টুকরো খবর
ন্যাটোর ‘দুঃখপ্রকাশ’ মানি না, বলল পাকিস্তান
বিমান হানায় নিহতদের পরিবারের প্রতি ন্যাটো প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেনের ‘সমবেদনা’ উড়িয়ে দিল পাকিস্তান। সেই সঙ্গে তারা সাফ জানিয়েছে, শুক্রবার রাতে প্রথম গুলি চালায় ন্যাটোই। ঘটনার জেরে ন্যাটোর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তোরখাম ও চমনের পাক-আফগান সীমান্ত। ফলে ওই এলাকায় আটকে ন্যাটোর বহু রসদবাহী ট্রাক। হামলার প্রতিবাদে গণবিক্ষোভও অব্যাহত। পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস আজ বলেন, “এই ধরনের হামলার জন্য শুধু দুঃখপ্রকাশ যথেষ্ট নয়।” তাৎপর্যপূর্ণ ভাবে, এই ঘটনায় আজ উদ্বেগ প্রকাশ করল পাকিস্তানের ঘনিষ্ঠ সহযোগী চিনও। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “ঘটনায় চিন স্তম্ভিত। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।”এর মধ্যেই গুলি চালনা নিয়ে দু’তরফে চাপানউতোর শুরু হয়েছে। পাক সেনা এবং সরকারের দাবি, বিনা প্ররোচনাতেই গুলি চালায় ন্যাটো। যদিও কাবুলের দাবি, ওই রাতে ন্যাটো ও আফগান সেনা তালিবান জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছিল। পাকিস্তানকে তা জানানোও হয়েছিল। তা সত্ত্বেও গুলি চলে পাক সীমান্তের দিক থেকে। আফগানিস্তানে যৌথ বাহিনীর কম্যান্ডার জেনারেল জন অ্যালেনও ‘পাক প্ররোচনা’র বিষয়টি সমর্থন করেছেন বলে দাবি একটি মার্কিন দৈনিকের। এই ‘কাহিনি’ নস্যাৎ করে আব্বাস বলেন, “পাকিস্তানের তরফে গুলি চলে থাকলে ন্যাটোকে পরিষ্কার জানাতে হবে সেই হামলায় তাদের কোনও সেনা নিহত হয়েছে কি না।” ন্যাটো হামলার প্রতিবাদে আজ করাচির মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হন শ’খানেক বিক্ষোভকারী। জামাত-উদ-দাওয়া এবং জামাত-ই-ইসলামি হুঁশিয়ারি দিয়েছে, শামসি বিমানঘাঁটি খালি না করলে আমেরিকার বিরুদ্ধে জেহাদে নামবে তারা। এই ডামাডোলের মধ্যেই আজ আফগানিস্তানের ১৮টি অঞ্চলের নিয়ন্ত্রণ স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো।

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল পাশ বাংলাদেশে
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল পাশ হল বাংলাদেশের জাতীয় সংসদে। মূলত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বেদখল হয়ে যাওয়া সম্পত্তি ফেরত দিতেই এই বিল পাশ করা হয়েছে। আগেও দু’বার এই বিল সংসদে পেশ করা হয়েছিল। কিন্তু, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আপত্তিতে তা পাশ করানো যায়নি। এ বার সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে বিলে অনেক সংশোধন করেছে শেখ হাসিনা সরকার। ফলে এই বিষয়ে হিন্দু সম্প্রদায়ের হয়রানি ও বঞ্চনার অবসান হবে বলে দাবি করেছেন ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা সুব্রত চৌধুরী জানিয়েছেন, সংশোধিত বিল নিয়ে তাঁরা খুশি। নতুন সম্পত্তি প্রত্যর্পণ বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির জেলাওয়াড়ি তালিকা প্রকাশ করা হবে। এর পরে নির্দিষ্ট পদ্ধতি মেনে প্রত্যর্পণের কাজ এগোবে। প্রত্যর্পণের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত কোনও আবেদনকারীর অপছন্দ হলে তিনি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন।

চিন-ভারত প্রতিরক্ষা বৈঠক যথা সময়েই
ভারত এবং চিনের মধ্যে বহু প্রতীক্ষিত সীমান্ত বৈঠক (বিশেষ প্রতিনিধি স্তরে) ভেস্তে গেলেও দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনাটি ডিসেম্বর মাসে নির্ধারিত সময়েই হচ্ছে। কূটনৈতিক সূত্রের খবর, বিশ্ব বৌদ্ধ সম্মেলনে দলাই লামার বক্তৃতার বিষয়টি নিয়ে মতবিরোধের জেরে তিক্ততা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত নরম করা সম্ভব হয়েছে বেজিংকে। চিনের সঙ্গে কূটনৈতিক তাপমাত্রা কমিয়ে সীমান্ত, বাণিজ্য, প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা নিয়ম মাফিক এগোতে চায় নয়াদিল্লি। সেই লক্ষ্যেই আমন্ত্রণ থাকা সত্ত্বেও বিশ্ব বৌদ্ধ সম্মলনে যাননি প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। শুধু তাই নয়, বিতর্ক এড়াতে লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ এবং দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতও ওই সম্মেলনে যোগ দেননি । কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপে কিছুটা নরম হয়েছে বেজিং।

গাড়ির এসি বন্ধ রাখেন ওবামা
প্রচণ্ড গরমেও গাড়িতে এসি চালাতে পছন্দ করেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ওবামা-ঘনিষ্ঠ রেগি লাভ। হোয়াইট হাউস দখলের দৌড়ে ওবামা যখন এক জায়গা থেকে আর এক জায়গা ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় থেকেই তাঁর ছায়াসঙ্গী রেগি। ২০০৮ সাল থেকে তিনি মোট ৮ লক্ষ ৮০ হাজার ৭৮০ মাইল ওবামার সঙ্গে গাড়ি করে ঘুরেছেন। এখন মার্কিন প্রেসিডেন্টের দ্বাররক্ষী। ওবামার সঙ্গে মাঝেমধ্যে বাস্কেটবলও খেলেন। সাক্ষাৎকারে রেগি বলেছেন, “গরমকালেও গাড়ির এসি অন করতে দেন না প্রেসিডেন্ট। উনি নিজেকে সব সময় এত ঠান্ডা রাখেন কী করে, কে জানে!”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.