হিজ রয়াল হাইনেস দ্য প্রিন্স অব ওয়েলস, চার্লস এ বার হয়তো রাজা হইবেন। ইংল্যান্ডের নহে, রোমানিয়ার। ১৯৪৭ সালে রোমানিয়ায় কমিউনিস্ট সরকার রাজতন্ত্র রদ করিয়াছিল। নূতন পৃথিবীতে সেই তন্ত্র প্রত্যাবর্তনের মুখে। রাজা চাই। পার্টি আসিয়া যে রাজাকে লইয়া গিয়াছিল, সেই প্রিন্স মাইকেলের বয়স এখন নব্বই। তবে উপায়? উপায় চার্লস। ইংল্যান্ডের রাজপরিবারের সহিত রোমানিয়ার রাজপরিবারের রক্তের সম্পর্ক রহিয়াছে। সুতরাং পুত্র উইলিয়মকে ইংল্যান্ডের ভাবী উত্তরাধিকার সমর্পণ করিয়া চার্লস বুখারেস্টের রাজপ্রাসাদে আসীন হইতে পারেন। অর্থনীতির ধাক্কায় ইয়োরোপীয় ইউনিয়ন ভাঙিতে বসিয়াছে, ইউরোর ভবিষ্যৎ বিপন্ন। এই সময়ে ইংল্যান্ডের যুবরাজ যদি রোমানিয়ার রাজা হন, ইয়োরোপের মুখে অন্তত এক চিলতে হাসি ফুটিবে। বস্তুত, সেই হাসি ঐতিহাসিক। কারণ, ইয়োরোপের বিভিন্ন দেশের রাজপরিবারের মধ্যে এক কালে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজ, এই দুর্দিনে, মহাদেশটি বলিতেই পারে, ‘দাও ফিরে সে অতীত।’ |