১ জ্যৈষ্ঠ ১৪১৯ মঙ্গলবার ১৫ মে ২০১২


গরমে গলা ভেজানো
যা গরম পড়েছে তাতে ঠান্ডা জল বা ‘সফট ড্রিঙ্ক’ ক্ষণিকের জন্য আরাম দিলেও শরীরের ক্ষতিই করে। সে জায়গায় যদি সুস্বাদু অথচ
পুষ্টিকর পানীয় পাওয়া য়ায়, তা হলে মন্দ হয় না! এ বারের সংখ্যায় দেওয়া হল সে রকমই কয়েকটি মন ‘ঠান্ডা’ করা শরবতের প্রণালী।
ম্যাঙ্গো আইসক্রিম সোডা

উপকরণ

পাকা আম: ২টো চিনি: ১ টেবল-চামচ (মিহি করে গুঁড়ো করা) ম্যাঙ্গো সিরাপ: পরিমাণ মতো
ভ্যানিলা আইসক্রিম: ২-৩ স্কুপ সোডা ওয়াটার: আধ কাপ ক্রিম: ১ টেবল-চামচ



প্রণালী

পাকা আমের পাল্প ও চিনি একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিন।
এ বার সার্ভিং গ্লাসে প্রথমে খানিকটা আমের সিরাপ দিন। তার পর আম-চিনির মিশ্রণ দিন। তার উপরে আইসক্রিমের একটা স্কুপ রাখুন।
তার পর আবার আম-চিনির মিশ্রণ ঢালুন। আইসক্রিমের আরও একটা স্কুপ দিন। এই ভাবে ২-৩টে স্তর তৈরি করুন।
তার পর সোডা ওয়াটার ঢালুন।
বেশ খানিক ক্ষণ ফ্রিজে রেখে দিন। তবে দেখবেন যেন বরফ না হয়ে যায়।
ঠান্ডা হয়ে গেলে উপরে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ডাব মালাই শরবত
উপকরণ
ডাবের জল: ১ কাপ রোজ সিরাপ: ২ চামচ
চিনি: ২ চামচ জল: আধ কাপ ক্রিম: ২ চামচ

প্রণালী

ডাবের জল, রোজ সিরাপ, জল, চিনি একসঙ্গে ভাল করে মিক্সিতে ব্লেন্ড করে নিন।
খানিক ক্ষণ ফ্রিজে রেখে দিন।
ঠান্ডা হয়ে গেলে উপরে ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন।

তুলসী মঞ্জরি

উপকরণ
চায়ের লিকার: ১ কাপ (বড়) বিটনুন: স্বাদমতোআখের গুড়: ৩ চামচ
ধনে, জিরে: আধ চামচ (শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা)
পাতিলেবু: অর্ধেকতুলসীপাতা আধ চামচ (বেটে নিন)

প্রণালী
পাতলা চায়ের লিকারের সঙ্গে বিটনুন, ধনে-জিরেগুঁড়ো, পাতিলেবুর রস,
আখের গুড়, তুলসীপাতা
বাটা ভাল করে মিশিয়ে ফ্রিজে রেখে দিন।
ঠান্ডা পরিবেশন করুন।


চকো চিকু জুস

উপকরণ

সফেদা: ২ টুকরো দুধ: ১ গ্লাস চিনি: দেড় চা-চামচ কাজুবাদাম: ২ চা-চামচ পেস্তা ও চকোলেট সামান্য (টুকরো করা)


প্রণালী

প্রথমে সফেদার খোসা ছাড়িয়ে দু’ টুকরো করে নিন।
এ বার মিক্সিতে সফেদা, দুধ ভাল করে ব্লেন্ড করে করুন।
পেস্তা, কাজুবাদাম ও চকোলেটের টুকরো গুঁড়ো করে রাখুন।
এ বার মিশ্রণের সঙ্গে এই গুঁড়োগুলো ভাল করে মিশিয়ে দিন।
আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

সৌজন্য: সানন্দা


রোজের আনন্দবাজারএ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল আপনার রান্নাঘর স্বাদবদল পুরনো সংস্করণ