টুকরো খবর |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী টিএমসিপি |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
গত বছর এসএফআইয়ের সঙ্গে লড়াই করে ছাত্র সংসদ দখল করেছিল তৃণমূল ছাত্রপরিষদ। এ বার তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র সংসদের ক্ষমতা ধরে রাখল। ঘটনাটি রঘুনাথপুর শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের (আইটিআই)। কলেজ সূত্রে জানা গিয়েছে, ছাত্র সংসদের আসনের সংখ্যা ২৬। আগামী ৮ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচন ছিল। গত শুক্রবার মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন ছিল। তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুকুমার রায় বলেন, “সব ক’টি আসনেই আমরা প্রার্থী দিয়েছিলাম। কিন্তু, কোনও আসনেই বিরোধীরা প্রার্থী দিতে পারেননি। ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থীরাই জয়ী হয়েছেন।” উল্লেখ্য গতবার ছাত্র সংসদ ২৫টি আসনে জিতেছিল। এসএফআই জিতেছিল একটি আসনে। এ বার কেন প্রার্থী দেওয়া গেল না? এসএফআইয়ের জেলা সভাপতি আরমান হোসেনের অভিযোগ, “তৃণমূল ছাত্র পরিষদ হুমকি দেওয়ায় আমরা সেখানে প্রার্থী দিতে পারিনি। কলেজে সুষ্ঠ ভাবে নির্বাচন হওয়ার পরিবেশ নেই।” একই সঙ্গে তাঁর স্বীকারোক্তি, “ওই কলেজে আমাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। সব মিলিয়েই সেখানে প্রার্থী দেওয়া যায়নি।” এসএফআইয়ের তোলা হুমকি দেওয়ার অভিযোগ মানতে চায়নি তৃণমূল ছাত্রপরিষদ নেতৃত্ব। তাঁদের দাবি, “আমরা কলেজের সংসদের ক্ষমতায় আসার পরে যথেষ্ট উন্নতি হয়েছে। কেউ ওদের সমর্থন করছে না বলেই এসব মিথ্যা অভিযোগ তুলছে।”
|
সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ তালড্যাংরায় |
নিজস্ব সংবাদদাতা • তালড্যাংরা |
সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে তালড্যাংরা থানার লদ্যা গ্রামে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের ১০ জন জখম হয়েছেন। যদিও দুই রাজনৈতিক দলের নেতৃত্বের দাবি, ১২ জন জখম হয়েছেন। পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। ১০ জন জখম হয়েছেন। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে।” তৃণমূলের তালড্যাংরা ব্লক সভাপতি সুনীল ভূঁইয়ের অভিযোগ, “ওই গ্রামে এ দিন সন্ধ্যায় আমাদের দলীয় পথসভা চলছিল। সেখানে সিপিএমের লোকেরা তির-ধনুক নিয়ে চড়াও হয়। এক তৃণমূল কর্মী তিরবিদ্ধ হয়েছেন। আরও ছজন কর্মী মারামারিতে জখম হয়েছেন।” সিপিএমের তালড্যাংরা জোনাল কমিটির সম্পাদক সুনীল হাঁসদার পাল্টা দাবি, “দলের সম্মেলনের প্রস্তুতির বৈঠক সেরে কর্মীরা সেখান দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের লোকেরা তাঁদের আক্রমণ করে। আমাদের দলের পাঁচ জন কর্মী জখম হয়েছেন।” উভয় দলের জখম কর্মীদের তালড্যাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।
|
নিখোঁজ গাড়ি চালক |
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
গাড়ি-সহ এক চালক নিরুদ্দেশ হয়েছেন। ওই চালকের নাম নিমাই কর্মকার। মানবাজার থানার গোপালনগরে তাঁর বাড়ি। বৃহস্পতিবার রাত থেকে তাঁর কোনও খবর পাচ্ছেন না পরিবারের লোকেরা। পুলিশ জানিয়েছে, নিখোঁজের ডায়েরি হয়েছে। তাঁর সন্ধান করা হচ্ছে।পরিবার সূত্রে জানা যায়, নিমাইবাবু স্থানীয় জাগদাকোচা গ্রামের গোপাল মুর্মুর গাড়ি ভাড়ায় চালাতেন। নিমাইবাবুর স্ত্রী সীমা কর্মকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী তাঁকে ফোন করে জানান কেন্দার দুই যাত্রীকে মানবাজারে কলকাতা যাওয়ার রাতের বাসে তুলতে তিনি যাচ্ছেন। তাঁদের ছেড়ে গিয়ে নিমাইবাবুর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, সে দিন রাতে তিনি বাড়ি ফেরেন নি। পরের দিনও তাঁর কোনও সন্ধান না পেয়ে সন্ধ্যায় মানবাজার থানায় গিয়ে অভিযোগ জানান। সীমাদেবী বলেন, “বৃহস্পতিবার রাত থেকেই স্বামীর মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেক সময় রাতে ফিরতে না পারলেও ফোন করে খবর দিত। কিন্তু এমন ভাবে টানা কয়েক দিন ধরে নিখোঁজ থাকেনি।” গাড়ির মালিক গোপালবাবু বলেন, “গাড়ি-সহ নিমাই কোথায় গেল বুঝতে পারছি না। তার কোনও খবর না পেয়ে খুব দুঃশ্চিন্তায় রয়েছি। বদলোকের খপ্পরে পড়েনি তো?” খবর পেয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক সন্ধ্যারানি টুডু শনিবার রাতে মানবাজার থানায় গিয়ে নিমাইবাবুর কোনও খবর পাওয়া গিয়েছে কিনা খোঁজ নেন। তিনি বলেন, “গাড়ি চোরেরাও তাঁকে তুলে নিয়ে যেতে পারে। তাঁকে দ্রুত পুলিশকে খুঁজে বের করার জন্য জানিয়েছি।”
|
বাঁকুড়ায় গুদাম তৈরি হবে: মন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বাঁকুড়া জেলায় চারটি গুদাম তৈরি করবে রাজ্য খাদ্য দফতর। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শনিবার বাঁকুড়ায় এ কথা জানান। তিনি বলেন, “ওই জেলায় চারটি গুদাম তৈরি করা হবে। প্রত্যেকটির ধারণ ক্ষমতা হবে ৫০০০ মেট্রিক টন। তার মধ্যে একটি জেলার জঙ্গলমহলে তৈরি করা হবে।” একই সঙ্গে তিনি জানান, জঙ্গলমহল এলাকায় গণবন্টন ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য বাঁকুড়ায় খাদ্য ও সরবরাহ দফতরের একটি আঞ্চলিক অধিকর্তার কার্যালয় চালু করা হবে। জঙ্গলমহলের তিনটি জেলার গণবন্টন ব্যবস্থা ওই কার্যালয় থেকে দেখভাল করা হবে। খাদ্যমন্ত্রীর দাবি, এ বার রাজ্যে দেড়শো মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। গত কয়েক বছরে এত ভাল ধান উৎপাদন হয়নি। তিনি বিষ্ণুপুরের একটি চালকলে সহায়ক মূল্যে ধান কেনার অনুষ্ঠানে এসেছিলেন। পরে বাঁকুড়া শহরে ফিরে গিয়ে সার্কিট হাউসে প্রশাসনিক আধিকারিক ও চালকল মালিকদের সঙ্গে বৈঠক করেন।
|
জুয়ার ঠেকে হানা |
নিজস্ব সংবাদদাতা • আড়শা |
জুয়ার ঠেকে হানা গিয়ে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় আড়শা থানার হাটতলা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। বেশ কিছুদিন ধরেই এলাকার এরকম কিছু জুয়ার ঠেক নিয়ে পুলিশের কাছে অভিযোগ আসছিল। অভিযোগ পেয়েই পুলিশ সক্রিয় হয়। পুলিশ জানিয়েছে, শনিবার ওই ঠেক থেকে ১১ জনকে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার করা হয়। তবে এক জন পালিয়ে গিয়েছে। সেখান থেকে প্রায় সাড়ে ১১ হাজার টাকা আটক করা হয়েছে। রবিবার আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
|
শময়িতা মঠে অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি |
|
ছবি: অভিজিৎ সিংহ |
প্রতিবন্ধী শিশুদের নিয়ে সচেতনতা শিবির হয়ে গেল। রবিবার গঙ্গাজলঘাটির অমরকাননের শময়িতা মঠে এই শিবির হয়। সেখানে সাধারণ শিশুদের সঙ্গে প্রতিবন্ধী শিশুরাও বসে আঁকো, খেলা, নাচ ও গানের মত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উপস্থিত ছিলেন তাদের অভিভাবকেরাও। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি মানব মণ্ডল প্রমুখ। আয়োজন করেছিল মঠের প্রতিবন্ধী শিশু শিক্ষাকেন্দ্র ‘শময়িতা মনোদীপ’। শময়িতা মঠের সম্পাদিকা ঋষিঋদ্ধা অনাহতা বলেন, “সাধারণ শিশুদের মতো প্রতিবন্ধী শিশুরাও সমাজের অঙ্গ। যত্ন পেলে তারাও অনেক ভাল কাজ করতে পারে। এই বোধ জাগানোর জন্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।”
|
প্রয়াত স্বাধীনতা সংগ্রামী |
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী থুলু মাহাতো। তাঁর বছর হয়েছিল ৯০ বছর। শনিবার বিকেলে তিনি পুরুলিয়ার বরাবাজার থানার হেরবনা গ্রামে নিজের বাড়িতে মারা যান। লোক সেবক সংঘের সচিব সুশীল মাহাতো জানান, ফুলুবাবু বরাবাজার থানা দখল অভিযানে যোগ দিয়েছিলেন। তাঁর কারাবাস হয়েছিল। স্বাধীনতা সংগ্রামী হিসেবে তিনি পেনশন পেতেন। |
|