|
|
|
|
যৎকিঞ্চিৎ... |
|
ভারত যে মহান, সে বিষয়ে আর সংশয়ের অবকাশ রহিল না। মহত্ত্বের প্রমাণ ইহা নহে যে ভারত মৃতপ্রায় ইউরোপকে দুই শত কোটি ডলার সাহায্য দিতে রাজি হইয়াছে। বিপদে-আপদে পড়শিকে সাহায্য করা মনুষ্যধর্ম। ভারতের মহত্ত্ব, এই সাহায্যের বিনিময়ে ভারত কুটোটিও চাহে নাই। দুই দশক পূর্বে ভারতও বিপদে পড়িয়াছিল। তখন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ভারতকে দুই শত কোটি ডলারই ঋণ দিয়াছিল। কিন্তু, সেই মহাজনের দাবির বহর কী ছিল! সংস্কার ইত্যাদি তো বটেই, দেশের সোনা বিমানে চাপাইয়া বিদেশের ব্যাঙ্কে পাঠাইতে হইয়াছিল। কিন্তু ভারত? জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে একগাছা চুড়িও বন্ধক রাখিতে বলে নাই। এবং, এই বাজারে, যখন ডলার এবং ইউরোর উপর আর ভরসা করিবার উপায় নাই, সোনাই একমাত্র নিরাপদ! এই উদারতা দেখাইতে ভারতই পারে। প্রাচীন সভ্যতার শিক্ষা ইত্যাদি ভুলিলে চলিবে না। জগৎসভায় শ্রেষ্ঠ আসনটিতে এই বার বসিয়া পড়িলেই হয়। |
|
|
|
|
|