বৈঠক স্থগিত
চ্চ শিক্ষা দফতরের নির্দেশে স্থগিত হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক। বুধবার ছিল বৈঠকের দিন। মঙ্গলবার বিকেলে রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক স্থগিতের নির্দেশ পৌঁছয়। অনিশ্চিত হয়ে পড়েছে বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর কোর্সের পঠনপাঠন। বিশ্ববিদ্যালয়ের উপার্চায গোপা দত্ত বলেন, “মঙ্গলবার উচ্চশিক্ষা দফতর থেকে বিশ্ববিদ্যালয়ে এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক স্থগিত রাখতে বলা হয়েছে। কিন্তু কী কারণে বৈঠক স্থগিত রাখা হয়েছে তা বলতে পারব না।” রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র অভিযোগ করেন, “মনোনীত কাউন্সিলের কাজকর্ম নিয়ে অনেক আপত্তি রয়েছে। তা ভেঙে নতুন করে নিবার্চনের মাধ্যমে কর্মসমিতির জন্য উচ্চশিক্ষা মন্ত্রীকে বলেছি।” ২০০৮ সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় খোলার পরে কেবলমাত্র ৭টি বিষয়ে স্নাতকোত্তর কোর্সের পঠনপাঠন শুরু হয়েছিল। কিন্তু চালু হওয়ার ৩ বছর পরেও বিজ্ঞান বিভাগ-সহ একাধিক বিষয়ে স্নাতকোত্তর কোর্স না-খোলায় মালদহ ও দুই দিনাজপুরে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। বিজ্ঞান বিভাগ-সহ একাধিক বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে ছাত্রছাত্রীরা অনশন বিক্ষোভের পাশাপাশি উচ্চশিক্ষা মন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল, উপার্চায, জেলার মন্ত্রী সাবিত্রী মিত্রের দ্বারস্থ হয়েছিলেন। এমনকী, বিশ্ববিদ্যালয়ের উপার্চায ও বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর কোর্স খোলার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন। শেষ পর্যন্ত ছাত্রছাত্রদের দাবি মেনে স্থগিত থাকা শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৬৯ শিক্ষক নিয়োগের সবুজ সংকেত দেন রাজের উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বিজ্ঞান বিভাগ-সহ একাধিক বিষয়ে স্নাতকোত্তর কোর্স খোলার বাধা কেটে যাওয়ায় বিশ্ববিদ্যালয় কতৃপর্ক্ষ থেকে শুরু করে ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকেরা দারুণ খুশী হয়েছিলেন। শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার পাশাপাশি বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর কোর্সের জন্য প্রায় দুই কোটি টাকার ল্যাবরেটরি সামগ্রী ও অন্যান্য যন্ত্রপাতি কেনা-সহ ১০টি বিষয়ের সিদ্ধান্ত নিতে ১৭ অগষ্ট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্ববিদালয়ের মনোনীত কর্মসমিতির বৈঠক ডেকেছিলেন। তাতে থমকে গিয়েছে বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর কোর্স খোলার বিষয়টি। শিক্ষক নিয়োগ এবং বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরির সরঞ্জাম ও যন্ত্রপাতি না-কেনা হলে কীভাবে ক্লাস শুরু হবে সেই প্রশ্ন উঠেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.