হলদিয়া
‘প্লাস্টিক পার্ক’ গড়তে ৩০০ একর জমি চাইলেন পূর্ণেন্দু
পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ‘প্লাস্টিক পার্ক’ গড়ার জন্য ৩০০ একর জমি চেয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিসিএল)। বিষয়টি নিয়ে বুধবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সংস্থার চেয়ারম্যান ও সংস্থার অন্যতম অংশীদার পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের আলোচনা হয়েছে।
আলোচনার পরে শিল্পমন্ত্রী জানান, রাজ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় এইচপিসিএল। এ দিন রাজ্য বিধানসভায় পার্থবাবুর কক্ষে প্রায় ৪৫ মিনিট আলোচনা হয় পূর্ণেন্দুবাবুর। আলোচনার পরে পার্থবাবু বলেন, “আমি ওঁর প্রস্তাব শুনেছি। ওঁরা হলদিয়ায় একটা ‘প্লাস্টিক পার্ক’ তৈরির জন্য সরকারের কাছে জমি চেয়েছেন। আমরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখব। আমরা চাই পূর্ণেন্দুবাবুরা এ রাজ্যে তাঁদের শিল্পের আরও সম্প্রসারণ করুন।” এ দিনের বৈঠক নিয়ে পূর্ণেন্দুবাবু জানিয়েছেন, শিল্পমন্ত্রীর সঙ্গে মূলত সংস্থার স্বাস্থ্য নিয়েই আলোচনা হয়েছে। রাজ্যে আরও চার হাজার কোটি টাকার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তা নিয়েও এ দিন তাঁদের মধ্যে কথা হয়েছে। কিন্তু নতুন প্রকল্পগুলিতে টাকা ঢালার আগে ব্যাঙ্ক-সহ আর্থিক সংস্থাগুলি মালিকানা-সহ হলদিয়া পেট্রোকেমের অন্য সমস্যাগুলির দ্রুত সমাধান চায়।
পূর্ণেন্দুবাবু বলেন, “এই সমস্যা মিটে গেলে হলদিয়া একটা আর্থিক জোর পাবে। এবং আমাদের পক্ষে নতুন লগ্নির পথে হাঁটাও সহজতর হয়ে উঠবে।” পূর্ণেন্দুবাবু আরও জানান, রাজ্য সরকার সংস্থাটিকে বিক্রয়কর ছাড় দেয় শর্ত সাপেক্ষে। বলা হয়েছিল, ৬২৫০ কোটি টাকার পণ্য বিক্রি বা ১২ বছর যেটা আগে হবে তার উপরে সর্ম্পূণ বিক্রয় কর ছাড় মিলবে। কিন্তু ২০০৬ সালে হঠাৎ হলদিয়াকে গাড়ির তেল প্রস্তুতকারক সংস্থা হিসাবে ঘোষণা করে দেয় রাজ্য সরকার। তখনও পর্যন্ত অবশ্য সংস্থার পণ্য বিক্রির পরিমাণ ১৭০০ কোটি টাকা। ১২ বছরের সময়সীমাও দূর অস্ত্। পূর্ণেন্দুবাবুর অভিযোগ, এই প্রতিশ্রুতি ভাঙার জন্য সংস্থার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে যায়। এবং সংস্থাটি হারাতে শুরু করে বার্ষিক ৩৬০ কোটি টাকা। উল্লেখ্য, কেন্দ্র ইতিমধ্যেই ন্যাপথার উপর আমদানি কর তুলে নিয়েছে হলদিয়ার কথা ভেবেই। কারণ এই কর মূলত হলদিয়া পেট্রোকেমকেই দিতে হত।
পাশাপাশি হলদিয়ায় প্রস্তাবিত ‘পেট্রোরসায়ন-ভিত্তিক শিল্পের জন্য পার্কে’র ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন পূর্ণেন্দুবাবু। পার্থবাবু জানান, পার্কটির ভিত্তিপ্রস্তর স্থাপনের ব্যাপারে পূর্ণেন্দুবাবু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে ‘মৌখিকভাবে’ জানিয়েছিলেন। শিল্পমন্ত্রী বলেন, “পূর্ণেন্দুবাবু আগেই মুখ্যমন্ত্রীকে আর্জি জানান। এ দিন তিনি বিষয়টি আমাকেও জানান। আমি তাঁকে বলেছি, এই বিষয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। মুখ্যমন্ত্রীর সময়ের উপর বিষয়টি নির্ভর করছে।” আজ, বৃহস্পতিবার এই ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে পার্থবাবু জানিয়েছেন। এ দিন হিন্দুস্থান পেট্রোলিয়ামের এক প্রতিনিধি দলও শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে পার্থবাবু জানান, ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই’ সংস্থার বিষয়ে আলোচনার জন্য ওই প্রতিনিধি দল এসেছিলেন। সংস্থার পুর্ণগঠনের বিষয়েও তাঁদের সঙ্গে শিল্পমন্ত্রীর আলোচনা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.