শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনল সিপিএম।
শনিবার দক্ষিণ কলকাতায় সাউথ সিটি কলেজে পশ্চিমবঙ্গ কলেজ কর্মচারী সমিতির রাজ্য সম্মেলনে ব্রাত্যবাবু শিক্ষাকর্মীদের মাসপয়লা বেতন ও মৃত কর্মীর পোষ্যদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। অবসরের পরে শিক্ষাকর্মীদের দ্রুত পেনশন দেওয়া, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি, কিছু চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীকে পূর্ণ সময়ের কর্মী করা ইত্যাদি প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। তিনি জানান, শীঘ্রই এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা বেরোবে। বাম আমলের শেষ দিকে কর্মীদের পোষ্যকে চাকরি দেওয়ার পদ্ধতি তুলে দেওয়া হয়েছিল।
৩০ নভেম্বর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই এলাকায় এখন নির্বাচনী আচরণবিধি কার্যকর রয়েছে। সিটি কলেজ ওই নির্বাচনী কেন্দ্রের মধ্যেই পড়ছে। সিপিএমের অভিযোগ, সেখানে দাঁড়িয়ে মন্ত্রীর এই সব প্রতিশ্রুতির জেরে আচরণবিধি ভঙ্গ হয়েছে।
সিপিএম নেতা রবীন দেব বলেন, “আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। ওই অনুষ্ঠানে ওঁর বক্তৃতার সিডি কমিশনে জমা দিয়েছি। যে হেতু উনি যেখানে এই প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, তাই সরকারি গাড়ি করে গিয়ে মন্ত্রীর পক্ষে এই আশ্বাস দেওয়া নিশ্চিত ভাবেই আচরণবিধি লঙ্ঘন।” ব্রাত্যবাবু অবশ্য এই বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “সাউথ সিটি কলেজে বন্ধ ঘরে আধ ঘণ্টার একটা বক্তৃতা দিয়েছি। তবে সিপিএমের অভিযোগ নিয়ে আমি কোনও কথা বলব না।” রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত এ দিন বলেন, “সিপিএমের কাছ থেকে একটি অভিযোগ এসেছে। রিটার্নিং অফিসারকে তদন্তের দায়িত্ব দিয়েছি। অভিযোগ প্রমাণ হলে যা ব্যবস্থা নেওয়ার নির্বাচন কমিশন নেবে।” |