশ্বিন। ১০ ডিসেম্বর চেন্নাইতে বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে ট্রফি এবং পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হবে।

জয়ী বাংলাদেশ
অনূর্ধ্ব ১৯ ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল রানাঘাট স্টেডিয়ামে। বাংলাদেশের নরাইল এবং নদিয়ার এই খেলায় ২-০ গোলে জয়ী হয় বাংলাদেশ। শনিবার মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় প্রমুখ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.