নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ডুয়ার্সের নাগরাকাটায় মোর্চার সঙ্গে যৌথ সভা করে ফের বির্তকের মুখে পড়লেন আদিবাসী বিকাশ পরিষদের ডুয়ার্স তরাইয়ের নেতাদের একাংশ। রবিবার বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করতে নাগরাকাটায় জনসভার আয়োজন করে আদিবাসী বিকাশ পরিষদ। সেই সভায় হাজির হন গোর্খা জনমুক্তি মোর্চার রোশন গিরি এবং হরকা বাহাদুর ছেত্রী। প্রসঙ্গত এদিন প্রথম ডুয়ার্সের কোনও এলাকায় মোর্চা নেতৃত্ব প্রকাশ্যে বক্তব্য রাখেন। মোর্চা নেতা রোশন গিরি তার ভাষণে ডুয়ার্সে শান্তি ও সমৃদ্ধির জন্য মোর্চা-আদিবাসী একসঙ্গে লড়াই করার ডাক দেন। মোর্চার সঙ্গে চুক্তি করাকে কেন্দ্র করেই আদিবাসী বিকাশ পরিষদের অভ্যন্তরেই বিরোধ তৈরি হয়েছে। রাজ্য নেতৃত্বকে না জানিয়ে মংপংয়ে মোর্চার সঙ্গে বৈঠক করে চুক্তি সই করার অভিযোগ তুলে শোকজ করা হয় পরিষদের ডুয়ার্স-তরাই নেতৃত্বকে। সেই শোকজের জবাব পেয়ে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেওয়ার আগেই ফের মোর্চার সঙ্গে যৌথ সভা করার ঘটনায় রাজ্য নেতৃত্ব ক্ষুদ্ধ। পরিষদের রাজ্য সভাপতি বীরসা তিরকে বলেন, “রবিবার নাগরাকাটায় পরিষদের সভা রয়েছে জানতাম। কিন্তু সেখানে মোর্চা নেতৃত্ব উপস্থিত থাকবে তা আমাকে জানানো হয়নি। এদিনের ঘটনার পরে জন বার্লাদের অবস্থান নিয়ে আরও ধোঁয়শা তৈরি হল। এ বিষয়টিও আমাদের ভাবতে হবে।” রবিবারের সভার অন্যতম মূল উদোক্তা জন বার্লা বলেন, “আমরা ডুয়ার্সে শান্তি, পরিকাঠামোর উন্নয়ন চাইছে। সে কারণেই মোর্চাকে সঙ্গে নিয়ে দাবি আদায়ে উদ্যোগী হয়েছি। এ বিষয়ে কোনও ভুল বোঝাবুঝি থাকতে পারে না। ডুয়ার্সের সাধারণ মানুষ তাই চাম। পরিষদের রাজ্য নেতৃত্বও সে কথা জানেন।” এদিনের সভায় মোর্চা নেতা রোশন গিরি বলেন, “এর আগের বাম সরকার আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করে সাফল্য পেয়েছিল। এখন আমরা এক হয়েছি। আমরা একসঙ্গেই এগিয়ে যেতে চাই।” |