অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টের জন্য নির্বাচিত ভারতীয় দলে জায়গা হল না অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিংহের। তাঁর বদলে সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্ট সিরিজে ৩ ম্যাচে ২২ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিনের উপর পন্টিংদের দেশেও ভরসা রেখেছেন কৃষ্ণমাচারি শ্রীকান্তের চেয়ারম্যানশিপের জাতীয় নির্বাচক কমিটি। মুম্বই টেস্টের স্কোয়াড থেকে রাহুল শর্মা বাদ পড়ায় অস্ট্রেলিয়াগামী দলে কোনও লেগস্পিনার থাকল না।
১৭ জনের দলে জাহির খান-সহ ৫ পেসার, ৮ ব্যাটসম্যান, ২ উইকেটকিপার-ব্যাটসম্যান ও ২ স্পিনার। অধিনায়ক ধোনির ডেপুটি উইকেটকিপার বাংলার ঋদ্ধিমান সাহা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরের সপ্তাহে শুরু হতে চলা এক দিনের সিরিজের দলে বিশ্রামরত ধোনির বদলে সুযোগ পাওয়া পার্থিব পটেলকে অস্ট্রেলিয়া সফরের টেস্ট টিমে যোগ্য মনে করেননি নির্বাচকেরা। তবে তার চেয়েও বেশি আলোচনার বিষয় হল, চারশোর বেশি টেস্ট উইকেট পাওয়া হরভজনের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাদ পড়া এবং লর্ডস টেস্টের প্রথম সকালে মাত্র কয়েকটি ওভার বল করে পায়ের চোটে এত দিন মাঠের বাইরে থাকা জাহিরের ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসা।
চেয়ারম্যান শ্রীকান্ত বলেছেন, “জাহির কয়েকটা রঞ্জি ম্যাচ খেলে নিজের ফিটনেস যাচাই করবে। সব ঠিকঠাক থাকলে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবে।” অধিনায়ক ধোনিও বলেছেন, “মঙ্গলবার থেকেই মুম্বই-ওড়িশা চার দিনের ম্যাচে জাহির ওর ফিটনেস পরীক্ষা করে দেখবে। আশা করছি, অস্ট্রেলিয়া সিরিজে ওকে একশো ভাগ ফিট অবস্থায় পাওয়া যাবে। ওয়াংখেড়েতেই তো নেটে ও আমাদের ব্যাটসম্যানদের বল করল। তখন ওকে বেশ ফিট মনে হয়েছে।” আর হরভজনের বাদ পড়া নিয়ে শ্রীকান্ত বলছেন, “দুর্ভাগ্যজনক, ওকে এই টিমে ফিট করা গেল না। অস্ট্রেলিয়ার পিচে আপনি একটা ১৬-১৭ জনের স্কোয়াডে দু’জনের বেশি স্পিনার রাখার বিলাসিতা দেখাতে পারেন না। প্রজ্ঞান আর অশ্বিন দু’জনেই এখন আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ বল করছে। তবে আমি নিশ্চিত, প্রত্যেক প্লেয়ারেরই ফিরে আসার জন্য হাতে সময় থাকে।” মেলবোর্নে প্রথম টেস্ট ২৬ ডিসেম্বর থেকে। পরের দু’টি সিডনি ও পার্থে।
|
অস্ট্রেলিয়া যাচ্ছেন ঋদ্ধিমান |
অস্ট্রেলিয়া যাচ্ছেন ঋদ্ধিমান অস্ট্রেলিয়া সফরের টেস্ট টিমে সুযোগ পেলেন বাংলার ঋদ্ধিমান সাহা। প্রত্যাশিত ভাবেই নেই হরভজন সিংহ।
পুরো দল: ধোনি (অধিনায়ক), সহবাগ, গম্ভীর, দ্রাবিড়, সচিন, লক্ষ্মণ, কোহলি, অশ্বিন, ইশান্ত, উমেশ, অ্যারন, রোহিত, প্রজ্ঞান, প্রবীণ, রাহানে, ঋদ্ধিমান, জাহির। |