টুকরো খবর
|
তলিয়ে গেলেন প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বেহুলা নদীর পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে তলিয়ে গেলেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম দুলালচন্দ্র দাস। বাড়ি কালনা ২ ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের হাটগাছা গ্রামে। তাঁর খোঁজে নৌকা নিয়ে তল্লাশি শুরু করেছেন গ্রামবাসীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাটগাছা গ্রামের মাঠে বুধবার সকাল থেকেই পাট কাটার কাজ চলছিল। পেশায় চাষি দুলালবাবু এক খেতমজুরের জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন। |
|
—নিজস্ব চিত্র। |
অতিবৃষ্টির কারণে মাঠে যাওয়ার রাস্তাটি নদীতে ভেঙে পড়েছিল। সেই রাস্তা দিয়ে গিয়েই জলে পড়ে যান তিনি। সেই সময়ে নদীর পাড়ে পাট ছাড়ানোর কাজ করছিলেন গ্রামের কয়েক জন বাসিন্দা। তাঁরা জানান, দুলালবাবুকে তলিয়ে যেতে দেখে তড়িঘড়ি একটি দড়ি জলে ছুঁড়ে দিয়েছিলেন। তবে তিনি তা ধরতে পারেননি। গ্রামবাসীরা তল্লাশি শুরু করলেও এ দিন সন্ধ্যা পর্যন্ত দুলালবাবুর হদিস মেলেনি।
|
পৃথক দুর্ঘটনায় মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ বর্ধমান শহরের টাউনহলের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেন্দ্রপ্রসাদ কার্ফা (২২)। বাড়ি রায়নার পলাসন গ্রামে। তিনি পেশায় ওষুধের দোকানের কর্মচারী। বুধবার সকালে আরামবাগ-বর্ধমান রুটের একটি বাস থেকে নেমে তিনি টাউনহলের সামনে দাঁড়িয়ে থাকার সময় তাঁকে অপর বাসটি ধাক্কা মারে। হাসাপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। এ দিকে পথ দুর্ঘটনায় আহত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকার তিন দিন পরে মৃত্যু হয়েছে এক দিনমজুরের। তাঁর নাম রঘুনাথ মুরারী (৬০)। বাড়ি বর্ধমানের ছোটনীলপুর নতুন কলোনীতে। শনিবার তিনি বর্ধমান সংলগ্ন জিটিরোড বাইপাসের বেচারহাটে রাস্তা পার হওয়ার সময়ে তাঁকে একটি মিনি ট্রাক ধাক্কা মারে । মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর।
|
আঁস্তাকুড় পরিষ্কারের দাবি, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমানের তেঁতুলতলা বাজারের কাছে অবস্থিত একটি আবর্জনা ফেলার আঁস্তাকুড় উপচে পড়ার প্রতিবাদে স্থানীয় মানুষ প্রায় চার ঘণ্টা ওই রাস্তা অবরোধ করেন। তাঁদের দাবি, অবিলম্বে ওই আস্তাকুড় পরিষ্কার করতে হবে। পুলিশ এসেও অবরোধ তুলতে পারেনি। |
|
বর্ধমান শহরে তেঁতুলতলা বাজারে বিক্ষোভ বাসিন্দাদের। বুধবার তোলা নিজস্ব চিত্র। |
শেষে বর্ধমান পুরসভার পুরপিতা পরিষদ সদস্য (জঞ্জাল) অমিত হাজরা চৌধুরী লিখিতভাবে ওই আঁস্তাকুড় এ দিন বিকেলের মধ্যে পরিষ্কারের প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। স্থানীয় বাসিন্দা আব্দুল হাই, নূর আলম ও শেখ ইমরান বলেন, “এই আস্তাকুঁড়টি প্রায় ১৫ দিন ধরে পরিষ্কার হয়নি। মাছের দেহাংশ, শাকসবজি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বৃষ্টিতে হাল আরও খারাপ হয়ে গিয়েছে।”
|
চালকের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
একটি ট্রাকের ডালায় ঝুলন্ত অবস্থায় মিলল ট্রাকচালকের দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাপি হাঁসদা (৩০)। বাড়ি হুগলির দাদাপুর থানার তালচিনি গ্রামে। তাঁর দেহ বর্ধমানের আনজিরবাগানের কাছে থেমে থাকা ওই ট্রাক থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ট্রাকের মালিক পতিতপাবন মণ্ডলকে জেরাও করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, খুন করে চালকের দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
|
দুর্ঘটনায় জখম |
লরি ও বাসের সংঘর্ষে জখম হয়েছেন বাস চালক। মঙ্গলবার দুপুরে বর্ধমান-বরাকর রুটের একটি বাস মঙ্গলবার মুচিপাড়া এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারলে বাসের চালক জখম হন। জখম হন দুই মহিলা-সহ আরও তিন জন। জখম চালককে পুলিশ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। |
|