টুকরো খবর
মিথ্যা মামলা, সরব দীপক
রাজ্যে পালাবদলের পর আড়াই বছর পেরিয়েছে। এখনও দলের ৫ হাজার ৮৩২ জন নেতাকর্মীর নামে মিথ্যে মামলা রয়েছে বলে দাবি করলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার। রবিবার দলের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের এক শিবিরে তিনি বলেন, “এখনও দলের ৫ হাজার ৮৩২ জনের নামে মিথ্যে মামলা রয়েছে। জেলায় ৬০০- রও বেশি মিথ্যে মামলা করা হয়েছে। ডেবরায় তৃণমূলীরা হামলা করল। গ্রামের মহিলারা প্রতিরোধ করলেন। একটি ঘটনাতেই ৪৭ জনকে গ্রেফতার করা হল।” তাঁর কটাক্ষ, “আসলে এখন সকলকে তৃণমূল হতে হবে। রাজ্যে পুরোপুরি একদলীয় শাসক চলবে। কোনও প্রতিবাদী কন্ঠ থাকবে না।” ডিওয়াইএফআইয়ের উদ্যোগে এ দিন মেদিনীপুরে বর্ষব্যাপী রক্তদান ক্যালেণ্ডার প্রকাশ করেন দীপকবাবু। দীপকবাবু বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, কো- অর্ডিনেশন কমিটি ভেঙে দাও। একে ফ্যাসিস্ট বলবেন না স্বৈরাচারী বলবেন। ওরা বাজার থেকে জনপ্রতিনিধি কিনছে। আবার সেই কিনে নেওয়ার ব্যবস্থাকে বৈধতা দেওয়ারও ব্যবস্থা করছে। এ সব বেশি দিন চলতে পারে না। প্রতিবাদ- প্রতিরোধ করতেই হবে।” এ দিন এক রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শিবির করবে বিজেপি
সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত, দলের এমন বাছাই করা ৮০ জন কর্মীকে নিয়ে এক প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। আগামী ১১ মার্চ খড়্গপুরে এই শিবির হবে। রবিবার মেদিনীপুরে দলের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এ দিন দলের জেলা কার্যালয়ে সভাটি হয়। দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া-এই চার জেলার আটটি লোকসভা কেন্দ্রের সবমিলিয়ে ৮০ জন কর্মী ওই শিবিরে যোগ দেবেন। এক- একটি কেন্দ্রের ১০ জন করে কর্মী থাকবেন। আগামী ২২ মার্চ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বুথ কর্মীদের নিয়ে নারায়ণগড়ে ও ২৩ মার্চ ঘাটাল লোকসভা কেন্দ্রের বুথ কর্মীদের নিয়ে দাসপুরে সম্মেলন হবে।

বিজ্ঞান প্রতিযোগিতা
বিজ্ঞান মডেল প্রতিযোগিতা হল মেদিনীপুর কলেজে। কলেজের সেন্টার ফর সায়েন্টিফিক কালচার ও মানবিক সংস্থান নামে এক সংস্থার যৌথ উদ্যোগে রবিবার প্রতিযোগিতার আয়োজন হয়। উদ্যোক্তারা জানান, দুই মেদিনীপুরের ২৫ জন স্কুলপড়ুয়া এতে যোগদান করে। বিজ্ঞানের বিভিন্ন মডেল এবং তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ চোখে পড়ে। বিজ্ঞান মডেল প্রতিযোগিতার পাশাপাশি সন্ধ্যায় টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণেরও আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, নীল্স বোরের পরমানু মডেলের শতবর্ষ উপলক্ষে এই আয়োজন। সফল প্রতিযোগীদের আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসে পুরস্কৃত করা হবে।

বাস-লরির সংঘর্ষে মৃত এক, জখম ৫১
হাসপাতালে জখমরা। —নিজস্ব চিত্র।
বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম যুগল দাস (৩৭)। জখম হয়েছেন আরও ৫১জন যাত্রী। রবিবার বেলদার শ্যামপুরার কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের বাড়ি ঝাড়গ্রামের বেলাটিকরি গ্রামে। আহতদের স্থানীয় বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর জখম ৭ জনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। গত মঙ্গলবার লালগড় থেকে ৭৬ জন ভ্রমণার্থীকে নিয়ে একটি বাস ওড়িশার পুরী রওনা দেয়। এ দিন ভ্রমণ শেষে সেই বাসটিই লালগড়ে ফিরছিল। দীর্ঘদিন ধরেই ৬০ নম্বর জাতীয় সড়কে কাজ চলায় একটি লেন দিয়েই যানবাহন চলাচল করছে। এ দিন শ্যামপুরার কাছে একটি লরি পিছন দিক থেকে বাসটিকে ধাক্কা মারলে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই যুগলবাবুর মৃত্যু হয়। লরি-সহ চালক পলাতক।

কংগ্রেসের প্রতিবাদ মিছিল
তিনজন দলীয় কাউন্সিলরের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মেদিনীপুর শহরে মিছিল করল কংগ্রেস। রবিবার শহরের নানা এলাকায় প্রতিবাদ মিছিল হয়। কংগ্রেস কাউন্সিলর কৌস্তভ বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূলের কোনও শিষ্টাচার নেই। তাই নানা প্রলোভন দেখিয়ে দল ভাঙাচ্ছে! তবে এতে কংগ্রেসের ক্ষতি হবে না।” ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “মেদিনীপুরেও কাউন্সিলর কেনাবেচা হল। এটা লজ্জার। শহরের এটা চরিত্র নয়।” ওই তিন কাউন্সিলরকে পদত্যাগ করে তৃণমূলের প্রতীকে জিতে আসার দাবিও জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। নেতৃত্বের বক্তব্য, এক দলের প্রতীকে নির্বাচনে জিতে অন্য দলে চলে যাওয়া আসলে ভোটারদের সঙ্গে প্রতারণা করারই সমান। ওই তিনজন কংগ্রেসের প্রতীকে ভোটে লড়াই করেন। মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে ওঁদের জিতিয়েছেন। তৃণমূলকে নয়। গত শুক্রবারই শহরের তিন কংগ্রেস কাউন্সিলর মণিলাল দাস, হিমাংশু মাইতি এবং রোকাইয়া খাতুন কলকাতায় গিয়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেন। সদর শহরে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন ৬ জন। এঁদের দলবদলে তা কমে হয়েছে ৩ জন। অন্যদিকে, তৃণমূলের কাউন্সিলর ছিলেন ১৩ জন। তা বেড়ে হয়েছে ১৬ জন। দলছুট কংগ্রেস কাউন্সিলরদের কটাক্ষ করে রবিবার শহরের একাধিক এলাকায় ফ্লেক্সও রাখা হয়েছে।

মালগাড়ি বেলাইন, দুর্ভোগ
মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় দিনভর ভোগান্তি হল যাত্রীদের। শনিবার রাত ২টো নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-মেদিনীপুর শাখায় গোকুলপুর রেল ইয়ার্ডের কাছে মালগাড়ির দু’টি বগি বেলাইন হয়। তার জেরে রবিবার সারাদিন খড়্গপুর থেকে মেদিনীপুর আপ লাইন বন্ধ ছিল। ডাউন লাইন দিয়ে দু’দিকের ট্রেন চলায় অনেক দেরি হয়। মালগাড়ি সরানোর পর রবিবার বেলা সাড়ে ৩টা নাগাদ ফের আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। টাটা মেটালিক্স কারখানার রেল সাইডিংয়ে পণ্য খালাস করে নিমপুরা রেল ইয়ার্ডের দিকে যাওয়ার সময় মালগাড়ির দু’টি বগি লাইনচ্যুত হয়। খড়্গপুরের ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, “শনিবার রাতে গোকুলপুরের কাছে মালগাড়ির দু’টি বগি লাইনচ্যুত হয়েছিল।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.