টুকরো খবর
|
বিদ্যুতের দাবিতে রেল অবরোধ
নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা |
|
—নিজস্ব চিত্র। |
বিদ্যুৎ সংযোগ এবং রেল গেটের দাবিতে দীর্ঘক্ষণ ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। তাঁদের সঙ্গে তৃণমূলের দুই গোষ্ঠীর সমর্থকরাও জড়িয়ে পড়েন। বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার ভাসলিয়া স্টেশনে। এই ঘটনায় হাসনাবাদ এবং বারাসাতের মধ্যে ট্রেন চলাচল বিঘ্ন ঘটায় যাত্রীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। শেষে পুলিশ ও রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় বিকাল তিনটে নাগাদ অবরোধ উঠে যায়।
|
অস্বাভাবিক মৃত্যু |
বিষপান করে মারা গেলেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়ার পারুল গ্রামে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই বিষপান করে আত্মঘাতী হয়েছেন দেশবন্ধু মান্না (৪০) নামে ওই ব্যক্তি। দেহটি পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।
|
ধৃত আরও ১ |
ব্যারাকপুরে বোমা ফেটে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় আরও এক জন গ্রেফতার হল। মঙ্গলবার চন্দন খটিক নামে ওই দুষ্কৃতীকে অস্ত্র-সহ ধরা হয়। পুলিশ জানায়, মৃত আমন ও আকবরের বাড়ির কাছে একটি ফাঁকা জায়গায় ডাঁই করা ইমারতি ব্যবসার ইট, বালি, পাথরের ফাঁকে স্থানীয় দুষ্কৃতীরাই বোমা লুকিয়ে রেখেছিল। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “তল্লাশি চলছে। ওখানে স্থানীয় দুষ্কৃতীদের ঠেক আছে। দোষীরা কেউ ছাড়া পাবে না।” |
|