প্রয়াত গজল শিল্পী জগজিৎ সিংহ স্মরণে রবিবার হাওড়ার উলুবেড়িয়া ইনস্টিটিউট ও লাইব্রেরির উদ্যোগে তাদের নিজস্ব প্রেক্ষাগৃহে হয়ে গেল উচ্চাঙ্গ সঙ্গীতের আসর। প্রথমে ভজনের সঙ্গে নৃত্য পরিবেশন করেন উপমা সাহা। কণ্ঠশিল্পী গৌতম মাইতি তানপুরা সহযোগে ইমন রাগ পরিবেশন করেন। তাঁর কণ্ঠে ‘তান’ অংশটি ছিল আকর্ষণীয়। তাঁকে তবলায় সহযোগিতা করেন অমল দাস এবং হারমোনিয়ামে রতন দাস। বাঁশিতে প্রথমে বাগেশ্রী ও পরে কলাবতী রাগ বাজিয়ে শোনান গোরাচাঁদ বাগ। তবলায় সঙ্গত করেন বনমালি মাইতি। পরবর্তী তথা শেষ শিল্পী ছিলেন সরোদ-বাদক কমল মল্লিক। শিল্পীকে প্রথমে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। তিনি সরোদে চারুকেশি রাগ শোনান। তাঁকে তবলায় সহযোগিতা করেন পি কে গৌতম। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষ্ণা মিশ্র।
|
এখনও প্রভিডেন্ট ফান্ড-এর টাকা পাচ্ছেন না হাওড়ার বাউড়িয়া কটন মিলের শ্রমিকেরা। অবিলম্বে বকেয়া টাকা মেটানোর দাবিতে বাউড়িয়া কটন মিল সংগ্রামী শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে শ্রমিকেরা সোমবার হাওড়ায় আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কার্যালয়ে বিক্ষোভ দেখান। কারখানাটি বন্ধ ১৯৯৫ সাল থেকে। হাজার চারেক শ্রমিক এই টাকা পাননি। পিএফ ফান্ডের টাকা ছিল কারখানার ট্রাস্টি বোর্ড-এর হাতে। সে কারণেই টাকা দেওয়া যায়নি বলে প্রভিডেন্ট ফান্ড দফতর সূত্রের খবর। সংগ্রামী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কুশল দেবনাথ বলেন, “শ্রমিকদের কাছ থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে এই কারখানার ট্রাস্টি বোর্ড গত অগস্ট মাসেই ভেঙে দেওয়া হয়। কেন্দ্রীয় শ্রম দফতর প্রভিডেন্ট ফান্ড বিভাগকে নির্দেশ দেয় ট্রাস্টি বোর্ড-এর হাতে যে টাকা রয়েছে, তা যেন শ্রমিকদের সরাসরি বিলি করা হয়। কিন্তু এখনও পর্যন্ত এই টাকা মেলেনি।” হাওড়ার আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনারের দফতরের এক আধিকারিক জানান, বিভিন্ন ব্যাঙ্কে ট্রাস্টি বোর্ড-এর অ্যাকাউন্টে যে টাকা জমা রয়েছে তা প্রভিডেন্ট ফান্ড বিভাগের অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই ব্যাঙ্ক থেকে সেই টাকা শ্রমিকদের দেওয়া হবে।
|
স্কুলভোটকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল পুড়শুড়ায়। পরেশনাথ মণ্ডল নামে ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে তৃণমূল কর্মী। গ্রামেরই এক তৃণমূল নেতা তারাপদ জানার নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলপাড়া হাইস্কুলের পরিচালন সমিতির ভোট আগামী ১১ ডিসেম্বর। ৩০ নভেম্বর মনোনয়ন জমা নেওয়ার শেষ দিন। সোমবার মনোনয়নপত্র জমা দিয়ে ফিরছিলেন স্থানীয় একটি প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশনাথবাবু। তিনি বলেন, “আমরা দীর্ঘ দিন তৃণমূলের কর্মী। সুশিক্ষিত মানুষ যাতে পরিচালন কমিটিতে থাকেন, সে জন্য প্রার্থী বাছাই করে মনোনয়ন জমা দেওয়া হচ্ছিল। সিপিএম থেকে দলে আসা কিছু দুষ্কৃতী আমাকে মারধর করেছে। এরা মাতাল-জুয়াড়িদের নিয়ে কমিটি গড়তে চাইছে।” অন্য দিকে অভিযুক্ত তারাপদ জানার বক্তব্য, “মারধরের অভিযোগ মিথ্যা। পরেশবাবুরা বকলমে সিপিএমেরই প্রার্থী। তৃণমূলের নামে কেন ভন্ডামি করা হচ্ছে, সে প্রশ্ন করা হয়েছিল তাঁকে।’’ এ বিষয়ে পুড়শুড়ার তৃণমূল বিধায়ক পারভেজ রহমান বলেন, “প্রকৃত শিক্ষানুরাগী মানুষই পরিচালন কমিটিতে থাকবেন। গোষ্ঠীদ্বন্দ্ব প্রশ্রয় দেওয়া হবে না।”
|
সিপিএমের খানাকুল জোনাল কমিটি অফিসে হামলা চালানো-সহ একাধিক অভিযোগে এক তৃণমূল নেতা এবং দলের দুই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর সিপিএমের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছিল। ঠাকুরানিচক পঞ্চায়েতের সিপিএম প্রধান-সহ কয়েক জনকে মারধরও করা হয়েছিল। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত নইমূল হক ওরফে রাঙাকে রবিবার রাতে গ্রেফতার করা হয়। গুজরাত গ্রামে শনিবার রাতে কয়েক জন তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে মারধরের ঘটনা ঘটে। জখম হন পাঁচ জন। তাঁদের অভিযোগের ভিত্তিতে দলেরই দুই কর্মী রামপ্রসাদ দলুই ওরফে রাম্পু এবং সিদ্ধার্থ অধিকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ক্রিকেট প্রতিযোগিতা। শনি-রবি দু’দিন ধরে উলুবেড়িয়ার সানডে ক্লাবের উদ্যোগে কালসাপা ফুটবল মাঠে নক-আউট ক্রিকেট প্রতিযোগিতায় হল। চ্যাম্পিয়ন বাউড়িয়া ইউনিয়ন ক্লাব। তারা হারিয়েছে বাটা টিপু ইলেভেন ক্লাবকে। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হন চ্যাম্পিয়ন দলের মুন্না। যে সব দর্শক ওভার বাউন্ডারি ধরেছেন, তাঁদের টুপি উপহার দেওয়া হয়। ৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। |