ভূগর্ভে নামার ডুলি আছড়ে পড়ায় আহত হলেন ছ’জন খনিকর্মী। দুর্ঘটনাটি ঘটেছে ইসিএলের কুনস্তরিয়া এরিয়ার কাশড়া ২ নম্বর খনিতে। আহতদের মধ্যে পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। এক জন এরিয়া হাসপাতালে ভর্তি। খনি সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে রাতের শিফটের কাজ সেরে মাইনিং সর্দার-সহ ৬ জন খনিকর্মী যখন ডুলি করে উপরে উঠে আসছিলেন, তখনই এই বিপত্তি ঘটে। মাইনিং সর্দার সিকন্দর রাউত বলেন, “ডুলিটি ৪০ ফুট উপরে ওঠার পরে ১০-১৫ ফুট নীচে নেমে খনিগর্ভে আছড়ে পড়ে।” খনিতে ঘণ্টা দুয়েক আটকে থাকার পরে উদ্ধারকারী দল এসে ওই খনিকর্মীদের উদ্ধার করে। এই ঘটনায় শ্রমিক সংগঠনগুলি খনির সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। সিটু নেতা মনোজ দত্ত বলেন, “এই দুর্ঘটনাটি আরও বড় হতেই পারত। প্রতি বছর খনির যন্ত্র রক্ষণাবেক্ষণের জন্য কয়েক কোটি টাকা খরচ হয়। সুরক্ষা সপ্তাহ পালন করা হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না।” স্থানীয় আইএনটিটিইউসি নেতা সুজিত তফাদার এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগের কারণে ডুলি নিয়ন্ত্রণ হারানোয় এই ঘটনা ঘটেছে।
|
রাস্তার কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে সিপিআই ও তৃণমূল সমর্থকদের মধ্যে মারামারি হল রানিগঞ্জের মহাবীর কোলিয়ারি খনি কর্মী আবাসন এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এই ঘটনায় দুই দলের মোট পাঁচ জন জখম হয়েছেন। পুলিশ মারামারিতে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলে জল নেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সিপিআই সমর্থক ওমপ্রকাশ সিংহ ও তৃণমূল সর্মথক দেবাশিষ গোপদের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। এ দিন সকালে ওমপ্রকাশবাবুর স্ত্রী জল আনতে গেলে দেবাশিষবাবুর স্ত্রীর সঙ্গে গণ্ডগোল হয়। এরপরে দুই পরিবারের সদস্যরা দলীয় সর্মথকদের নিয়ে সেখানে পৌঁছালে দু পক্ষের মারামারি শুরু হয়। দুই দলই রানিগঞ্জের নিমচা ফাঁড়িতে দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
দলীয় কার্যালয় থেকে স্কুটারে চড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী-হামলার মুখে পড়লেন আসানসোলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শ্রাবণী মণ্ডল ও তাঁর স্বামী। শ্রাবণীদেবী পুলিশে অভিযোগ করেন, শুক্রবার রাতে আসানসোলে জাতীয় সড়কের সেনর্যালে মোড়ের কাছে তিনটি মোটরাবাইকে চড়ে আসা কয়েক জন তাঁদের ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতীরা তাঁদের লক্ষ করে গুলি ছোড়ে। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। দুষ্কৃতীদের ধরার দাবিতে কন্যাপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পুলিশ জানায়, তদন্ত চলছে। দু’জনকে আটক করা হয়েছে।
|
বিদ্যুৎ মেলা হয়ে গেল কালনা ১ ব্লকের সিমলন গ্রামে। শুক্রবার বিদ্যুৎ দফতরের সাতগাছিয়া শাখার উদ্যোগে সিমলন গ্রামের পাঠাগার লাগোয়া মাঠে ওই মেলা বসে। নতুন সংযোগের জন্য গ্রামের ১২০টি পরিবার আবেদন করেছিল। তার মধ্যে ৫৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এ দিন। অনুষ্ঠানে ছিলেন কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, জেলা পরিষদের সদস্য শান্তি চাল, সিমলন পঞ্চায়েতের প্রধান সহিবুল্লা শেখ প্রমুখেরা।
|
গাছ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাঁকশিমুলিয়ার ১১ নম্বর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের আনুমানিক বয়স ৫৩। মৃতদেহের গলায় মাফলারের ফাঁস লাগানো ছিল। দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
সামাজিক ন্যায়বিচার নিয়ে আলোচনা হয়ে গেল আসানসোল মাইনর্স বোর্ড অব হেলথ এর অধিবেশন কক্ষে। আয়োজক ছিল তৃণমূল শিক্ষা সেলের আসানসোল মহকুমা শাখা। উদ্যোক্তারা জানান, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে নাগরিকের অধিকার ও কর্তব্য বোঝানোর জন্যই এই সভার আয়োজন হয়েছিল।
|
গাছ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাঁকশিমুলিয়ার ১১ নম্বর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের আনুমানিক বয়স ৫৩। |