টুকরো খবর
ধানে আগুন দেওয়ার অভিযোগ নলহাটিতে
১১টি ধানের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটল নলহাটি থানার বুজুং গ্রামে। এ ব্যাপারে ছ’জন মালিক লিখিত ভাবে এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি, ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বড়লা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে। পুলিশকেও তাঁরা লিখিত ভাবে জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ চলছে। গ্রামে তল্লাশি চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গ্রামের পূর্ব মাঠে আগুন লাগার ঘটনা ঘটে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ১৫ বিঘা জমিম ধান ও খড়। ক্ষতিগ্রস্ত গ্রামবাসী সাজেদ শেখ, নরেশ প্রামাণিকরা বলেন, “মাঠে ধান পাহারা নিয়ে গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে।” সাজেদ শেখের দাবি, “গত দু’বছর ধরে গ্রামবাসী মির্জা শেখ ও ধানু আচার্যকে গ্রামের পূর্ব মাঠের ধান পাহারা দিতে দেওয়া হয়নি। সেই কারণে আমার সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছে। রবিবার রাতে আমি মাঠ পাহারা দেওয়ার সময় দেখি আমার জমি-সহ অন্যান্য জমিতে রাখা ১১টি ধানের গাদায় আগুন জ্বলছে। ওই জায়গায় পৌঁছতে গেলে মির্জা শেখ ও ধানু আচার্য ধাক্কা মেরে পালিয়ে যায়। সোমবার সকালে পঞ্চায়েতে ও অন্যান্য মালিকদের জানিয়েছি।” পুলিশের দাবি, অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চলছে।

মাওবাদীর বাড়িতে মিলল বিস্ফোরক
পুলিশের হাতে ধরা পড়া মাওবাদীর বাড়ি থেকে ‘উদ্ধার হল’ ৩৫ কেজি বিস্ফোরক (অ্যামোনিয়াম নাইট্রেট)। যা দিয়ে ছোটখাটো একটি সেতু উড়িয়ে দেওয়া সম্ভব বলে পুলিশের দাবি। বীরভূমের খয়রাশোলের ঘটনা। একাধিক নাশকতা ও খুনের ঘটনায় জড়িত অভিযোগে খয়রাশোলের নওপাড়া গ্রামের বাড়ি থেকে রবিবার ধরা হয় উত্তম বাউরি নামে ওই মাওবাদীকে। সোমবার ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি বিস্ফোরক মিলেছে বলে পুলিশ দাবি করেছে। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “কী কারণে এবং কোথা থেকে এত পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল, তা জেরার মুখে উত্তম এখনও কবুল করেনি। তবে জিজ্ঞাসাবাদ চলছে। ওই বিস্ফোরক কোথায় ব্যবহার করা হত, তা তদন্ত করে দেখা হচ্ছে।” রবিবার প্রথমে খুন ও নাশকতার অভিযোগে বর্ধমানের লাউদোহা থেকে ধরা হয় সমীরণ ওরফে সমীর ওরফে তাপস রুইদাস নামে এক মাওবাদীকে। পুলিশের দাবি, সমীরণকে জেরা করে উত্তমের হদিস পাওয়া যায়। ইতিমধ্যেই ধৃত দু’জনকে ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দুবরাজপুর আদালত। বিস্ফোরক উদ্ধারের পরে ঘটনাস্থলে তদন্তে যান জেলার সিআইডি এবং গোয়েন্দা বিভাগের (ডিআইবি) অফিসারেরা। বিস্ফোরকের প্রকৃতি চিহ্নিত করার পাশাপাশি তাঁরা ধৃতদের জেরাও করেন।

রামপুরহাট পুরসভায় বিক্ষোভ ব্যবসায়ীদের
দ্রুত লাইসেন্স পুনর্নবীকরণ করা-সহ নানা দাবিতে সোমবার সকালে রামপুরহাট পুরসভায় বিক্ষোভ দেখাল আইএনটিইউসি অনুমোদিত রামপুরহাট ফুটপাথ ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। বিক্ষোভ চলাকালীন ওই সংগঠনের সদস্যরা পুরপ্রধানের ঘরে কাউকে ঢুকতে দেননি বলে অভিযোগ উঠেছে। কোনও রকম অশান্তি বা বিশৃঙ্খলা না ছড়ায় সে জন্য পুরসভায় পুলিশি ব্যবস্থা ছিল। এলাকার ফুটপাত ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের কাজ দ্রুত শেষ করা, এ ব্যাপারে পুরকর্তৃপক্ষের গড়িমসি মনোভাব দেখানো চলবে না, ফুটপাথ ব্যবসায়ীদের প্রতি পুরকর্তৃপক্ষের ভূমিকা স্পষ্ট করে জানানোর দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, একাধিক বার এ ব্যাপারে জানানো হলেও পুরসভা কোনও রকম সদর্থক ভূমিকা নেয়নি। তাই বাধ্য হয়ে এ দিন আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে। পুরপ্রধান নির্মল বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “লাইসেন্স রিনিউ করার আগে শ্রেণিবিভাগ করা হচ্ছে। তার পরে কর বসানো হবে। তাঁদের বাকি দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।”

রাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তা
আজ, মঙ্গলবার বিশ্বভারতীতে আসছেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। তাঁর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা শান্তিনিকেতনকে। সোমবার শান্তিনিকেতনে নিরাপত্তা খতিয়ে দেখতে এসেছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ, ডিআইজি (বর্ধমান রেঞ্জ) জগমোহন। আইজি বলেন, “৭০০ বেশি পুলিশকর্মী রয়েছেন। সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।” পুলিশ সূত্রে খবর, সিআরপিএফ, আইআরবি, কমান্ডো বাহিনী থাকছে। ইতিমধ্যে রাজনগর, খয়রাশোল, কাঁকরতলা, দুবরাজপুর-সহ একাধিক থানা এলাকায় চলছে তল্লাশি ও গাড়িতে নজরদারি। সীমান্ত এলাকা সিল করে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর সহ-উপাচার্য উদয়নারায়ণ সিংহ জানিয়েছেন, নন্দন আর্ট গ্যালারিতে রবীন্দ্রনাথের আঁকা ৩৮টি ছবির প্রদর্শনীর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। তাঁর জন্য উদয়নগৃহে অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

অস্ত্র-সহ ধৃত তিন দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার গভীর রাতে রামপুরহাট থানার বড়পাহাড়ি থেকে নারায়ণপুর যাওয়ার রাস্তায় একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের ধরা হয়েছে। এক জনের কাছ থেকে একটি পাইপগান, বন্দুক উদ্ধার হয়েছে। বাকিদের কাছ থেকে উদ্ধার হয়েছে রড। ওই এলাকায় ১০-১২ জনের দুষ্কৃতী দল জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রামপুরহাট-দুমকা রোডে রাতে চলাচলকারী গাড়ি ছিনতাই করার উদ্দেশ্য ছিল তাদের। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তিন জনকে ধরা গেলেও বাকিরা পালিয়ে যায়।

আলোচনাসভা
পোস্টার, ব্যানার সহযোগে র্যালি এবং একটি আলোচনাসভা হয়ে গেল দুবরাজপুরে। সার্বিক স্বাস্থ্যবিধান কর্মসূচিকে ত্বরান্বিত করার লক্ষ্যে সোমবার এই ব্যবস্থা নিয়েছিল ব্লক প্রশাসন। স্বচ্ছতা উৎসব শিরোনামে ওই কর্মসূচির লক্ষ্য সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধান সম্পর্কে প্রত্যেককে সচেতন করা। ব্লক প্রশাসনের আধিকারিকেরা ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন দুবরাজপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

কীটনাশক খেয়ে মৃত্যু
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। পুলিশ জানায়, মৃতার নাম আনার বিবি (৫০)। বাড়ি রামপুরহাট থানার বনহাট গ্রামে। সোমবার ভোরে রামপুরহাট মহকুমা হাসপাতালে তাঁকে অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়েছিল। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.