টুকরো খবর
তিন মাসের শিশু বিক্রির অভিযোগ আসানসোলে
নিজের মাস তিনেকের শিশু-পুত্রকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পুলিশ জানায়, আসানসোলের তপসী এলাকার বাসিন্দা ওই মহিলার চার ছেলে-মেয়ে। মহিলার স্বামীও পরিবার-ছাড়া। রাস্তার পাশে একটি ঝুপড়িতে কোনওক্রমে তাঁর দিনযাপন। অভাব থেকে বাঁচতেই নিজের মাস তিনেকের ছোট ছেলেকে পড়শি এক মহিলার কাছে সম্প্রতি বিক্রি করে দিয়েছেন তিনি বলে অভিযোগ। পুলিশের কাছে মহিলার বড় মেয়ে কবুল করেছে, সংসার চালাতেই তার মা ছোট ভাইকে ‘বিক্রি’ করে দিয়েছে। পাড়া-পড়শিদেরও তেমনই অভিযোগ। জানতে পেরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্মীরা ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন। আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস জানান খবরটা তাঁরও কানে এসেছে। তিনি বলেন, “ঘটনাটি আদৌ শিশু বিক্রি কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।” শনিবার, আসানসোলে একটি সরকারি অনুষ্ঠানে এসে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজাও বলেন, “অভাবের তাড়নায় শিশুটির দেখভালের সমস্যা হলে মহিলার উচিৎ ছিল তাকে কোনও সরকারি হোমে পাঠানো।”

বৃন্দার অভিযোগ
রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই বলে দাবি করলেন সিপিএমের পলিটবুরোর সদস্য বৃন্দা কারাত। শনিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে নিহত সিপিএম নেতা কমল গায়েন ও প্রদীপ তা-এর তৃতীয় স্মরণসভায় এসে তিনি অভিযোগ করেন, “বাংলার প্রতিটি জেলায় মেয়েরা লাঞ্ছিত ও ধর্ষিতা হচ্ছেন। মেয়েদের উপর অন্যান্য রাজ্যেও অত্যাচার হচ্ছে। কিন্তু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলছেন না যে, এসব সাজানো ঘটনা।” এ দিন মঞ্চে নিহত দুই সিপিএম নেতার পরিবারের সদস্যেরা উপস্থিত ছিলেন। কমল গায়েন আর প্রদীপ তা হত্যাকাণ্ডে জড়িত পাঁচ জনকে পুলিশ এখনও গ্রেফতার করেনি বলে অভিযোগ করে বৃন্দাদেবীর দাবি, “বর্ধমানে আমাদের ১৬ জন নেতা-কর্মী খুন হয়েছেন। সেই হত্যাকাণ্ডগুলিতে জড়িত কত জনকে পুলিশ গ্রেফতার করেছে?” জাতীয় রাজনীতি নিয়ে বলেন, “ইউপিএ-র ভ্রান্ত নীতি আর উদারীকরণের জন্য দেশ জুড়ে লুঠপাট চলেছে। বিজেপি-র সঙ্গে ইউপিএ-র প্রধান দল কংগ্রেসের নীতির কোনও পার্থক্য নেই।”

অভিযোগ
অশালীন আচরণের অভিযোগ। ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল আসানসোলের জগতডিহির একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানায়, তাকে আটক করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.