খবর এক মুঠো
গল্ফ কোর্সের মাধ্যমে পর্যটন! হ্যাঁ, আন্তর্জাতিক পর্যটনের আঙিনায় নিজেদের নতুন মোড়কে তুলে ধরতে এই নতুন নীতির আশ্রয় নিল অসম। বিস্তারিত...
অসমে সন্ধান মিলল উড়ন্ত গিরগিটির। তাও আবার ১১৬ বছর পর। জীববিজ্ঞানীমহলে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে বিস্মৃতপ্রায় এই গিরগিটিকে কেন্দ্র করে। বিস্তারিত...
ডিমের মধ্যে ভ্রূণ ডাইনোসরেরা ঘুরপাক খেত, একটু বড় হওয়ার পর লাথিও মারত ডিমের দেওয়াল ভেঙে বেরোনোর জন্য। ঠিক যেমন এখন করে পাখির ভ্রূণেরা। প্রায় ১৯ কোটি বছর পুরনো একটি ডাইনোসরের ডিম পরীক্ষা করে জানা গিয়েছে বলে দাবি চিনের ইউনান প্রদেশের জীবাশ্মবিদেরা।
কলকাতা-ঢাকা রুটে এখন উড়ান চাহিদার তুলনায় কম। তাই ভুটানের সরকারি বিমানসংস্থা ড্রুক ১৬ মে থেকে এই রুটে উড়ান শুরু করছে। সংস্থার তরফে সোনম ওয়াংচুক জানান, আপাতত সপ্তাহে তিনটি বিমান পারো থেকে কলকাতা হয়ে ঢাকা যাবে। মে থেকে এই সংস্থার বিমান সপ্তাহে ৩ দিন কলকাতা হয়ে সিঙ্গাপুর যাবে।
ওরা টের পায় ভূমিকম্পের এক দিন আগেই। জার্মানির ডুইসর্বাগ-এসেন বিশ্ববিদ্যালয়ের গ্যাব্রিয়েল বারবেরিকের সাম্প্রতিক গবেষণা বলছে লাল পিঁপড়েরাই পারে এক দিন আগে ভূমিকম্পের জানান দিতে। ভূ-গর্ভের গ্যাস নিঃসরণ অথবা ভূ-চৌম্বকত্বের সামান্য পরিবর্তন ঘটলে লাল পিঁপড়েরা বুঝতে পারে সবার আগে। বারবেরিক প্রায় ১৫ হাজার পিঁপড়ের উপর এই সমীক্ষা চালিয়ে দেখেছেন ভূমিকম্পের এক দিন পরই তারা আবার স্বাভাবিক জীবন ধারায় ফিরে আসে।
সৈকত শহর দিঘায় বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় মানুষদের সাংস্কৃতিক বিনোদনের জন্য মুক্ত-মঞ্চ তৈরি করতে চলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। নিউ দিঘার হলিডে হোম সেক্টরে এই মুক্ত মঞ্চ তৈরির সিদ্ধান্ত হয়েছে। মুক্ত-মঞ্চ তৈরির পাশাপাশি উদয়পুরে পর্যটকদের আবাসনে ভিন্ন স্বাদ আনতে ‘উডেন কটেজ’ তৈরিরও সিদ্ধান্ত নিল পর্ষদ। এ ছাড়াও মন্দারমণি ও তাজপুরের সৈকতে আলোর ব্যবস্থা করা, মন্দারমণি যাওয়ার রাস্তায় পথবাতি বসানো হবে বলে পর্ষদসূত্রে খবর।
শাবক-সহ বিপন্ন স্লো লরিস পাওয়া গেল ধান খেতের ভিতর থেকে। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, নামনি সুবনসিরি জেলার ডোলুংমুখ এলাকায় একটি খেতে কোনও ভাবে স্লো লরিসটি চলে এসেছিল। স্থানীয় বাসিন্দারা এই ধীর গতির প্রাণীটিকে হত্যা না করে যত্ন করে ধরে রেখে দেন। পরে ইটানগর বায়োলজিক্যাল পার্কের অধিকর্তা রায়া ফ্লাগোর হাতে মা লরিসটিকে তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর হেফাজতে দেওয়া হয় লরিসটির দুই মাস বয়সী শাবকটিকেও।