টুকরো খবর |
ঋদ্ধিকে নিয়ে প্রত্যাশার ঢল শহরে
সৌমিত্র কুণ্ডু • শিলিগুড়ি |
দেশের ক্রিকেট দলের হয়ে মাঠে নেমে ঘরের ছেলে কিছু করে দেখাবে, ঋদ্ধিমান সাহাকে নিয়ে এই প্রত্যাশা বাড়ছে শিলিগুড়িবাসীর। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সাম্প্রতিক কালে ইংল্যান্ড সফরেও ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন শিলিগুড়ির ঋদ্ধিমান। যদিও প্রথম একাদশের হয়ে মাঠে নামার সুযোগ সে ভাবে আসেনি। যদিও দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টে ঘরের মাঠে দেশের হয়ে খেলেছিলেন। তবে উল্লেখযোগ্য কিছু করা হয়ে ওঠেনি। কিন্তু শনিবার অস্ট্রেলিয়া সফরে ঋদ্ধিমানের সুযোগ মেলার খবরে প্রত্যাশা বাড়ছে। পরিবারের লোকেরাও আশায় বুক বাঁধছেন। শিলিগুড়িতে নিজের অগ্রগামী ক্লাবেও শনিবার ফোন করেছিলেন ঋদ্ধিমান। কোচ জয়ন্ত ভৌমিককে। তাঁর কাছ থেকেই ক্রিকেটের প্রশিক্ষণ শুরু হয়েছিল ঋদ্ধির। এ দিনের খবর পেয়ে তাই উৎসাহী জয়ন্তবাবুও। তিনি বলেন, “প্রথম একাদশে থেকে মাঠে নামবে এটাই চাই। সুযোগ পেলে ও তার সদব্যবহার করবে সে ব্যাপারে আমি আশাবাদী।” অগ্রগামী ক্লাবের অন্যান্য খেলোয়াড়রা যাঁরা এক সময় ঋদ্ধিমানের সঙ্গে খেলতেন উৎসাহী তাঁরাও। পাড়ার শক্তিগড় শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার ও ক্লাবের কর্মকর্তারাও ঋদ্ধির ভক্ত। ক্লাবের সদস্য গৌতম সরকার-সহ অন্যান্যদের কথায়, “শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের গর্ব ঋদ্ধিমান। সুযোগ পেলে দেশের ক্রিকেট দলের হয়ে ও যে কিছু করে দেখাবে সেটা আমরা নিশ্চিত। অস্ট্রেলিয়া সফরে ওর সুযোগ পাওয়া সেই স্বপ্নকেই উস্কে দিয়েছে।” ঋদ্ধির বাবা মা কলকাতাতেই রয়েছেন। শিলিগুড়িতে তাঁদের বাড়ি শক্তিগড়ে রয়েছেন ঋদ্ধিমানের খুড়তুতো দাদা এবং পরিবারের অন্যান্যরা খুড়তুতো দাদা কৌশম্বী সাহা জানান, এ দিন রাতে তাঁদের আদরের ‘পাপালি’-র সুযোগ পাওয়ার বিষয়টি জানতে পারেন। তাঁরাও আশা করছেন এ বার মাঠে নেমে ‘পাপালি’ কিছু করে দেখাবে।
|
আজ বিদেশি ছাড়া ইস্টবেঙ্গল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগে আট গোল দেওয়ার পরের ম্যাচেই কলকাতা লিগে ইস্টবেঙ্গল নামছে বিদেশি ছাড়া। শিশির ঘোষের পুলিশ এসির বিরুদ্ধে। টোলগে, ওপারা এবং পেন থাকবেন রিজার্ভ বেঞ্চে। দরকার পড়লেই তাঁদের মাঠে নামাবেন কোচ ট্রেভর মর্গ্যান। রবিন সিংহও থাকবেন রিজার্ভে। এমনকী অধিনায়ক সঞ্জু প্রধানও থাকছেন না প্রথম এগারোয়। মেহতাব হোসেনের প্রত্যাবর্তন ম্যাচে আজ মাঝমাঠে তাঁর সঙ্গী হতে চলেছেন চরণ রাই, সুবোধ কুমার এবং রবিন্দর। ফরোয়ার্ডে বলজিৎ সিংহ জাতীয় ক্যাম্পে। আক্রমণ ভাগে শুরু করবেন বুধিরাম টুডু এবং সেইমিনলেন ডৌঙ্গেল, ওরফে লেন। অনূর্ধ্ব উনিশের সৌরভ রায়ও সুযোগ পেতে পারেন। কলকাতা লিগে আগের ম্যাচ মর্গ্যান দলকে খেলিয়ে ছিলেন ৪-৩-৩ ছকে। আজ ফিরছেন ৪-৪-২ ছকে। স্টপারে খেলবেন গুরবিন্দর এবং সুনীল কুমার। গোলে জয়ন্ত পাল। মোদ্দা কথা, প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে নামছে ইস্টবেঙ্গল।
যোগ্যতা অর্জন পর্বে পুলিশ দলটি ভাল খেললেও প্রিমিয়ারের মূলপর্বে ভাল ছন্দে নেই। আগের ম্যাচে প্রয়াগের কাছে ০-৩ হেরেছে। কোচ শিশির ঘোষ মনে করছেন, তাঁর ছেলেদের সামনে ইস্টবেঙ্গল ম্যাচ ভাল সুযোগ। |
রবিবার
কলকাতা প্রিমিয়ার লিগে
ইস্টবেঙ্গল:পুলিশ এসি (ইস্টবেঙ্গল, ২-১৫) |
ফ্লাড লাইট চালু করতে উদ্যোগী অঞ্জন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোহনবাগান সচিব পদে পুনর্নির্বাচিত হয়ে অঞ্জন মিত্র জানাচ্ছেন, তাঁর প্রধান কাজ ক্লাবের সদস্য গ্যালারির সংস্কার ও বহু দিন বন্ধ থাকা ফ্লাড লাইট চালু করা। “পরের মরসুমে আই লিগের ম্যাচগুলো ক্লাবের মাঠে করতে চাই। সে জন্য যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাড লাইটের কাজ শেষ করব। গ্যালারি সংস্কারের কাজও শুরু করছি। যাতে সদস্যরা ভাল ভাবে ম্যাচ উপভোগ করতে পারে।” রাজ্য সরকারের দেওয়া এক কোটি টাকায় কী করা হবে তা-ও ক্রীড়া দফতরকে জানিয়ে দিয়েছে মোহনবাগান। টানা ষোলো বছর (১৯৯৫-২০১১) ক্লাবের সচিব পদে থাকলেন অঞ্জন। নতুন মেয়াদ শেষ হবে ২০১৪-এ। শতবর্ষপ্রাচীন ক্লাবে এক আগে সচিব পদে থাকার সর্বাধিক মেয়াদের রেকর্ড ছিল প্রয়াত ধীরেন দে-র। ১৪ বছর (১৯৭৭-১৯৯০)। বিরোধী পক্ষের তরফে কোনও মনোনয়নপত্র জমা না পড়ায় এ দিন নির্বাচক কমিটির পক্ষ থেকে ঘোষণা ঘোষিত হল, সচিব ও পদাধিকারী-সহ ২০ জনের নাম। পরের কর্মসমিতির সভায় প্রেসিডেন্ট ও সহ-সভাপতিদের নাম ঠিক হবে। প্রেসিডেন্ট পদে টুটু বসুই থাকছেন। নতুন কমিটিতে অতীন্দ্রনাথ সেনের জায়গায় ফুটবল সচিব হলেন উত্তম সাহা। টুটু বসুর পুত্র সৃঞ্জয় বসু গত বছর থেকেই সহ-সচিব রয়েছেন। নতুন এলেন তাঁর আর এক ছেলে সৌমিক বসু।
|
রেঞ্জার্সের হয়ে প্রীতি ম্যাচে হয়তো সুনীল-জেজে
নিজস্ব প্রতিবেদন |
সুনীল ছেত্রী এবং জেজে লালপেখলুয়া রেঞ্জার্সের জার্সি গায়ে নেমে পড়তে পারেন মঙ্গলবারই। হামবুর্গের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে। সরকারি ঘোষণা না হলেও মনে করা হচ্ছে, ট্রায়াল পর্বে সুনীলদের দেখে নেওয়ার এই সুযোগ নষ্ট করতে চায় না গ্লাসগো রেঞ্জার্স। হামবুর্গের মাঠে রেঞ্জার্সের ওই ম্যাচে নাকি থাকতে পারেন স্পোর্টিং লিসবন এবং বেনফিকার স্কাউটরাও। রেঞ্জার্সের ট্রেনিং গ্রাউন্ড ‘মারে পার্কে’ সুনীল-জেজে শনিবার ট্রায়াল শুরু করেছেন ম্যানেজার অ্যালি ম্যাককোয়েস্টের কাছে। এক সপ্তাহ চলবে ট্রায়াল। গ্লাসগোয় সাংবাদিকদের সুনীল বলেন, “এটা আমাদের সামনে বিরাট সুযোগ। আশা করব, চাপে না পড়ে আমরা সেরাটা দিতে পারব।” তবে দু’জনেরই চিন্তা, “ভারতে প্রায় চল্লিশ ডিগ্রিতে খেলে এসেই এখানে পাঁচ-সাত ডিগ্রিতে ট্রায়াল দিতে হবে।”
|
ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
যুবভারতীতে যত তাড়াতাড়ি সম্ভব আবার রাতে ম্যাচ করানোর চেষ্টা চলছে বলে জানিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য দেননি। মন্ত্রী বলেন, “ক্রীড়া ও বিদ্যুৎ দফতর মিলে স্টেডিয়ামের আলোর সংস্কার করছে। যত তাড়াতাড়ি সম্ভব রাতে খেলা চালু করতে চাই।” স্টেডিয়ামের আমূল সংস্কারের জন্য ২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবাকারে মুখ্যামন্ত্রীর কাছে জমা দিচ্ছেন ক্রীড়ামন্ত্রী। তাতে অ্যাথলেটিক্সের টার্ফ বদল, ডিজিটাল স্কোরবোর্ড, সুইমিং পুল, হকি, ব্যাডমিন্টন ও ফুটবল অ্যাকাডেমির মাঠ-সহ অনেক কিছু তৈরির প্রস্তাব আছে। এ দিকে, ডার্বি ম্যাচের তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তিন জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে বিদুৎ বন্টন সংস্থা। যার প্রতিবাদে মঙ্গলবার ১২০০ ইঞ্জিনিয়ার গণছুটি নিচ্ছেন।
|
মেয়রস কাপ ওয়াটারপোলো
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এগারোটি দল নিয়ে সেন্ট্রাল সুইমিং ক্লাবে চলছে মেয়র্স কাপ ওয়াটোরপোলো। টুর্নামেন্টে প্রতিটি গ্রুপের বিজয়ী দল ১ ডিসেম্বর থেকে খেলবে সুপার লিগ। শনিবার জিতেছে বিবেকানন্দ সুইমিং ও সেন্ট্রাল সুইমিং ক্লাব। ক্যালকাটা ডিস্ট্রিক্ট সুইমিং ক্লাবের পরিচালনায় এই আকর্ষণীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে রেলের দুটি দলও। সাইক্লিংয়ে রাজ্য দল: এ বারের জাতীয় সাইক্লিংয়ে বাংলা পাঠাচ্ছে ২০ জনের দল। দীপক ঘোষের প্রশিক্ষণে পুণেতে (১-৩ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় বাংলাকে নেতৃত্ব দেবেন সানি মল্লিক।
|
সাইক্লিংয়ে রাজ্য দল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বারের জাতীয় সাইক্লিংয়ে বাংলা পাঠাচ্ছে ২০ জনের দল। দীপক ঘোষের প্রশিক্ষণে পুণেতে (১-৩ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় বাংলাকে নেতৃত্ব দেবেন সানি মল্লিক।
|
|