টুকরো খবর |
|
টিটাগড় স্টেশনের কাছে ব্যবসায়ী খুন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গুলি করে খুন করা হল এক ব্যবসায়ীকে। শনিবার রাতে পৌনে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে টিটাগড় স্টেশন সংলগ্ন বাজার এলাকায়। পুলিশ জানায়, মৃত কাপড়ের ব্যবসায়ীর নাম মহম্মদ কাল্লু (৪০)। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন কাল্লু। আচমকাই দু’টি গুলির শব্দে চমকে ওঠেন তাঁরা। দেখেন, কাঁধ ও মাথা থেকে রক্ত ঝরছে কাল্লুর। স্থানীয় বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কে বা কারা ওই গুলি দু’টি ছুড়েছিল, তা অবশ্য কেউ দেখতে পাননি বলেই প্রাথমিক তদন্তে প্রকাশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে কাল্লুর দাদা মহম্মদ শামিমেরও মৃত্যু হয়েছিল গুলিবিদ্ধ হয়ে। ওই খুনের বদলা নিতে খুন করা হয়েছিল মহম্মদ ইউনুস নামে এক ব্যক্তিকে। ইউনুসের খুনের বদলা নিতেই কাল্লুর খুন কি না, সে ব্যাপারে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু জানাতে চায়নি পুলিশ।
|
হাওড়ার কলেজে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছাত্র সংসদকে কেন্দ্র করে গোলমালের জেরে শনিবার উত্তেজনা ছড়াল হাওড়ার জগদ্বন্ধু কলেজে। এসএফআইএ-র অভিযোগ, এ দিন দুপুরে আচমকাই কলেজের ইউনিয়ন রুমে এসে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কিছু সদস্য-সমর্থক তাঁদের দলীয় পতাকা টাঙিয়ে দেন। কলেজের ইউনিয়ন এসএফআইএ-র দখলে থাকায় স্বভাবতই বিক্ষোভ শুরু করেন ওই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত অনেকে। বিক্ষোভের জেরে টিএমসিপি পরে পতাকা খুলে নিয়ে যায়। কিন্তু তত ক্ষণে কলেজের সদর দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে এসএফআই। কলেজের টিচার-ইনচার্জ মৃদুল সাহার অভিযোগ, “দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার ফলে প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে দীর্ঘ ক্ষণ আটকে থাকতে হয়।” রাত আটটার কিছু পরে বিক্ষোভ থামায় এসএফআই, খোলা হয় তালা। ছাড়া পান শিক্ষক-শিক্ষিকারা।
|
নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সঙ্গে সহবাসের পরে তাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে ‘প্রেমিক’ ও তার দু’ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের নারায়ণপুর পঞ্চায়েতের মৌলিমুকুন্দ মেটিয়াপাড়ার আয়েশা খাতুনের সঙ্গে সম্পর্ক ছিল ওই পঞ্চায়েত এলাকারই ডালাপুকুর-পদ্মপুকুর গ্রামের সরিফুল আলি মোল্লার। গত ১ অগস্ট আয়েশাকে নিয়ে কলকাতায় যায় সরিফুল। শিয়ালদহের একটি হোটেলে দু’দিন থাকার পরে ৩ তারিখে ফেরে। পরের দিন পঞ্চায়েত অফিসে গ্রামবাসীদের উপস্থিতে দুই পরিবারের সদস্যদের নিয়ে বৈঠক বসে। সিদ্ধান্ত হয়, সরিফুল আয়েশাকে বিয়ে করবে। সরিফুলের আত্মীয়েরা আয়েশাকে নিয়ে বাড়ি যান। আয়েশার বাবা মোসলেম মোল্লার অভিযোগ, বৃহস্পতিবার নিয়ে যাওয়ার পরে শুক্রবার রাতেই তাঁর মেয়েকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন সরিফুলের পরিবারের সদ্যসরা। মেয়ের দগ্ধ হওয়ার খবর পেয়ে তাঁরাই নলমুড়ি হাসপাতালে নিয়ে যান। পরে আয়েশাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙড় থানায় অভিযোগও দায়ের করেন মোসলেম মোল্লা। সরিফুল ও তাঁর দুই ভাই সফিকুল-মফিজুলকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। তবে তাঁদের বাবা-মা পলাতক।
|
বেতনের টাকা লুঠ পোলবায়
নিজস্ব সংবাদদতা • পোলবা |
দিনেদুপুরে একটি সুতোকলের কোষাধ্যক্ষকে বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে কর্মীদের বেতনের টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। শনিবার হুগলির পোলবার রাজহাটে জিটি রোড এবং দিল্লি রোডের সংযোগস্থলের ঘটনা। রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কারখানার মালিক বিজয় পেরিয়াল বলেন, “পুলিশকে লিখিত ভাবে জানিয়েছি।” ডিএসপি (সদর) মুহাফারেজ রহমান বলেন, “নির্জনতার সুযোগে দুষ্কৃতীরা এমনটা ঘটিয়েছে। তাদের খোঁজ চলছে।” পোলবার রাজেশ্বরীপুরের ওই সুতোকলে শ’তিনেক শ্রমিক কাজ করেন। একই সংস্থার একটি চালকল রয়েছে মগরার জয়পুরে। এ দিন সুতোকলের কোষাধ্যক্ষ জয়দেব সরকার কর্মীদের বেতনের টাকা আনতে চালকলে যান। একটি ব্যাগে ৫ লক্ষ টাকা নিয়ে ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর উপরে ‘হামলা’ চালায়।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ট্রাকের সঙ্গে ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল এক জনের। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই যুবক ম্যাটাডরের খালাসি। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে বারাসত থানার মধ্যমগ্রাম চৌমাথার কাছে রাবার ফ্যাক্টরিতে। পুলিশ জানিয়েছে, মধ্যমগ্রামগামী ওই ট্রাকটির পিছনে যাচ্ছিল ম্যাটাডরটি। রাস্তা খারাপ হওয়ায় হঠাৎ ট্রাকটি ব্রেক কষে। ম্যাটাডরটি গিয়ে ধাক্কা মারে ট্রাকের পিছনে। তাতেই ঘটনাস্থলে মারা যান খালাসি। ম্যাটাডরের চালক ও অপর এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
|