লন্ডনের ইন্ডোর হার্ডকোর্টে বিশ্বসেরা বব-মাইক ব্রায়ানদের হারিয়েও লাভ হল না ‘ইন্ডিয়ান এক্সপ্রেসের’। বব-মাইক ব্রায়ানদের ৬-৪, ৬-২ হারালে কী হবে, সেমিফাইনালে পোলিশ জুটি ফ্রিস্টেনবার্গ-মাটকোস্কির কাছে শনিবার গভীর রাতে ৪-৬, ৬-৪, ৬-১০ হেরে যেতে হল লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতিকে। দু’হাজার বারোয় ফের বিচ্ছেদের আগে এই বিশ্ব ডাবলস চ্যাম্পিয়নশিপই ছিল লি-হেশের শেষ টুর্নামেন্ট। অন্য সেমিফাইনালে ব্রায়ান ভাইরা উপর্যুপরি দ্বিতীয় ম্যাচ হেরেছেন মির্নি-নেস্টরের কাছে।
|
মহেশ ২০১২-র এটিপি ট্যুরে প্রথম টুর্নামেন্ট চেন্নাই ওপেনে রোহন বোপান্নাকে নিয়ে খেলবেন বলে সংগঠকদের জানিয়েছেন। লিয়েন্ডারের চেন্নাইয়ে খেলার কথা তাঁর পুরনো চেক পার্টনার ৩১ বছর বয়সি, ৬ ফুট, ১ ইঞ্চি, ডান হাতি রাদেক স্টেপানেক-কে নিয়ে। যে জুটি ২০০৪-এ ডেলারি বিচে চ্যাম্পিয়ন হয়। কিন্তু লিয়েন্ডারের পারিবারিক সূত্রের খবর, ২৯ বছর বয়সি, ৬ ফুট ৩ ইঞ্চি, ডান হাতি পোলিশ ডাবলস বিশেষজ্ঞ (বিশ্ব র্যাঙ্কিং ৫৩) লুকাস কুবোট-কে নিয়েও তিনি খেলতে পারেন আগামী মরসুমে। কারণ স্টেপানেক বতর্মানে সিঙ্গলস সার্কিটে (বিশ্ব র্যাঙ্কিং ২৮, সেখানে ডাবলসে র্যাঙ্কিং ১০৯) মন দিয়েছেন বেশি। এ বছরই ওয়াশিংটন ওপেন জিতেছেন। সেখানে ডাবলসে শেষ খেতাব ২০১০-এ। আবার গত মাসে স্টেপানেক বাসেলে শেষ ডাবলস খেলেছেন কুবোট-কে নিয়েই। কুবোটের নিয়মিত অস্ট্রিয়ান পার্টনার অলিভার মারাচের সঙ্গে ফরাসি ওপেনের পরে বিচ্ছেদের পর তিনি শেষ কয়েক মাসে কমপক্ষে পাঁচ জন বিভিন্ন পার্টনারের সঙ্গে খেলেছেন। পেশাদার সার্কিটে ফের বিচ্ছেদ ঘটতে চললেও, ২০১২ লন্ডন অলিম্পিকে লি-হেশ জুটির না খেলার পরিস্থিতি এখনও আদৌ আসেনি। সেখানে ভারতীয় অলিম্পিক সংস্থা ও জাতীয় টেনিস সংস্থার সিদ্ধান্ত, এন্ট্রি পাঠানোর সময়ের প্লেয়ারদের বিশ্ব র্যাঙ্কিংঅনেক ব্যাপার জড়িত। |