তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া সোমেন মিত্রের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী এবং তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক শিখা মিত্র। তাঁর বক্তব্য, “শনিবার সকালে নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। এর পিছনে ষড়যন্ত্র আছে।” লালবাজার সূত্রে খবর, সোমেনবাবুর নিরাপত্তারক্ষীর সংখ্যা কমানো হয়েছে। এ দিন সোমেনবাবু কাটোয়ায় গিয়েছিলেন। লালবাজারের এক কর্তার কথায়, “এ দিনও তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষী ছিল।”
|
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে শিক্ষকতার চাকরির দাবিতে যাঁরা গত ৬ ফেব্রুয়ারি থেকে অনশন করছেন, তাঁদের নিয়ে রাজ্যপাল এম কে নারায়ণনের দ্বারস্থ হলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। অনশনকারীদের অভিযোগ, এসএসসি-র মেধা তালিকায় এগিয়ে থাকা প্রার্থীদের টপকে অনেকে চাকরি পেয়েছেন। কিন্তু ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন তাঁদের মতো তিন হাজারের কিছু বেশি প্রার্থী। এ দিন রাহুলবাবু অনশনকারীদের প্রতিনিধিদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁকে স্মারকলিপি দেন।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের যে কর্মসূচি চলছে তাতে সামিল হতেই কাশিয়াংয়ের জিএনএলএফের প্রাক্তন বিধায়ক শান্তা ছেত্রি তাঁর কয়েকজন অনুগামী নিয়ে শনিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন। দলে তাঁদের স্বাগত জানান মুকুল রায়। |