|
|
|
|
জঙ্গলরাস্তায় ছিনতাই, এ বার গোয়ালতোড়ে |
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের মতোই গোয়ালতোড়ের জঙ্গলরাস্তাতেও চুরি-ছিনতাই বাড়ছে দিন দিন। গত সোমবার তিন জায়গায় জঙ্গলপথে গাছ ফেলে লরি, মারুতি মিলিয়ে ন’টি গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চালক-আরোহীদের মারধরের অভিযোগও উঠেছে। পুলিশের বিরুদ্ধে ফের উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে গোয়ালতোড় থানার কাদড়া, জিরাপাড়া ও কাড়ভাঙার জঙ্গলরাস্তায় পর পর ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রথমে রাত সাড়ে ন’টা নাগাদ কাওয়াকোনে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থেকে মাত্র আধ কিলোমিটার দূরে কাদড়ার জঙ্গলে গাছ ফেলে দুটি লরি ও একটি ছোট গাড়ি আটকে ঘণ্টা খানেক ধরে চলে লুঠপাট। সেই সময়েই মোটরবাইকে গোয়ালতোড় শহর থেকে বাড়ি ফিরছিলেন তৃণমূলের মহিলা নেত্রী কাবেরী চট্টোপাধ্যায়। তাঁর বাইকও আটকায় দুষ্কৃতীরা। সে কথা মনে করে শিহরিত কাবেরীদেবীর বক্তব্য, “আমকে প্রথমে লোহার রড দিয়ে হাতে আঘাতও করে দুষ্কৃতীরা। পরে মোবাইল বাদে সব কিছু কেড়ে নেয়।” তৃণমূলের এই নেত্রী এই নিয়ে মঙ্গলবার লিখিত ভাবে থানায় অভিযোগও জানিয়েছেন। তাঁর অভিযোগ, “মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে জঙ্গলরাস্তায়। ভয়ে অনেকে পুলিশে জানায়ও না। আজ অবধি পুলিশও কোনও ব্যবস্থা নেয়নি।” ওই রাতেই জিরাপাড়া ও সারেঙ্গা সংলগ্ন কাড়ভাঙা জঙ্গলরাস্তাতেও পাথর ও গাছের ডাল ফেলে পর পর চারটি গাড়ি ও দু’টি লরিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। চন্দ্রকোনা রোডে বৌভাতের এক অনুষ্ঠানবাড়ি থেকে তিনটি গাড়িতে জিরাপাড়ায় ফিরছিলেন জনা পনেরো পুরুষ ও মহিলা। রাস্তায় পাথর ফেলে দুষ্কৃতীরা গাড়িগুলি আটকায়। আরোহীদের মারধর করে তাঁদের মোবাইল ফোন ও গহনা ছিনিয়ে নিয়ে জঙ্গলেই মিলিয়ে যায় দুষ্কৃতীরা। একই সময়ে কাড়ভাঙা জঙ্গলেও গাছের ডাল ফেলে দু’টি লরি ও একটি গাড়িতে ছিনতায়ের ঘটনা ঘটে। গোয়ালতোড় থানার আইসি শুভাশিস চক্রবর্তীর বক্তব্য, “তিন জায়গায় ছিনতাইয়ের ঘটনায় দু’টি পৃথক মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।”
এ দিকে, ক’দিন আগের ঝাড়গ্রামে ছিনতাইয়ের ঘটনায় কার্তিক মহাপাত্র নামে এক জনকে গ্রেফতার করে বুধবার আদালতে তোলা হলে ৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। লগড় থানার বেলাটিকরি এলাকায় কংসাবতীর খালে ডুবে গুণধর দোলই (৫৫) নামে স্থানীয় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। গরু নিয়ে খাল পেরোনোর সময়ে দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাঁর দেহ উদ্ধার করেন। |
|
|
|
|
|