টুকরো খবর
নববধূর প্রসব বেদনা, পিছু হটলেন না বর
বিয়ের সাত পাকের সময়েই প্রসবযন্ত্রণা উঠল নববধূর। কিছু ক্ষণ পরেই এক শিশুর জন্ম দিলেন তিনি। বরকে বিয়ের আসর ছেড়ে যেতে বললেন তাঁর পরিবার ও আত্মীয়রা। কিন্তু তাঁদের কথা মানেননি বর মান সিংহ ধারভে। মধ্যপ্রদেশের আদিবাসী-অধ্যুষিত ডিন্ডোরি জেলার এই যুবকের আচরণের ফলে মত বদলাতে বাধ্য হন তাঁর আত্মীয়দের অনেকেই। গত কাল বিয়ের আসরে ওই যুবক জানিয়ে দেন, আশীর্বাদের দিনই তাঁর হবু স্ত্রীর সব দায়িত্ব নিয়েছিলেন তিনি। এখন তাঁর স্ত্রী অন্যের সন্তান প্রসব করলেও তিনি দায়িত্ব এড়াতে পারেন না। বিয়ে করে ওই বধূকেই বাড়িতে নিয়ে যান তিনি। সদ্যোজাত শিশুটিকেও দত্তক নেন। মানকে জরিমানা করা হবে বলে হুমকি দেন তাঁর গোষ্ঠীর কয়েক জন নেতা। মান ও তাঁর বাবা জানিয়ে দেন, জরিমানা দিতে তাঁরা তৈরি। মানের কাকা ছোটেলাল জানিয়েছেন, তাঁরা প্রথমে মানের বিয়ের আসর ছেড়ে আসার কথা ভেবেছিলেন। কিন্তু মানের দৃঢ়তা তাঁদের মত বদলাতে বাধ্য করে।

বিষ খেল ধর্ষিতা
ঘুষ খেয়ে পুলিশ ধর্ষকদের গ্রেফতার করছে না, এই অভিযোগে চার দিন অনশনের পরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী। উত্তরপ্রদেশের বিজনোরের হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পুলিশ জানায়, ২ ফেব্রুয়ারি বিজনোরেরই চার যুবক ওই তরুণীকে অপহরণ করে গণধর্ষণ করে বলে অভিযোগ। পর দিন সকালে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। ঘটনার বারো দিন পরেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করায় আমরণ অনশনেও বসেন। পুলিশ গত বৃহস্পতিবার ধর্ষকদের ধরার আশ্বাস দিয়ে তাঁর অনশন ভাঙানোর চেষ্টা করে। দেখা যায়, অনশনস্থলের কাছে নিজেকে নিরাপরাধ দাবি করে অভিযুক্তদের এক জন প্রতিবাদ জানাচ্ছে। পুলিশের বক্তব্য, ধর্ষণ হয়েছে কি না তার ডাক্তারি রিপোর্ট এখনও হাতে আসেনি।

সেনার ক্ষমাপ্রার্থনা
কাশ্মীরি পোশাক ফেরন পরে সাংবাদিক বৈঠকে আসার উপরে নিষেধাজ্ঞা নিয়ে ক্ষমা চাইল সেনাবাহিনী। শনিবার শ্রীনগরে একটি সাংবাদিক বৈঠক ছিল ১৫ কোরের কম্যান্ডার গুরমিত সিংহের। সেখানে নিরাপত্তার কারণে সাংবাদিকদের ফেরন পরে আসতে বারণ করে সেনা। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান উপত্যকার সাংবাদিকরা। সমালোচনা করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। পরে সেনাবাহিনী ওই বার্তাটি প্রত্যাহার করে। শনিবার গুরমিত সিংহ বলেন, “ফেরন নিয়ে নির্দেশিকাটি ভুল। আমি ক্ষমা চাইছি।”

মোদীকে তোপ শরদের
আগের অবস্থান থেকে পুরোপুরি ঘুরে গিয়ে গোধরা-পরবর্তী দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন শরদ পওয়ার। মনমোহন সিংহ সম্প্রতি মোদীর সমালোচনা করলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন পওয়ার। শনিবার কিন্তু মোদীর নাম না করে তাঁর কড়া সমালোচনা করেন এনসিপি-প্রধান পওয়ার। তাঁর কথায়,“পাশের এক রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের চেহারা বদলে দেওয়ার কথা বলেন। কী ভাবে তাঁর রাজ্যে গণহত্যা হয়েছিল তা সবাই জানেন।” উন্নয়নের গুজরাত মডেলেরও সমালোচনা করেছেন পওয়ার। তাঁর মতে, সমাজের বেশ কিছু অংশকে অবহেলা করেছে মোদী সরকার।

পাঁচ সন্তান
প্রত্যেক হিন্দু দম্পতির পাঁচটি সন্তান হওয়া উচিত বলে মনে করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিঙ্ঘল। শনিবার ভোপালে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন সিঙ্ঘল। তার পরেই সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। সিঙ্ঘলের মতে, ধর্মান্তর বন্ধ না হলে অচিরেই হিন্দুরা ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হবে। এই পরিস্থিতিতে প্রত্যেক হিন্দু দম্পতির পাঁচটি করে সন্তান হওয়া উচিত। সিঙ্ঘল জানিয়েছেন, লোকসভা ভোটে বিশ্ব হিন্দু পরিষদ নরেন্দ্র মোদীকে সমর্থন করবে।

জবাবে রাহুল দুধ বিলি
লক্ষ্য এক, লোকসভা ভোটের মুখে জনসংযোগ। নরেন্দ্র মোদীর ‘চায়ে পে চর্চা’র পাল্টা এ বার ‘রাহুল মিল্ক’ খাওয়ানো শুরু করেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কিছু উৎসাহী কংগ্রেস কর্মী। ১৯টি ব্লকে বুথপিছু ৫০ লিটার দুধ প্লাস্টিকের গ্লাসে বিলি করার পরিকল্পনা তাঁদের। গ্লাসের গায়ে রাহুল গাঁধীর ছবি। সঙ্গে স্লোগান, “বিষাক্ত চা নয়, মিষ্টি দুধ খাওয়াব, দেশের যুবকদের পালোয়ান বানাব।” অভিনব হলেও ধারাবাহিকতা না থাকায় এলাকায় মোটেই তেমন সাড়া ফেলতে পারছে না জনসংযোগের এই চেষ্টা। তবে এতে রাজ্য কংগ্রেস নেতৃত্বের সমর্থন নেই।

আপ আক্রান্ত
মুম্বইয়ে আম আদমি পার্টির অফিসে শনিবার হামলা চালাল ২০-২৫ জন দুষ্কৃতী। আপ কর্মী পরিতোষ জানিয়েছেন, দুপুরে আন্ধেরীর চাকলায় তাঁদের অফিসের দোতলায় উঠে পড়ে দুষ্কৃতীরা। তারা অরবিন্দ কেজরীবালের পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেয়। চার দিকে কালি ছিটিয়ে গালিগালাজও করে। আপ-এর অভিযোগ, এই হামলা শরদ পওয়ারের এনসিপি-র কাজ।

ধ্বংস জঙ্গি ঘাঁটি
গিরিডির নিনিয়াঘাট এলাকার জঙ্গলে মাওবাদীদের ঘাঁটি ধ্বংস করল যৌথ বাহিনী। গিরিডি পুলিশের ডিএসপি আরিফ ইক্রম আজ নিনিয়াঘাট থানায় জানান, গত রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মাটিয়াবেরা এলাকায় তল্লাশির সময় জঙ্গিঘাঁটির খোঁজ পায়। সেখান থেকে গ্রেনেড ও রাইফেল তৈরির সামগ্রী আটক করা হয়েছে।

পুড়ে মৃত ৪
ঝুপড়িতে আগুন লেগে মৃত্যু হল এক মহিলা এবং তাঁর তিন সন্তানের। গত রাতে মুজফ্ফরপুরের কাটি থানার কুশিহরপুর গ্রামে ঘটনাটি ঘটে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.