লক্ষ্য কম দামি মোবাইলের বাজার
অ্যান্ড্রয়েড ফোন আনছে নোকিয়া, কৌশল বদলাচ্ছে মাইক্রোসফটও
২৪ ফেব্রুয়ারি
পায়ের তলার হারানো জমি ফিরে পেতে অবশেষে অ্যান্ড্রয়েড প্রযুক্তির হাত ধরল নোকিয়া। স্পেনের বাসের্লোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চ থেকে এই প্রযুক্তি চালিত তিনটি নতুন ফোন আনার কথা ঘোষণা করল ফিনিশ মোবাইল নির্মাতা। ৩ বছর আগে অ্যান্ড্রয়েডকে দূরে সরিয়ে উইন্ডোজ ফোন তৈরির জন্য মাইক্রোসফট -এর সঙ্গে জোট বেঁধেছিল প্রায় দেড়শো বছরের পুরনো সংস্থাটি। কিন্তু শেষ পর্যন্ত স্যামসাঙের কাছ থেকে কম দামি ফোনের বাজার ফিরে পেতে গুগ্লের প্রযুক্তিতেই ভরসা রাখতে হল তাদের।
অন্য দিকে, মোবাইল যুদ্ধে পিছিয়ে নেই নোকিয়াকে অধিগ্রহণ করতে চলা মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটও। স্পেনে তাদের ঘোষণা, কম দামি ফোনের জন্য উইন্ডোজ প্রযুক্তির ব্যবহার আরও সরল করা হবে ও অন্য সংস্থার উইন্ডোজ ফোন তৈরির ক্ষেত্রে বিধিনিষেধ কমবে। চিন-সহ বিভিন্ন দেশের কম দামি মোবাইল নির্মাতা সংস্থাগুলিকে আরও বেশি উইন্ডোজ ফোন তৈরিতে উৎসাহী করে গুগ্লকে প্রতিযোগিতার মুখে ফেলাই যার মূল লক্ষ্য।
নোকিয়া এক্স। ছবি: রয়টার্স।
বর্তমানে বিশ্বের প্রায় ৮০% ফোনেরই চালিকাশক্তি অ্যান্ড্রয়েড প্রযুক্তি। যার সুবিধা, যে-কোনও সংস্থা নিজের স্মার্টফোনে এই প্রযুক্তি (ওপেন সোর্স) ব্যবহার করতে পারে। জুড়ে দিতে পারে নিজস্ব বৈশিষ্ট্য। এ বার সেই প্রযুক্তি ব্যবহার করেই ‘এক্স’, ‘এক্স প্লাস’ এবং ‘এক্স এল’ ফোন ৩টি বাজারে আনছে নোকিয়া। দাম ৮৯-১০৯ ইউরো (৭,৫৬৫ থেকে ৯,২৬৫ টাকা)।
এই ফোনগুলিতে গুগ্লের নির্দিষ্ট কোনও পরিষেবার (প্লে অ্যাপ স্টোর, ম্যাপ ইত্যাদি) উপর নির্ভর করতে হবে না। মাইক্রোসফট সার্চ ইঞ্জিন বিং, ক্লাউড, ভিডিও কলিং পরিষেবা স্কাইপ ব্যবহার করা এবং নোকিয়ার নিজস্ব অ্যাপ ডাউনলোড করা যাবে। চার ও পাঁচ ইঞ্চি স্ক্রিনের মোবাইলগুলি দেখতেও হবে অনেকটা লুমিয়া ফোনের মতো। বলা যেতে পারে নোকিয়ার হার্ডওয়্যার, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং মাইক্রোসফটের পরিষেবা এই তিনের মিশ্রণেই সেজে উঠবে ফিনিশ মোবাইল পরিবারের নয়া সদস্যেরা। নোকিয়ার কর্তা জাসি নেভান্লিন্নার কথা অনুসারে, ঠিক যেমনটা চান ক্রেতারা।
এ দিকে, গত বছর নোকিয়া কেনার কথা ঘোষণার পরও স্বস্তিতে নেই মাইক্রোসফট। বেশি দামের ফোনের বাজারে উইন্ডোজ প্রযুক্তি ছাপ ফেললেও, কম দামি স্মার্টফোনে তারা এখনও ব্রাত্য। প্রথমত, কম দামি ফোনে যে চিপ ব্যবহৃত হয়, তা উইন্ডোজ প্রযুক্তির অনুপযুক্ত। দ্বিতীয়ত, এই সফটওয়্যার ব্যবহার করলে মাইক্রোসফটের নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হত মোবাইল নির্মাতাগুলিকে। গুগ্লের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা কোনওদিনই ছিল না। এ বার সেই বাধা দূর করে কম দামি ফোনের বাজারেও পা রাখতে চায় বিল গেটসের সংস্থাটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.