আন্তঃজেলা সিনিয়র ক্রিকেটে বর্ধমান জোনের খেলা শুরু হয়েছে রাধারানি স্টেডিয়ামে। প্রথম ম্যাচে বর্ধমান ৬ উইকেটে বীরভূমকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে বীরভূম করে ৩৯.৪ ওভারে ১৮৪ রান করে। দলের কৃষ্ণেন্দু ভুঁই মালি (৫২) ও শুভ্রজিৎ দাস (২৪) বড় রান পান। বর্ধমানের হয়ে অর্ণব ঘোষ ২৯ রানে ৩ উইকেট, হরিশ পান্ডে ২৬ রানে ২ উইকেট ও সুরজিৎ দাস ৪২ রানে ২ উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে বর্ধমান ৩০.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। দলের মানস লোহার ৮৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন। অর্ণব ঘোষ করেন ৪৬ রান। বীরভূমের দেবাশিস দাস ৩১ রানে ৩ উইকেট দখল করেন। আজ শনিবার, বীরভূম খেলবে মুর্শিদাবাদের বিরুদ্ধে।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জিতল সুভাষ এসি। আসানসোল স্টেডিয়ামে হওয়া এই খেলায় তারা হরিপুর সিএকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে হরিপুর ৯ উইকেটে ১০৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে সুভাষ এসি ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। এ দিন আসানসোল রেল মাঠের অন্য খেলায় বরাকর অনুশীলন সমিতি ৭৪ রানে শান্তিদেবী সিসিকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে বর াকর ৯ উইকেটে ২৭২ রান করে। জবাবে শান্তিদেবীর ইনিংস ১৯৮ রানে শেষ হয়ে যায়।
|
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃ কলেজ ভলিবলের সেমিফাইনালে উঠেছে বর্ধমান রাজ কলেজ। সেমিফাইনালের পথে তারা হুগলির আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়কে ২-১ সেটে ও বাঁকুড়ার ছাতনা রামাই পণ্ডিত কলেজকে ২-০ সেটে হারিয়ে দিয়েছে। সোমবার সেমিফাইনালে রাজ কলেজ খেলবে হুগলির তারকেশ্বর ডিগ্রি কলেজের বিরুদ্ধে।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত রামঅবতার গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুক্রবার জিতল বড়থল আদিবাসী কৃষক সমিতি। কালাঝরিয়া উদয়ন সঙ্ঘের মাঠে ডামরা একাদশকে তারা ২-১ গোলে হারায়। |