|
|
বর্ধমান |
ভাঙনে ক্ষতিগ্রস্ত রাস্তা সারানোর আশ্বাস বৈঠকে |
|
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: সন্ধ্যা সওয়া সাতটা নাগাদ পরপর তিনটে গাড়ি এসে থামল কাটোয়া ২ ব্লকের মাখালতোড় স্কুল মাঠে। গাড়ি থেকে নেমে এলেন জেলাশাসক সৌমিত্র মোহন, অতিরিক্ত জেলাশাসক অমিত দত্ত, কাটোয়ার মহকুমাশাসক মৃদুল হালদার ও স্থানীয় বিডিও শিবাশিস সরকার। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা আগে থেকেই হাজির ছিলেন মাঠে। হাতের কাছে এতজন আধিকারিককে পেয়ে একের পর এক সমস্যা, প্রশ্নে তাঁদের জর্জরিত করে তুললেন গ্রামবাসীরা। |
|
বক্স বাজানোয় বিতর্ক কাটোয়ায় |
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: মাধ্যমিক পরীক্ষার আগের দিন সরকারি অনুষ্ঠানে বক্স বাজানোয় বিতর্কের সৃষ্টি হয়েছে কাটোয়ায়। ওই অনুষ্ঠানে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ অবশ্য বলেন, আমি তো নিজেই আওয়াজ কমিয়ে দিয়েছি, তাহলে সমস্যা কোথায়?” রবিবার দুপুরে কাটোয়ার মাখালতোড় উচ্চ বিদ্যালয়ের মাঠে কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্তদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। |
|
|
ধর্মঘটে কাজ করায় শো-কজ |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
অন্ডালে কয়লার ডিপো নিয়ে দ্বন্দ্ব, গুলিবিদ্ধ মহিলা |
|
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: কয়লার ডিপো চালানো নিয়ে দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমালের জেরে গুলিবিদ্ধ হলেন স্থানীয় এক তৃণমূল নেতার স্ত্রী। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে অন্ডালের ধান্ডাডিহি গ্রামে। তৃণমূল অবশ্য এই ঘটনার সঙ্গে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানেনি। পারিবারিক বিবাদের জেরেই এমন ঘটেছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি। পুলিশ জানায়, অভিযুক্তদের খোঁজ চলছে। |
|
অন্তঃসত্ত্বাকে ধর্ষণে যুবক গ্রেফতার পুরুলিয়া থেকে |
নিজস্ব সংবাদদাতা, কাঁকসা ও পাড়া: স্বামীকে মারধর করে অন্তঃসত্ত্বাকে গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে পুরুলিয়ার রঘুনাথপুরের মঙ্গলদা গ্রাম থেকে পুলিশ মেঘনাদ ধীবর নামে বছর পঁচিশের ওই যুবককে ধরে। এ দিনই অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষা করানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কাজের খোঁজে স্বামীর সঙ্গে বাড়ি ছেড়েছিলেন পুরুলিয়ার পাড়া থানার বামুনবাদ গ্রামের ওই মহিলা। |
|
|
বিক্রি রুখে শিশু উদ্ধার প্রশাসনের |
|
স্মৃতিতে ডুব বৃদ্ধ সেনানীদের |
|
খেলার টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|