নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
ওই থানার ইলামবাজার পঞ্চায়েতের নেলেগোড়া মৌজায় প্রায় ৩০ বিঘা জমিতে অনেক কৃষক বাঁধাকপি, ফুলকপি, টম্যাটো, বেগুন, ধনেপাতা-সহ নানা সব্জির চাষ করেছেন। অভিযোগ, কে বা কারা ফসল নষ্ট করে দিয়েছে। নেলেগোড়া পাড়ার বাসিন্দা নবগোপাল মণ্ডল প্রায় ১০ কাঠা জমিতে ফুলকপি লাগিয়েছিলেন। শুক্রবার রাতে কে বা কারা নষ্ট করে দিয়েছে। নবগোপালবাবু বলেন, “নবান্নের বাজার। ফুলকপি বিক্রি করব বলে ভেবেছিলাম। তোলার আগেই পুরো ফসল নষ্ট হয়ে গেল। এখন কী করব ভেবে পাচ্ছি না।” ওই মৌজার কার্তিক মেটের টম্যাটো ক্ষেত, বুদ্ধদেব মেটের বাঁধাকপি, বেগুন ক্ষেত নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা।
অজয় নদের শাখা কানা নদের ধারে ওই জমিগুলি রয়েছে। চাষি দয়াময় বাগদি, বিষ্ণুপদ বারুই, নিধিরঞ্জন বাইন, ভোলানাথ ঘোষদের অভিযোগ, “আমরাও ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছি। পুলিশকে জানিয়েছি। বালি তোলা বন্ধ করে দেওয়ায় দুষ্কৃতীরা ফসল নষ্ট করে দিচ্ছে। পুলিশ যদি প্রয়োজনীয় ব্যবস্থা নিত তা হলে এমনটা হত না।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাষিরা লিখিত অভিযোগ জানিয়েছেন। ইলামবাজার পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের কৃষ্ণকান্ত হাজরা বলেন, “রবিবার ওই সব জমি ঘুরে দেখেছি। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক।” এ নিয়ে অবশ্য ইলামবাজার থানার পুলিশ কোনও মন্তব্য করতে চাননি। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, ‘‘বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” |