খেলার টুকরো খবর

জোন চ্যাম্পিয়ন হল বর্ধমান
বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতা। নিজস্ব চিত্র।
আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় জোন চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমান। রাধারানি স্টেডিয়ামে গ্রুপ লিগের শেষ ম্যাচে মুর্শিদাবাদকে ৭ উইকেটে হারায় তারা। মুর্শিদাবাদ প্রথমে ৪২.৫ ওভারে ১৬৮ রান করে। দলের বাপ্পা দাস ৪৭ রান করেন ও সুমন চক্রবর্তী ৩৬ রানে ৩ উইকেট দখল করেন। পরে বর্ধমান ৩০.৩ ওভারে তিন উইকেটে ১৬৯ রান করে। দলের কৃষ্ণ মোহন্ত ৭৫ ও আকাশদীপ ঘোষ ৩৭ রান করেন। বর্ধমানের দুই অফস্পিনার সুকল্যাণ দাঁ ২৮ রানে ৪ ও অরিজিত্‌ চট্টোপাধ্যায় ৩২ রানে ৩ উইকেট নেন। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে বর্ধমান বীরভূমকে ৬ উইকেটে হারিয়েছিল। পরে বীরভূম মুর্শিদাবাদকে ৪৮ রানে হারায়। এ দিনের জয়ের পরে দ্বিতীয় রাউন্ডে উঠল বর্ধমান। অন্য দুটি জোনের বিজয়ীদের সঙ্গে এ বার খেলবে তারা। দু’দলে ভাগ করে ওই লিগ হবে। বর্ধমানের খেলা ১ ও ২ মার্চ।

জয়ী আড়াডাঙা
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত রাম অবতার গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের প্রথম খেলায় জিতল আড়াডাঙা এমবিজি। কালাঝরিয়া মাঠে তারা ধেনুয়া নেতাজি সঙ্ঘকে টাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। এ দিনের দ্বিতীয় খেলায় জিতেছে ধেনুয়া মিলন সঙ্ঘ। উদয়ন সঙ্ঘ কালাঝরিয়াকে তারা টাইবেকারে ৬-৫ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলায় গোল হয়নি।

চ্যাম্পিয়ন সম্প্রীতি
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কুলটির সম্প্রীতি ক্লাব কোচিং অ্যাকাডেমি। রবিবার তারা কুলটি মাঠে শ্রীলতা ইনস্টিটিউশনকে ৮ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে শ্রীলতা ইনসটিটিউট সব কটি উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে সম্প্রীতি ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ফাইনালের সেরা হয়েছেন বিজয়ী দলের মলয় সরখেল।

হারল দোমহানি
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার রবিবারের খেলায় জিতল সিএলএ বার্ণপুর। আসানসোল স্টেডিয়ামের খেলায় তারা দোমহানিকে ১ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে দোমহানি ১৫৭ রানে আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে সিএলএ ৯ উইকেটে জয়ের রান তুলে নেয়।

অনূর্ধ্ব ১৪ ক্রিকেট
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৪ ক্রিকেটে ফাইনালে উঠল বর্ধমান। সেমিফাইনালে ৭৪ রানে দক্ষিণ দিনাজপুরকে হারায় তারা। প্রথমে বর্ধমান ৩৮ ওভারে ১৪৭ রান করে। দলের বিশাল ঘোষ ৩৩ ও অয়ন চোঙদার ২৩ রান করেন। পরে দক্ষিণ দিনাজপুর ২৫ ওভারে ৭৩ রানে সব উইকেট হারায়। দিনাজপুরের সন্দীপ দাস ৩৯ রানে ৩ ও মৈনাক সাহা ২৩ রানে ২ উইকেট দখল করে। সর্বোচ্চ রানও করেন মৈনাক সাহা। বর্ধমানের স্পিনার মনোজিত্‌ সরকার ৬ রানে ৫টি ও পেস বোলার অভিজিত্‌ ভট্টাচার্য ৬ রানে ২ উইকেট দখল করে। কোয়ার্টার ফাইনালে বর্ধমানের কাছে ৮১ রানে হেরেছিল শিলিগুড়ি।

জয়ী জৌগ্রাম
গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় ১৬ দলের প্রতিযোগিতায় খেতাব জিতল জৌগ্রাম কোচিং কেন্দ্র। রবিবার ৩-১ গোলে সিমলাগড় ক্রীড়া চক্রকে হারায় তারা। পুরস্কার দেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার সুবীর ঘোষ।

দাঁইহাটে ফুটবল
চলছে খেলা। —নিজস্ব চিত্র।
দাঁইহাট ফুটবল অ্যাকাডেমি পরিচালিত আট দলীয় ফুটবলের ফাইনালে হুগলির পাণ্ডুয়া ফুটবল অ্যাকাডেমি ২-০ গোলে হুগলিরই চুঁচুড়া ডিএম রিক্রিয়েশন ক্লাবকে হারায়। রবিবার ফাইনালটি হয় দাঁইহাট হাইস্কুল মাঠে। ফাইনালের সেরা খেলোয়াড় মহাদেব কিস্কু। প্রতিযোগিতার সেরা চুঁচুড়ার হেমেন ছেত্রী।

হারল হাওড়া
পণ্ডিত রঘুনাথ স্মৃতি সঙ্ঘ আয়োজিত মহিলা ফুটবল প্রদর্শনীতে পাণ্ডুয়া ফুটবল একাদশ ২-০ গোলে হারিয়েছে হাওড়া একাদশকে। ছেলেদের ফুটবলে বেলমুড়ি সেভেন স্টার ক্লাব টাই ব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে ঝাড়গ্রাম আমরা ক’জন ক্লাবকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.