|
|
|
|
ভারতে বৈদ্যুতিন পণ্যের বাজারই নিশানা টিআই-এর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টেক্সাস ইন্সট্রুমেন্টস ভারতের মাটিতে পা রেখেছিল গবেষণা ও পণ্য উদ্ভাবনের কেন্দ্র খুলে। আজ সেই কেন্দ্রই ভারতের বৈদ্যুতিন পণ্যের বাজারকে মাছের চোখ হিসেবে দেখছে।
সম্প্রতি শহরে এসেছিলেন টেক্সাস ইন্সট্রুমেন্টস (টিআই) ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও এমডি বিশ্বদীপ মিত্র। ভারতে পা রাখা থেকেই ইনি সংস্থার শীর্ষ পদে। প্রথমে দায়িত্ব ছিল শুধু গবেষণা ও উদ্ভাবনের। আজ সংস্থার ছায়া ভারতে বৈদ্যুতিন পণ্যের বাজারে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ‘সেমিকন্ডাক্টর চিপ’ বিপণনেরও ভারপ্রাপ্ত।
২১% হারে বাড়তে থাকা ভারতের বৈদ্যুতিন পণ্য বাজার বিশ্বদীপ- বাবুদের সংস্থার কাছে রোমাঞ্চ ও চ্যালেঞ্জ এনেছে। বাজার তাঁদের শেখাচ্ছে ছোট থেকে আরও ছোট বৈদ্যুতিন যন্ত্রের জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম চিপ তৈরির পথে হাঁটতে। |
বিশ্বদীপ মিত্র |
যেমন, আল্ট্রাসোনোগ্রাফির যন্ত্রকে ব্রিফকেসের আকারে ছোট করে আনা। ভারতের চাহিদা মেনেই আর এক বহুজাতিক, যারা এই যন্ত্র তৈরি করে, চেয়েছিল এক বিশেষ চিপ। যা একাধিক চিপ ব্যবহার করাকে অপ্রয়োজনীয় করে তুলবে। ক্রেতা, যন্ত্র তৈরির সংস্থা আর টিআই এক সঙ্গে আলোচনা করে নতুন চিপ তৈরি করে ফেলে। আগের যন্ত্রে একটি স্ক্যানে যদি খরচ হত ৪৫০ টাকা, এই যন্ত্রে তা কমে ৪৫ টাকা।
বিশ্বদীপ মিত্র (যিনি ববি মিত্র নামেই খ্যাত) দাবি করেন, ভারতের বাজার তাঁদের |
|
সেমিকন্ডাক্টর চিপ নিয়ে নতুন করে ভাবতে শেখাচ্ছে। সাহায্য করছে বৈদ্যুতিন যন্ত্রকে আরও বেশি বহনযোগ্য করে তুলতে। বিশেষ করে স্বাস্থ্যের মতো সামাজিক পরিকাঠামো ক্ষেত্রে।
তিনি বলেন, টিআই চিরকালই প্রথাগত রাস্তায় না হেঁটে অন্য ভাবে ভাবার উপর জোর দিয়ে এসেছে। আর ভারতের বাজার এ ব্যাপারে নতুন দরজা খুলে দিচ্ছে। পরিকাঠামোর অভাব যেমন এক খামতির দুনিয়া তৈরি করে, আবার সেই খামতিই তৈরি করে তা অতিক্রমের ইচ্ছা। ববি মিত্রের দাবি, ভারতের এই খামতি উদ্ভাবনীমুখী সংস্থাকে নতুন করে ভাবতে শেখাচ্ছে। তৈরি হচ্ছে আরও বেশি সহজ করে ব্যবহারযোগ্য যন্ত্র।
ঠিক যেমন স্বাস্থ্য পরিকাঠামোর খামতি তৈরি করেছে ব্রিফকেসের মাপে স্ক্যানার।
এই যন্ত্র শুধু ভারতেই নয়, তৈরি করেছে বিশ্ব জুড়ে চাহিদা। ঠিক যেমন আফ্রিকার পরিকাঠামোর অভাব মোবাইল ব্যাঙ্কিংয়ের রাস্তা খুলে দিয়েছে। ববি মিত্র ভারতের বৈদ্যুতিন পণ্য বাজার এবং টিআইয়ের সমৃদ্ধি নিয়ে চূড়ান্ত আশাবাদী। আর এই আশার পিছনে রয়েছে ভারতের সাধারণ মানুষ আর তাঁদের উদ্ভাবনী ক্ষমতা।
আর এই ক্ষমতা ও চাহিদা সেমি- কন্ডাক্টরের বাজারকে ৩৪% হারে বৃদ্ধির জায়গায় ঠেলে নিয়ে গিয়েছে। টিআই চাইছে তা পূর্ণ মাত্রায় ব্যবহার করে বিশ্ব বাজারে এক নতুন জায়গা তৈরি করতে। |
|
|
|
|
|