|
|
|
|
প্রস্তুতি ম্যাচ বাড়াতে বলে অস্ট্রেলিয়াকে চিঠি বোর্ডের |
সুমিত ঘোষ • কলকাতা |
অবশেষে বৎসরান্তের অস্ট্রেলিয়া সফরে ধোনিদের প্রস্তুতি ম্যাচ বাড়ানোর ব্যাপারে উদ্যোগী হল ভারতীয় বোর্ড। ইতিমধ্যেই যে সূচি চূড়ান্ত এবং প্রকাশিত তাতে অস্ট্রেলিয়া সফরে মাত্র একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে ধোনিদের। ১৮ ডিসেম্বর ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান্স ইলেভেন। সেটাও প্রস্তুতি ম্যাচ না প্রীতি ম্যাচ তা নিয়েই সন্দেহ রয়েছে। ২৬ ডিসেম্বর থেকে শুরু চার টেস্টের সিরিজ। দু’টো টি-টোয়েন্টি এবং ত্রিদেশীয় এক দিনের সিরিজ মিলিয়ে দু’মাসের ওপর সফর।
ইংল্যান্ডের বিপর্যয় দেখে দেরিতে হলেও ঘুম ভেঙেছে মনোহরদের। তাঁরা এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন করে চিঠি চালাচালি শুরু করেছেন। পন্টিংদের বোর্ডকে তাঁরা অনুরোধ করেছেন, আরও অন্তত খান দু’য়েক প্র্যাক্টিস ম্যাচ ধোনিদের দেওয়া হোক। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে মনোহরদের চিঠির উত্তরে প্রাথমিক ভাবে বলা হয়েছে, প্র্যাক্টিস ম্যাচের আয়োজন করা যেতে পারে। কিন্তু দেশের বেশির ভাগ প্রধান প্লেয়ার তখন ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকবেন। একমাত্র ‘বি গ্রেড’ প্লেয়ারদের নিয়ে তৈরি টিম পাওয়া যেতে পারে। মনোহররা পাল্টা চিঠি লিখে জানিয়েছেন যে, ‘বি’ গ্রেড প্লেয়ারদের নিয়ে তৈরি টিম দিলে হবে না। অন্তত আন্তর্জাতিক স্তরের পাঁচ-ছ’জন প্লেয়ার আছে এ রকম টিম দিতে হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে চূড়ান্ত কোনও প্রতিশ্রুতি এখনও এসে পৌঁছয়নি। তবে মনোহর-শ্রীনিবাসনরা তাঁদের মানানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন। ভারত যেহেতু ক্রিকেটের সবথেকে বড় বাজার, অস্ট্রেলীয় বোর্ডও আর্থিক জোয়ারের জন্য ধোনিদের সফরের দিকে তাকিয়ে। অনেকে তাই আশাবাদী, পন্টিংদের বোর্ড যত দূর পারবে চেষ্টা করবে। কিন্তু প্রশ্ন উঠছে, এখন সব কিছু হয়ে যাওয়ার পর যদি প্রস্তুতি ম্যাচ ঢোকানো যায় তা হলে আগে থেকে সেই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখায়নি কেন বোর্ড? এক বোর্ড কর্তা বললেন, “আগে তো ভেবেছিল যেমন বল্লা চলছে, চলবে। তখন কি আর কেউ ভেবেছিল ইংল্যান্ডে এক নম্বর টিম এ রকম মুখ থুবড়ে পড়বে?” মুখ থুবড়ে পড়ার পরেও যে দারুণ কিছু উন্নতি দেখা যাচ্ছে এমন নয়। অস্ট্রেলীয় বোর্ডকে চিঠি লেখা বাদ দিলে বোর্ড কর্তাদের প্রতিক্রিয়া আঁতকে ওঠার মতো। ওয়ার্কিং কমিটি বৈঠকে তেমন কোনও আলোচনাই হয়নি। কোনও পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়নি। বরং অনেক বেশি কর্তারা ব্যস্ত থেকেছেন বোর্ড রাজনীতি নিয়ে। নতুন যুগ্ম-সচিব কে হচ্ছেন? এত দিন ত্রিমুখী ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল হিমাচল প্রদেশের অনুরাগ ঠাকুর, ওড়িশার রঞ্জিব বিসওয়াল এবং ঝাড়খন্ডের অমিতাভ চৌধুরির মধ্যে। এখন আচমকা রাজীব শুক্লের নাম আসরে ঢুকে পড়েছে। পদপ্রার্থীরা কেউ বোর্ড প্রেসিডেন্টের স্নেহধন্য। কেউ সচিবের। ইংল্যান্ডের বিপর্যয় বা বৎসরান্তের অস্ট্রেলিয়া সফর নয়। এঁরা ‘খেলছেন’ সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভার কথা মাথায় রেখে। |
|
|
|
|
|