টুকরো খবর
শ্রাবণ উৎসবে মাইক নয়
অবশেষে শ্রাবণী উৎসবের রাতে মাইকের তাণ্ডব বন্ধের জন্য তৎপর হল পুলিশ ও প্রশাসন। দুই তরফের আলোচনায় ঠিক হয়েছে আজ, রবিবার জল্পেশ মন্দিরে ঢোকার মুখে পুলিশ মোতায়েন করে নজরদারি বাড়ানো হবে। এ দিকে জল্পেশ মন্দির কমিটির তরফে মাইক বন্ধের জন্য প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের কর্তারা ঠিক করেছেন মাইক বাজিয়ে মন্দিরের রাস্তায় ঢোকার মুখে প্রথমে ভক্তদের গাড়ি থামিয়ে অনুরোধ করা হবে। তাতে কাজ না-হলে পুলিশ মাইক বন্ধ করে দেবে। ময়নাগুড়ির আই সি বিশ্বনাথ হালদার বলেন, “রবিবার বিকেল থেকে অভিযান শুরু হবে। এ জন্য ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।” জল্পেশ মন্দির কমিটির সদস্য মানবেশ নন্দ বলেন, “আমরাও চাই শ্রাবণী উৎসবে মাইক বন্ধ হোক। সে জন্য রবিবার দুপুর থেকে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের কাছে দূষণ বিধি মেনে চলার জন্য আবেদন জানানো হবে।” তবে পুলিশ-প্রশাসন এবং মন্দির কমিটির ওই আশ্বাসে জল্পেশ মন্দির ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের উদ্বেগ এতটুকু কমেনি। রবিবার রাতে ঘুমোতে পারবেন কিনা ওই প্রশ্ন শনিবারেও তাড়া করে ফিরেছে এলাকার বাসিন্দাদের। তাঁদের অনেকেই বলেছেন, “আগে বন্ধ হোক। তার পরে বিশ্বাস করব”

হাতির হানায় মৃত মা ও সদ্যোজাত
হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে মারা গেল এক মা এবং তাঁর একদিনের শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে অসমের বাকসা জেলার নিউ সরিষবাড়ি গ্রামে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত কাল রাতে পরিবারের অন্যদের সঙ্গে নিজের সদ্যোজাত সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন। শেষ রাতের দিকে পাশের জঙ্গল থেকে হাতির দলটি গ্রামে হানা দেয়। বেশ কিছু বাড়ি ভাঙচুর করে। সেই সময়েই হাতির পায়ের চাপে মা এবং শিশুর মৃত্যু হয়। ঘটনার পরে গ্রামবাসী এবং বনকর্মীদের চেষ্টায় ও তাড়া খেয়ে হাতির দলটি জঙ্গলে ফিরে যায়। অন্য দিকে, অসমেরই গোয়ালপাড়া জেলায় বুনো হাতির হানায় মারা গিয়েছেন এক বয়স্ক ব্যক্তি। আজ ভোরে চারটি হাতি গোয়ালপাড়ার দুধনৈ-মজ্জাখিলি গ্রামে হানা দেয়। চলার পথে একটি বাড়িও গুঁড়িয়ে দেয় তারা। বাড়িতে ঘুমন্ত অবস্থায় যোগেশ নাথকে (৫৫) পিষ্ট করে দেয় হাতিরা। তবে তাঁর পরিবার বেঁচে গিয়েছে।

চিড়িয়াখানার জট কাটাতে উদ্যোগ
আলিপুর চিড়িয়াখানার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী ১০ অগস্ট চিড়িয়াখানার অধিকর্তা সুবীর চৌধুরীকে মহাকরণে ডেকে পাঠিয়েছেন বনমন্ত্রী হিতেন বর্মন। বনমন্ত্রী এ দিন বলেন, “চিড়িয়াখানার ডেপুটি ডিরেক্টরের বদলির দাবি নিয়ে একটি সংগঠন আন্দোলন করছে। তবে তার জেরে সেখানকার বন্যপ্রাণীদের খাবার সরবরাহে সমস্যা হয়নি। চিড়িয়াখানার পরিস্থিতি জানতেই ১০ অগস্ট সুবীরবাবুকে মহাকরণে ডেকেছি। রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে।” বনমন্ত্রী বলেন, “আন্দোলনকারীরা তাঁদের দায়িত্ব সেরেই দুপুর ২টো থেকে আড়াইটের মধ্যে টিফিনের সময়ে বিক্ষোভ করেছেন। আন্দোলনের ফলে পশুদের অভুক্ত থাকার অভিযোগ ঠিক নয়।”

অন্তঃসত্ত্বা নয়
রিয়াবাড়ি চা বাগানে নালায় পড়ে মৃত হাতিটিকে প্রাথমিকভাবে অন্তঃসত্ত্বা বলে মনে করলেও রাতে ময়নাতদন্তের পর ভুল ভাঙে। পেট ফুলে থাকায় চিকিৎসক ও বনকর্তারা হাতিটিকে অন্তঃসত্ত্বা বলে মনে করেছিলেন। বন দফতরের চিকিৎসক অশোক সিংহ বলেন, “পেটে অস্বাভাবিক গ্যাস জমে থাকায় হাতিটি অসুস্থ ছিল। নালায় পড়ে গিয়ে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় হাতিটির।” বুধবার রাতে একদল হাতি হানা দেয় বানারহাটের ৩ টি চা বাগানে। ভোরে শ্রমিকদের তাড়ায় রিয়াবাড়ি চা বাগান পেরিয়ে বনে ফিরছিল হাতিগুলি। সেই সময়ে নালায় পড়ে যায় সে।
বেতনের দাবি। পুরো বেতনের দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ভারপ্রাপ্ত আধিকারিককে ঘেরাও করলেন ইসলামপুরের কর্মীরা।

অরণ্য পরিদর্শন
বনাঞ্চল বাঁচাতে, মানুষ-বন্যপ্রাণীর সংঘাত এড়াতে রাজ্যে বন্যপ্রাণ বিভাগ কী ভাবে কাজ করছে তা ঘুরে দেখল জাপানের চার সদস্যের প্রতিনিধি দল। শনিবার বনকর্তাদের সঙ্গে ডুয়ার্সের তারঘেরা, সাইলি চা বাগান লাগোয়া ভুট্টাবাড়ি জঙ্গল, খুনিয়া এলাকা পরিদর্শন করেন তাঁরা। এক সদস্যের কথায়, “প্রতি বছর হাতির হানায় কত জন মারা যাচ্ছেন, হাতির মৃত্যুর সংখ্যা কত, জঙ্গল বাঁচাতে বনদফতরের ভূমিকা নিয়ে তথ্য সংগ্রহ করছি। বিস্তারিত রিপোর্ট জাপান সরকারের কাছে দেওয়া হবে।”
Previous Story First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.