মুম্বই হামলার তিন বছর পূর্তির দিনে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। বললেন, ভারত চায় ওই ঘটনাটির ব্যাপারে পাকিস্তান অবিলম্বে নির্দিষ্ট পদক্ষেপ করুক। শুরু করা হোক অভিযুক্তদের বিচার।
দেশ পরিচালনার অঙ্গ হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করলে তার ফল এক দিন নিজেদেরই ভুগতে হতে পারে বলেও পাকিস্তানকে সতর্ক করেন কৃষ্ণ। আজকের দিনে এমন নীতি অচল বলেও জানান তিনি।
কৃষ্ণ জানান, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে পরিমাণ তথ্য-প্রমাণ পেশ করা হয়েছে তা সে দিনের ঘটনায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু পাকিস্তান কিছুই করছে না। কৃষ্ণ বলেন, “আমরা চাই মুম্বইয়ের সে দিনের অমানবিক ঘটনায় অভিযুক্তদের বিচার পাকিস্তান দ্রুত শুরু করুক।”
মুখে সন্ত্রাসবাদ বিরোধী কথা বললেও আড়ালে ভারত-বিরোধী জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়া নিয়ে আগেও বহু বার পাকিস্তানের সমালোচনা করেছে ভারত। আজ কৃষ্ণ বলেন, “সন্ত্রাস দমনের লড়াইয়ে নেমে বাছাবাছি করলে চলবে না। যে কোনও জঙ্গির ব্যাপারেই একই রকমের কড়া হতে হবে। সেটা পাকিস্তানের মনে রাখা উচিত।” কৃষ্ণ বলেন, ভারত সব প্রতিবেশী দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখতে চায়। এতে সন্ত্রাস দমনের কাজ যেমন সহজ হয়, তেমনই দেশের মানুষও শান্তিতে দিন কাটাতে পারেন।
২৬/১১ হামলার অন্যতম চক্রান্তকারী ডেভিড কোলম্যান হেডলির তদন্তের ব্যাপারে আমেরিকা ভারতের সঙ্গে সহযোগিতা করবে বলে আশাপ্রকাশ করেন কৃষ্ণ। বর্তমানে শিকাগো আদালতে বিচারাধীন হেডলির ভূমিকা খতিয়ে দেখতে আমেরিকা সাহায্য করছে কি না সে ব্যাপারে জানতে চাওয়া হলে এ কথা বলেন কৃষ্ণ।
এরই মধ্যে, হেডলির ব্যাপারে আমেরিকা সহযোগিতা করছে না বলে আজ অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই। তিনি বলেন, ২৬/১১ হামলায় হেডলির ভূমিকার ব্যাপারে যথেষ্ট তথ্য হাতে আসার পরও তাকে ভারতের হাতে প্রত্যর্পণ নিয়ে দর কষাকষি করছে আমেরিকা। |