টুকরো খবর

আগ্নেয়াস্ত্র সমেত ধৃত নেতার ছেলে
আগ্নেয়াস্ত্র সমেত এক সিপিএম কাউন্সিলরের ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাতে রায়গঞ্জের বীরনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম তন্ময় দাস। ওই এলাকায় তাঁর বাড়ি। তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল পাওয়া গিয়েছে। উদ্ধার হয়ে এক রাউন্ড গুলিও। তন্ময় কোনও কাজকর্ম করে না। তন্ময়ের বাবা তপন দাস রায়গঞ্জ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর। তপনবাবু বলেন, “আইন আইনের পথে চলবে। আইন মোতাবেক পুলিশ ব্যবস্থা নেবে। এছাড়া আমার কিছু বলার নেই।” গত সোমবার উকিলপাড়া এলাকায় পলিটেকনিক কলেজের ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। পুলিশের অনুমান, প্রেমঘটিত বা টাকা পয়সাজনিত গোলমাল থেকেই ঘটনাটি ঘটেছে। সৌম্য চাকি নামের ওই কলেজ ছাত্র বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ধৃত তন্ময় সৌম্যের বন্ধু। পুলিশ তদন্তে নেমে ওই গুলিবিদ্ধ যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে। এরই মধ্যে তন্ময়কে আগ্নেয়াস্ত্র-সহ ধরা হয়। পুলিশের সন্দেহ, ওই ঘটনার সঙ্গে তন্ময় যুক্ত থাকতেও পারে।

দান-বাক্স ভেঙে চুরি নগদ টাকা, গয়নাও
ধর্মীয় স্থানে হানা দিল চোরের দল। মঙ্গলবার রাতে বালুরঘাটের গৌড়ীয় মঠের দানের বাক্স ভেঙে চুরি হয়েছে টাকাপয়সা। সেবাইত তরুণ দাস জানান, দুষ্কৃতীরা মন্দিরের বিগ্রহের সোনার অলঙ্কারও চুুরি করেছে। থানায় অভিযোগ জানানো হলেও অধরা চোরের দল। ঝুলন উপলক্ষে শহরের বেলতলা পার্কের গৌড়ীয় মঠে মেলা ও প্রদর্শনী শুরু হয়েছে। রাত পর্যন্ত ভিড় হচ্ছে। মোতায়েন হয়েছে পুলিশও। মঠের বারান্দায় রাখা দানবাক্স ভেঙে কি করে দুষ্কৃতীরা লুুঠ চালাল সে প্রশ্ন তুলে পুলিশি ভুমিকায় সরব এলাকাবাসী।

আন্দোলনে কোচবিহার
জেলাশাসকের বদলি রুখতে আজ বৃহস্পতিবার আন্দোলনে নামছে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। আজ, কয়েক হাজার সদস্য সমর্থক জেলাশাসকের দফতরের সামনে জমায়েত হয়ে তার বদলির নির্দেশ বাতিলের স্লোগান তুলবেন। সমন্বয় কমিটির সহকারী সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “জেলাশাসক সহ প্রশাসনিক কর্তারা এই বিষয়ে ওয়াকিবহাল। প্রধামন্ত্রীর বাংলাদেশ সফরের মুখে জেলাশাসক বদলির নির্দেশের পেছনে চক্রান্ত রয়েছে বলে আমাদের ধারণা।”

পুকুরপাড়ে দেহ উদ্ধার
রাতে মাছ ধরতে গিয়ে খুন হলেন এক হাট ব্যবসায়ী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ডুমপুকুর এলাকায়। নিহতের নাম ভরত বসাক (৫১)। এলাকার বড়ইট গ্রামের বাসিন্দা হাট থেকে ফিরে রাতে বাড়ির পাশে জলায় মাছ ধরতে বের হয়েছিলেন। অনেক রাত হলেও তিনি ফিরছেন না দেখে আত্মীয়রা খুঁজতে বের হন। বাড়ি থেকে কিছু দূরে ওই ডুমপুকুর এলাকার ধারে তার ক্ষতবিক্ষত দেহ মেলে। বুধবার অভিযোগ পেয়ে পুলিশ খুনের মামলা দায়ের করেছে।

বিপাকে ছাত্রেরা
উত্তরপত্র পুনমূর্ল্যায়নে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়মে স্নাতকস্তরে ৪০ থেকে ৫৬ শতাংশ নম্বর প্রাপক ছাত্রছাত্রীরা বিপাকে বলে অভিযোগ উঠেছে। বুধবার এই অভিযোগে কোচবিহারে রাস্তা অবরোধ থেকে ছাত্র ধমর্ঘটে নামার হুমকি দিয়েছে জেলা ছাত্র পরিষদ। ভিযোগ, স্নাতকস্তরের তৃতীয় বর্ষের ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের ওই নির্দেশিকার বিষয়টি উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, ২৫ থেকে ৪০ শতাংশ এবং ৫৭ শতাংশের উপর নম্বর প্রাপকেরা পুনর্মূল্যায়নের আবেদন জানাতে পারবেন বলে উল্লেখ রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.