|
এ বছর কলকাতার সব দিক দিয়ে ভালো তিনখানি দুর্গা প্রতিমাকে পুরস্কৃত করা হবে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় এই পুরষ্কারের মূল্য যথাক্রমে ৫০০, ৩০০ ও ২০০ টাকা। এছাড়া এর সঙ্গে কলকাতার মেলার দুর্গার মূর্তি অঙ্কিত সোনা, রূপো ও তামার স্মারকও পুরস্কার দেওয়া হবে।
মূর্তি বাছাইয়ের জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পর্যটন দফতর সাতজনের একটি কমিটি নিযুক্ত করেছেন। কমিটির চেয়ারম্যান ডেপুটি মেয়র শ্রীমনি স্যান্যাল।
শ্রীস্যান্যাল জানান, প্রতিমা নিখুঁত হলেই চলবে না। সঙ্গে সঙ্গে অঙ্গসজ্জা ও পরিবেশের দিকেও সমান দৃষ্টি দেওয়া হবে। মণ্ডপে আবহসঙ্গীতের দিকেও লক্ষ্য রাখার ব্যবস্থা হয়েছে। তিনি বলেন উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার ৪০ খানি প্রতিমা বেছে নেওয়া হয়েছে। তাঁরা এগুলি দেখেছেন। এছাড়া রাস্তার দুধারে এবং অলিগলির পুজোও তাঁদের দৃষ্টি এড়ায়নি।
আগামী ২১ অথবা ২৩ অক্টোবর ওই পুরস্কার ঘোষণা করা হবে। শ্রীসান্যালের কাছে অনেকে আবেদন জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী শ্রীকরণ সিং ২৩ অক্টোবর কলকাতায় আসছেনওই সময় এই পুরস্কার ঘোষণা হলে খুবই ভাল হয়।
ইতিমধ্যে শ্রীসান্যালের কাছে এ অভিযোগও এসেছে যে, দুই একটি পূজা মণ্ডপে মাইকে ঘোষণা করা হচ্ছে যে, তাঁদের প্রতিমাই প্রথম পুরস্কার পাবার সৌভাগ্য অর্জন করেছে। তিনি বলেন, এ রকমের ঘোষণা সকলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে সাহায্য করবে। কারণ তাঁরা এখনও ওই সম্বন্ধে কোনো সিদ্ধান্তই ঘোষণা করেননি।
|
|