টুকরো খবর |
দুর্ঘটনায় দুই ভাই-সহ মৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাই-সহ তিন জনের। রবিবার সকালে পানাগড়-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, ময়ূরেশ্বর থানার মদিয়ান মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। পুলিশ জানায়, মৃতেরা হলেন সুখেন দাস (১৯) ও সুরেশ দাস (১৭)। বাড়ি ময়ূরেশ্বর থানার মাঠমহুলা গ্রামে। এ দিন তাঁরা মোটরবাইকে করে মল্লারপুরের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা একটি খালি ট্রাক বাইকে ধাক্কা মারলে দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে ধাওয়া করে মহম্মদবাজার থানার সোঁতশাল মোড়ে ট্রাকটিকে ধরে ফেলেন। চালক পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরেশ গণপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। অন্য দিকে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই একই জাতীয় সড়কে, নলহাটিতে বহরমপুর বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় পাথরভর্তি একটি ট্রাক থেকে আচমকা পড়ে গিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। পুলিশ জানায়, মৃতের নাম সন্তোষ বসাক (৫৫)। গুরুতর জখম অবস্থায় সন্তোষবাবুকে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। ওই দিনই গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে পুরুলিয়ার আড়শায়। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় আড়শা থানার কাঁটাডি গ্রামের কাছে, পুরুলিয়া-জামসেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের উপরে। পুলিশ জানায়, মৃতের নাম প্রভাস মাহাতো (৩২)। আড়শা থানার ঝুঁজকা গ্রামে তাঁর বাড়ি। রাস্তা রাক হওয়ার সময় গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। পুলিশ গাড়িটি আটক করতে পারলেও চালককে ধরতে পারেনি। পুলিশ জানিয়েছে, চালকের খোঁজ করা হচ্ছে।
|
নিরাপত্তা নিয়ে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
মাওবাদীদের ডাকা দু’দিনের বন্ধ ও কাল মঙ্গলবার রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তৎপর জেলা পুলিশ। শনিবার রাতে দীর্ঘ বৈঠকের পরে জেলা পুলিশ কিছু বিধিনিষেধ-সহ জরুরি ও বাধ্যতামূলক ব্যবস্থা নিতে বোলপুর-শান্তিনিকেতন এলাকায় হোটেল ব্যবসায়ীদের বলেছেন। অতিরিক্ত পুলিশ সুপার ফারহাত আব্বাসের উদ্যোগে বোলপুরের এসডিপিও দেবস্মিতা দাসের দফতরে বৈঠক হয়। উপস্থিত ছিলেন বোলপুর-শান্তিনিকেতন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এসডিপিও বলেন, “হোটেলে আসা পর্যটকদের পরিচিতি, আসার কারণ সম্পর্কে তথ্য চেয়েছি। স্বচিত্র পরিচচয়পত্র, যোগাযোগের নম্বর থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সিসিটিভি বসানোর জন্যও বলা হয়েছে।” তিনি জানান, প্রত্যেক হোটেলে সকালে ও বিকেলে সুনির্দিষ্ট কিছু তথ্য যাচাই করা হবে। তথ্যের তালিকা হোটেল সংগ্রহ করা হবে। বোলপুর-শান্তিনিকেতন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ রায়চৌধুরী বলেন, “জেলা পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে। নিরাপত্তার জন্য আমরা সব রকম সহায়তা করব।”
|
কেরোসিন খেয়ে মৃত্যু শিশুর |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কেরোসিন খেয়ে মৃত্যু হল চার মাসের এক শিশুর। পুলিশ জানায়, শিশুটির নাম পিঙ্কি লেট। রামপুরহাট থানার কুশুম্বা গ্রামে তার বাড়ি। শুক্রবার গভীর রাতে রামপুরহাট মহকুমা হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ওই শিশুর মা বিশাখা লেটকেও ওই দিন রাতে অসুস্থ অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পরে পুলিশ ঘটনার কথা জানতে পেরে পিঙ্কির বাবা টুটুল লেটকে জিজ্ঞাসাবাদ করার জন্য শনিবার সন্ধ্যায় রামপুরহাট থানায় নিয়ে আসে। কোন অভিযোগ না পেয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় শুক্রবার সন্ধ্যায় সবার অলক্ষে ওই বধূ নিজে কেরোসিন খেয়ে শিশুটিকেও খাইয়ে দেন।
|
ট্রেন থেকে পড়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। যুবকটির পরিচয় না জানা গেলেও তাঁর আনুমানিক বয়স ৩০ হবে। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ-বর্ধমান লুপ লাইনের রাজগ্রাম ও নগরনবি স্টেশনের মাঝে ওই যুবক চলন্ত ট্রেন থেকে পড়ে যান। প্রথমে তাঁকে রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন।
|
অচৈতন্য যুবক উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
শুক্রবার রাতে উত্তরবঙ্গগামী পদাতিক এক্সপ্রেস থেকে অচৈতন্য অবস্থায় এক যুবককে উদ্ধার করল রেলপুলিশ। পরে তাঁর পরিবারের লোকজন এসে তাঁকে নিয়ে যান। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত রায় নামে ওই যুবকের বাড়ি উল্টোডাঙা থানার ক্ষুদিরাম বসু লেনে। তিনি উত্তরবঙ্গে যাচ্ছিলেন। শুক্রবার রাতে রামপুরহাট স্টেশন থেকে তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তিনি জানান, শিয়ালদহ স্টেশনে এক জন তাঁর সঙ্গে আলাপ জমিয়ে তাঁকে বিস্কুট খাইয়েছিল। সেই বিস্কুট খেয়ে তিনি বেহঁশ হয়ে যান।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
আবাসিক ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ নানা দাবিতে রবিবার দুপুরে বিশ্বভারতী কর্তৃপক্ষকে স্মারকলিপি দিলেন ছাত্রছাত্রীদের একাংশ, ছাত্র পরিষদ সমর্থিত বিশ্বভারতীর আবাসিক ছাত্রছাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, একাধিক ছাত্রীনিবাসে প্রয়োজনীয় নিরাপত্তা নেই। নেই কোনও পরিকাঠামো। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অমিতাভ চৌধুরী বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
|
যুবকের অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
তড়িদাহত হয়ে মত্যু হল এক ট্রাক চালকের। রবিবার ঘটনাটি ঘটেছে মুরারইয়ের আসমানপুরের কাছে। মৃতের নাম নেতাই ভুঁইয়া (২৭)। বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকায়। ওই যুবক ট্রাক দাঁড় করিয়ে ট্রাকের উপরে ত্রিপল চাপা দিতে গিয়ে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে তাঁর মৃত্যু হয়।
|
আলোচনা |
ব্লকস্তরের সমবায়কে আরও সুদৃঢ় করা, দলের নাম ভাঙিয়ে তোলা আদায়-সহ নানা অভিযোগ নিয়ে শনিবার মন্ত্রী নুরে আলম চৌধুরীর সভাপতিত্বে বোলপুরে তৃণমূলের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে দলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক গদাধর হাজরা, দলের নেতা শেখ সাহনাওয়াজ অনুপস্থিত ছিলেন। |
|