টুকরো খবর

ধর্মঘট চলছেই, ব্যাহত পরিষেবা
সুভাষনগরে আবর্জনার স্তূপ। নিজস্ব চিত্র।
সাফাই-কর্মীদের ধর্মঘট অব্যাহত। ফলে মেদিনীপুরে ব্যাহত হচ্ছে পুর-পরিষেবা। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে বলে দু’পক্ষ মনে করলেও আপাতত জট কাটার কোনও ইঙ্গিত নেই। বুধবারও বিক্ষোভ মিছিল করেছে কনজারভেন্সি শ্রমিক সংগ্রাম কমিটি। কমিটির সম্পাদক তপন মুখোপাধ্যায়ের বক্তব্য, “ন্যায্য দাবিতেই আন্দোলন চলছে। ধর্মঘট প্রত্যাহারের প্রশ্ন নেই।” অন্য দিকে, উপ-পুরপ্রধান এরশাদ আলি বলেন, “অন্যায্য দাবি তুলে কাজ বন্ধ রেখেছেন সাফাই-কর্মীরা। ইতিমধ্যেই এই ধর্মঘটকে ‘বেআইনি’ ঘোষণা করাও হয়েছে।” গত ৮ অগস্ট থেকে ধর্মঘটে সামিল হয়েছে কনজারভেন্সি শ্রমিক সংগ্রাম কমিটি। সমস্যা সমাধানের লক্ষ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনও সমাধানসূত্র মেলেনি। প্রতিটি ওয়ার্ডে আরও অন্তত দু’জন করে কর্মী নেওয়া, বকেয়া মেটানো, সলিডওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত কর্মীদের দৈনিক ন্যূনতম একশো টাকা পারিশ্রমিক দেওয়া-সহ কয়েক দফা দাবিতে কমিটির এই আন্দোলন। মঙ্গলবার পুর-কর্তাদের ঘেরাও করে পুলিশের লাঠির মুখেও পড়েছিলেন সাফাই কর্মীরা। প্রতিবাদে রাতেই মিছিল করে কমিটি। তবে বুধবার কোনও গোলমাল হয়নি। কিন্তু টানা ক’দিন ধর্মঘটের জেরে শহরে জঞ্জালের স্তূপ জমছে। জট কাটাতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে পুরসভা।

ফুটবল লিগ
আন্তঃবিভাগীয় ফুটবল লিগ শুরু হল খড়্গপুরের সাউথ সাইডে সেরসা স্টেডিয়ামে। খড়্গপুর সেরসা আয়োজিত এই খেলায় যোগ দিয়েছে খড়্গপুর রেল বিভাগের ন’টি বিভাগ। প্রতিদিন দুটি করে খেলা হবে। বুধবার খেলার উদ্বোধন করেন খড়্গপুর রেল বিভাগের ডিআরএম রাজীব কুমার কুলশ্রেষ্ঠ। উদ্বোধন ম্যাচে রেলওয়ে ট্রাফিক বিভাগ মেকানিক্যাল বিভাগকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয়। ২৩ অগস্ট পর্যন্ত এই খেলা চলবে বলে জানান সেরসা’র সম্পাদক রাজেশ সিংহ।

দেবগ্রামে নতুন প্রধান
শালবনির দেবগ্রাম পঞ্চায়েত এ বার তৃণমূলের দখলে এল। আগেই তৃণমূলের আনা অনাস্থায় হেরে গিয়েছিলেন সিপিএমের প্রধান। বুধবার ছিল নতুন প্রধান নির্বাচন। প্রধান নির্বাচিত হন তৃণমূলের অবনী দেবসিংহ। রাজ্যে পরিবর্তন আসার পরে পশ্চিম মেদিনীপুরে এই নিয়ে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে পালাবদল হল।

ক্যুইজ ও বিতর্ক
সম্প্রতি ক্যুইজ ও বিতর্ক প্রতিযোগিতা হয়ে গেল খড়্গপুরের ডিভিসিতে। সোমবার স্বাধীনতা দিবসে জনজাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্যুইজে ২০ জন এবং বিতর্কে ১০ জন যোগ দেয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় সফলদের। উপস্থিত ছিলেন প্রেমচাঁদ ঝা, সুব্রত ঘোষদস্তিদার প্রমুখ।

আলোচনাসভা
স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনাসভা হল নিমপুরার আর্যবিদ্যাপীঠ বিদ্যালয়ে। সোমবারের এই সভার বিষয় ছিল ‘স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথের ভূমিকা’। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.