কায়রো ওয়াশিংটন ঢাকা পেশাওয়ার ইসলামাবাদ |
• কামাল গাঞ্জৌরি। বয়স প্রায় আশি। মিশরের প্রধানমন্ত্রী ছিলেন, ছিলেন প্রেসিডেন্ট মুবারকের কাছের লোক। মুবারকের পতনের পরে এখন সামরিক কর্তারা দেশ চালাচ্ছেন, নাগরিক ধৈর্যের বাঁধ ভাঙছে, কায়রো আবার উত্তাল, উত্তাল তহরির স্কোয়্যার (ছবি)। মিলিটারি কাউন্সিলের কর্তা তান্তাবি বেগতিক দেখে গাঞ্জৌরিকে অনুরোধ জানিয়েছেন শাসনভার গ্রহণ করার। শুক্রবার জনসমক্ষে গাঞ্জৌরি বললেন, ‘আমাকে একটা সুযোগ দিন’। তবে অনেকে বলছেন, নতুন মিশর গড়তে চাই তরুণ নেতৃত্ব, ‘আমরা ঠাকুরদা চাই না!’
• ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান যে ভয়ানক হিংসাত্মক কাজকর্ম চালিয়েছিল, তার জন্য পাকিস্তান সরকারি ভাবে ক্ষমা চাক বাংলাদেশের কাছে। দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকে ঢাকার বিদেশমন্ত্রী দীপু মনির মুখে শোনা গেল এই দাবি।
• আফ-পাক সীমান্তে যুদ্ধরত নেটো বাহিনী পাকিস্তানের সামরিক চেক-পয়েন্টের উপর গোলাবর্ষণ করায় প্রায় ২৫ জন পাক সৈন্যের মৃত্যু। ‘পাকিস্তানের সার্বভৌমত্বের উপর এ অত্যন্ত অমার্জনীয় আক্রমণ’, বলল ইসলামাবাদ। বন্ধ করে দেওয়া হল পাক-তরফে নেটো-বাহিনীর সব রকম অস্ত্র-খাদ্য-সহায়তা সরবরাহ।
• পাকিস্তানের জাতীয় নির্বাচন ২০১৩ সালেই হবে। মুক্ত, গণতান্ত্রিক নির্বাচন। জানালেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ গিলানি।
|
• ওয়াশিংটনের নতুন পাকিস্তানি রাষ্ট্রদূত নিযুক্ত হলেন ইনি। অবাক কাণ্ড, কেননা শেরি রহমান সে দেশে (কু?)খ্যাত তাঁর প্রগতিশীল মতামতের জন্য। সংখ্যালঘু অধিকার, নারীর অধিকারের জন্য তিনি লড়াই করছেন বরাবর। যে দু’জন প্রথম সারির রাজনীতিক সে দেশে নিহত হলেন, দু’জনেরই ঘনিষ্ঠ ছিলেন শেরি। ঘনিষ্ঠ ছিলেন বেনজির ভুট্টোরও। সাবাস ইসলামাবাদ! |
|
মালালা ইউসুফজাই (ছবি)। ১৩ বছর। পাকিস্তানি কিশোরীটির জীবন আর পাঁচটা মেয়ের মতো হতেই পারত। হয়নি। সে সোয়াট উপত্যকার বাসিন্দা। দু’বছর আগে তালিবানরা সেখানে মেয়েদের স্কুল বন্ধ করে দেয়। টেলিভিশনে ভারতীয় সিরিয়াল দেখতে ভালবাসত মালালা। বন্ধ হয়ে যায় সেটাও। স্বাভাবিক ভাবেই রাগ হয় তার। বি বি সি-র উর্দু ওয়েবসাইটে নিজের ডায়েরি লেখে সে। লেখে তালিবানদের অত্যাচারের কথা, মেয়েদের দমবন্ধ হয়ে আসা জীবনের কথা। কতখানি সাহসের কাজ, বলে দেওয়ার দরকার নেই। এই সাহসের জন্য শিশুদের আন্তর্জাতিক শান্তি পুরস্কারে মনোনীত হল মালালা। শেষ পর্যন্ত সে পুরস্কার পায়নি। কিন্তু, তার লড়াই চলবে আগের মতোই। |
দুনিয়ার মানচিত্রে শিব ঠাকুরের আপন দেশের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ বার যোগ হল তাইল্যান্ড। সে দেশের রাজার বিরুদ্ধে কিছু বলা বা লেখা শাস্তিযোগ্য অপরাধ। ৬১ বছরের ট্রাকচালক এই অপরাধে অভিযুক্ত হয়ে ২০ বছরের জন্য জেলে গেলেন। তাঁর মোবাইল থেকে নাকি মে মাসে রাজা ভূমিবলের (ছবি) পক্ষে অবমাননাকর চারটি টেক্সট মেসেজ পাঠানো হয়। প্রতিটির জন্য পাঁচ বছরের জেল! অভিযুক্ত বলছেন, তিনি এস এম এস করতেই পারেন না। গত এক বছরেরও বেশি সময় ধরে তাইল্যান্ডে প্রবল প্রাকৃতিক ও রাজনৈতিক অস্থিরতা চলছে। মানুষ তিতিবিরক্ত। রাজপ্রাসাদের ওপরও তার আঁচ এসে পড়ছে। এ রকম একুশে আইনের ব্যবস্থা কি সে জন্যই? |
দীর্ঘ ন’মাসের বিদ্রোহ, শত শত প্রাণ, বহু রক্তপাত পার হয়ে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে রাজি ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লা সালে। ১৯৭৮ থেকে একটানা গদিয়ান এই একনায়ক, প্রবল আন্দোলনের মুখে পড়ে একাধিক বার সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভেঙেছেন। শেষ পর্যন্ত প্রতিবেশী দেশগুলির সম্মিলিত চাপে এ বার চুক্তিতে সই করেছেন তিনি গদি ছেড়ে দেবেন ডেপুটির হাতে, আপাতত তৈরি হবে ‘ঐক্যের সরকার’, তিন মাসের মধ্যে নির্বাচন। বিনিময়ে সালের দাবি, তাঁর বিরুদ্ধে কোনও বিচারের আয়োজন করা চলবে না। দেশের প্রতিবাদী মানুষ এই শেষ শর্তটি মানতে নারাজ। তাঁদের বক্তব্য: এত ‘শহিদের রক্ত’র অমর্যাদা করা চলবে না, ঘাতক সালের বিচার চাই। |
হয়তো আর কিছু দিন বাদেই বাজারে আসবে মুয়াম্মর নামে এক নতুন রুশ সুরা। হ্যাঁ, লিবিয়ার নিহত একনায়কের নামেই সুরাটির নাম। নামটির ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে রাশিয়ার বৃহত্তম মদিরা উৎপাদনকারী সংস্থা রুশিম্পোর্ট। এই মদ্য পান করলে ক্ষমতায় মাতাল হওয়া সম্ভব হবে কি? |
গুছিয়ে বসেছিলেন মার্কিন ব্যবসায়ী আর্থার বার্কোভিটস, বয়স ৫৭। আলাস্কা থেকে ফিলাডেলফিয়া। সাত ঘণ্টার উড়ান। শেষ মুহূর্তে আবির্ভূত হলেন পাশের সিটের যাত্রী। হাসিখুশি মানুষ। একগাল হেসে বললেন, ‘আমি সত্যিই মার্জনা চাইছি। আমি আপনার চরম দুঃস্বপ্ন।’ ঠিকই বললেন, কারণ মানুষটি একটু বেশি বড়সড়, ওজন ১৮০ কেজি। দুই আসনের মাঝের ‘আর্ম রেস্ট’টি তুলে বসতে হল তাঁকে, বার্কোভিটসের আসনের অর্ধেক জুড়ে তাঁর উপচে পড়া অবয়ব। বিমানের একটি আসনও ফাঁকা ছিল না। বেচারি আর্থারকে বেশির ভাগ সময়টাই দাঁড়িয়ে এবং পায়চারি করে কাটাতে হল। তিনি বলেছেন, ‘বলতে পারেন, আমি আলাস্কা থেকে ফিলাডেলফিয়া হেঁটে এসেছি।’ |