টুকরো খবর
চার বছরেই ২.১৩ লক্ষ কোটি ছোঁবে দেশে রত্নালঙ্কারের বাজার, সমীক্ষা
এক দিকে নিরাপদ লগ্নির মাধ্যম হিসেবে জনপ্রিয়তা। অন্য দিকে প্রতি বছর অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত উৎসবের মরসুমে চাহিদা তুঙ্গে ওঠার আশা। প্রধানত এই দুইয়ের সম্মিলিত প্রভাবেই দ্রুত বাড়ছে রত্নালঙ্কার শিল্পের দেশীয় ব্যবসা। এতটাই যে, আগামী ২০১৫ সালের মধ্যেই তা ২.১৩ লক্ষ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে বলে ইঙ্গিত দিল বণিকসভা অ্যাসোচ্যাম। বণিকসভাটির দেওয়া হিসেব অনুযায়ী, বর্তমানে এই শিল্পের বাজার ১.২২ লক্ষ কোটি টাকার। অভ্যন্তরীণ চাহিদার হাত ধরে তার বার্ষিক বৃদ্ধির হার এখন প্রায় ১৫ শতাংশ। পাশাপাশি, রত্নালঙ্কারের চাহিদা বৃদ্ধির কারণ হিসেবে আরও দু-একটি বিষয় তুলে ধরেছে বণিকসভাটি। যার মধ্যে একটি হল, গয়না নকশা, তৈরি বা হীরে কাটা কিংবা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এখনও এ দেশে তুলনায় অনেক কম মজুরির দক্ষ কারিগর পাওয়ার সুবিধা। আর অন্যটি, ইন্টারনেট মারফত গয়না পছন্দ ও কেনার সুযোগ। অ্যাসোচ্যামের দাবি, ইন্টারনেট মারফত গয়না কেনার প্রবণতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। যা অনুধাবন করে ইতিমধ্যেই ‘অনলাইন’ বিপণির মাধ্যমে ক্রেতা টানায় উদ্যোগী হয়েছে দেশের ঐতিহ্যবাহী গয়না সংস্থাগুলিও। আর এ সবের জেরেই দ্রুত গতিতে বেড়ে চলেছে ভারতের রত্নালঙ্কার শিল্পের ব্যবসা।

অসংগঠিত ক্ষেত্রের জন্য সুরক্ষা তহবিল
অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জাতীয় সামাজিক সুরক্ষা তহবিল গড়ায় অনুুমোদন দিল কেন্দ্র। প্রাথমিক ভাবে এতে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সুরক্ষা প্রকল্পের আওতায় আসবেন তাঁতি, রিকশাওয়ালা, বিড়ি শ্রমিক-সহ অসংগঠিত ক্ষেত্রের নানা পেশার মানুষই। তাঁদের জীবন ও সাধারণ বিমা, স্বাস্থ্যরক্ষা এবং পেনশনের বিষয়গুলি দেখা হবে এই প্রকল্পে। কেন্দ্রীয় শ্রম ও কমর্সংস্থান মন্ত্রক এই পুরো প্রকল্পের নিয়ন্ত্রক রূপে কাজ করবে। দেশের মোট কর্মী সংখ্যার প্রায় ৯৪ শতাংশই অসংগঠিত ক্ষেত্রের। তাঁদের জন্যই ২০১০-’১১ সালের বাজেটে এই প্রকল্প গড়ে তোলার কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।

ডিজেলের দু’রকম দাম নয়: প্রণব
ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য ডিজেলে ভর্তুকি কমিয়ে তাঁদের কাছ থেকে বাড়তি দর আদায়ের সম্ভাবনা খারিজ করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। সে ক্ষেত্রে ডিজেলে দু’ধরনের দামও চালু হচ্ছে না বলে শনিবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। এ দিন বণিকসভা সিআইআই আয়োজিত ‘আর্থিক সংস্কারের দু’দশক’ শীর্ষক এক সভায় প্রণববাবু বলেন, দু’ধরনের মূল্য ব্যবস্থা চালু হলে সাধারণ যাত্রী-গাড়ির মালিকদের ডিজেলের জন্য বাড়তি খরচ গুনতে হত। এখন তা চালু করার কোনও প্রস্তাব নেই। প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকে প্রণববাবু নিজেই সংসদে জানিয়েছিলেন যে, কৃষি এবং বাস-ট্রাকের মতো গণ-পরিবহণ বাদে ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য ডিজেলে ভর্তুকি তুলে নেওয়ার কথা ভাবা হচ্ছে। ওই ব্যবস্থা চালু হলে ভর্তুকিতে ডিজেল পেতেন শুধু কৃষক (সেচের জন্য পাম্প চালাতে) এবং বাস-ট্রাকের মালিক। অর্থাৎ বাজারে দু’রকম দামে ডিজেল বিক্রি হত। তবে কালোবাজারির আশঙ্কায় এখনই সে পথে হাঁটা কতটা বাস্তবসঙ্গত হবে, তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা জানায় কেন্দ্র। শনিবার প্রণববাবু বিষয়টি স্পষ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপাতত এ নিয়ে বিতর্কে দাঁড়ি টানা হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ডিজেল গাড়ির উপর কর বসিয়ে ভর্তুকির খরচ কিছুটা পুষিয়ে নেওয়ার প্রস্তাবও আনা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র।

ঘুরে দাঁড়াবে বাজার, আশ্বাস কেন্দ্রের
ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ভারতীয় শেয়ার বাজারের রয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তাঁর কথায়, “শুক্রবার ধস নামলেও, আংশিক ভাবে সে দিনই ঘুরে দাঁড়িয়েছে সেনসেক্স। এটাই প্রমাণ করছে আমাদের অর্থনীতির ভিত শক্তিশালী।” আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এসঅ্যান্ডপি আমেরিকার ইতিহাসে প্রথম ঋ ণ পাওয়ার যোগ্যতা মান সর্বোচ্চ ‘এএএ’ থেকে কমিয়ে করেছে ‘এএ+’। অর্থমন্ত্রী বলেন, “এ নিয়ে আতঙ্ক অর্থহীন।”

বিড়লা জুটে ঘেরাও
উচ্চপদস্থ তিন কর্তাকে সাত ঘণ্টা ঘেরাও করে রাখার অভিযোগ উঠল বিড়লা জুট মিল কর্মীদের একাংশের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, কাজের ভার কমাতে হবে, এই দাবি তুলে ওই কর্মীরা শনিবার বেলা ১১টা থেকে তিন কর্তাকে ঘেরাও করে রাখেন। পুলিশ ও তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের মধ্যস্থতায় সন্ধ্যা ছ’টা নাগাদ ঘেরাওমুক্ত হন ওই তিন কর্তা।
Previous Story First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.