জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতোর ‘রাজনৈতিক বন্দি’র মর্যাদা সংক্রান্ত আবেদনের বিরোধিতা করল সরকারপক্ষ। বুধবার মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুদীপ নিয়োগীর এজলাসে প্রায় দু’বছর ধরে জেলবন্দি ছত্রধর, সুখশান্তি বাস্কে, রাজা সরখেল, প্রসূন চট্টোপাধ্যায়-সহ ৭ জনের পক্ষে আইনজীবী মৃণাল চৌধুরী ‘রাজনৈতিক বন্দি’র মর্যাদার আবেদন জানান। বন্দিরা কেউ খুন, নাশকতায় জড়িত নন। সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন করতে গিয়েই গ্রেফতার হয়েছেন বলে দাবি করেন তাঁদের আইনজীবী। বিশেষ সরকারি কৌঁসুলি শক্তি ভট্টাচার্য ‘রাজনৈতিক বন্দি’র মর্যাদা দেওয়ার বিরোধিতা করে বলেন, “ধৃতেরা প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহে অভিযুক্ত। নাশকতার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।” তিনি বিচারককে মনে করান, তাঁরই এজলাসে ইতিপূর্বেও এই ৭ জনের একই আবেদন খারিজ হয়ে গিয়েছে। বন্দির পক্ষের আইনজীবীদের বক্তব্য, নতুন সরকার বন্দিমুক্তি রিভিউ কমিটি গড়েছে। রাজনৈতিক বন্দির মর্যাদা সংক্রান্ত আবেদন নতুন করে দাখিলের পরামর্শ দিয়েছে। কিন্তু আদালতে সরকারপক্ষের অবস্থান তার বিপরীত। বিচারক এ দিন কোনও নির্দেশ দেননি।
|
বেআইনি ভাবে ফুটপাত দখল করে ‘বিল বোর্ড’ লাগানোকে কেন্দ্র করে ঝামেলা বাধল হলদিয়ার দুর্গাচক থানার মঞ্জুশ্রীর কাছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বৈধ কাগজপত্র ছাড়াই ফুটপাত দখল করে খোঁড়াখুঁড়ি করছে কলকাতার একটি বেসরকারি সংস্থা। স্থানীয় বাসিন্দারা দুর্গাচক থানায় এই মর্মে অভিযোগ দায়ের করলে বুধবার পুলিশ হোর্ডিং লাগানোর কাজ বন্ধ করে দেয়। পূর্ত দফতরেও এই নিয়ে অভিযোগ করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা ইমদাদুল হোসেন। জেলার পূর্ত আধিকারিক শঙ্করনারায়ণ সাহা বলেন, “দুর্গাচকের ওই এলাকায় হোর্ডিং লাগানোর জন্য আমাদের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি।”
|
মঙ্গলবার রাতে নয়াগ্রাম থানার দক্ষিণ-নয়াগ্রামে ভোজালির কোপে গুরুতর জখম হয়েছেন এক যুবক।জখম চৈতন্য ধাউড়িয়াকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। স্থানীয় এক প্রৌঢ়া শকুন্তলা পাত্র ও তাঁর বিবাহিতা কন্যা অম্বিকা পাতিয়ালকে এই ঘটনায় গ্রেফতার করে বুধবার ঝাড়গ্রামের এসিজেএম আদালতে হাজির করা হয়। ১৪ দিন জেল-হাজতের নির্দেশ হয়। অম্বিকাদেবীর আড়াই বছরের শিশুপুত্র রয়েছে। জেল-হাজতে শিশুটিকে অম্বিকাদেবীর সঙ্গে রাখার অনুমতি দিয়েছে আদালত। চৈতন্যের বাবা অসিধর ধাউড়িয়ার অভিযোগ, তাঁর ছেলেকে মোবাইলে ফোন করে ডেকে ভোজালি দিয়ে কোপানো হয়। অভিযুক্ত দুই মহিলার আইনজীবী ইন্দ্রজিৎ জানার দাবি, “শকুন্তলাদেবীর বাড়িতে চড়াও হয়ে অম্বিকার শ্লীলতাহানির চেষ্টা করে চৈতন্য। এলাকাবাসী তাড়া করেন। তার পরের ঘটনায় আমার মক্কেলরা জড়িত নন।”
|
মাসখানেক আগে হলদিয়া থেকে এক্সাইডের ব্যাটারি বোঝাই একটি ট্রাক চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়ে মাঝপথে ছিনতাই হয়ে গিয়েছিল। ওই ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার হলদিয়া টাউনশিপ থেকে তপন পারুই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গাড়িতে করে চোরাই ব্যাটারি পাচার করার সময় হাতেনাতে ধরা হয় তাকে। |