বিধানসভায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাজকর্ম নিয়ে গত বুধবার জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মা প্রশ্ন তুলেছিলেন। বৃহস্পতিবার সুখবিলাসবাবুর প্রশ্নের জবাব দেওয়া হবে বলে দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সেই সঙ্গে বিধায়ক হিসেবে সুখবিলাসবাবুর দায়বদ্ধতা নিয়েই প্রশ্নও তুললেন গৌতমবাবু।
উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাজকর্ম নিয়ে জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক ঠিক কী বলেছেন, তা জানতে বিধানসভার কার্য বিবরণীর প্রতিলিপি সংগ্রহ করছেন বলে বৃহস্পতিবার গৌতমবাবু জানিয়েছেন। সেই প্রতিলিপি পাওয়ার পরে সুখবিলাসবাবুর বলা প্রতিটি লাইনের উত্তর দেবেন বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। দফতরের কাজকর্ম নিয়ে মূলত অনিয়মের অভিযোগ তুলেছিলেন জলপাইগুড়ির কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন আইএএস অফিসার সুখবিলাসবাবু। তাঁর অভিযোগ, যথাযথ সরকারি নথি ছাড়াই উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বিভিন্ন প্রকল্পে নির্মাণ কাজ করছে। দফতরের ব্যয় নিয়েও অসঙ্গতির অভিযোগ তোলেন তিনি। বৃহস্পতিবার উত্তরকন্যায় গৌতমবাবু বলেন, “ইতিমধ্যেই দফতরের হিসেব নিরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়েছে। দফতর থেকে যে বিল মেটানো হয়, বা বরাদ্দ করা হয় সবই সরকারি চেক বা ড্রাফটের মাধ্যমে হয়। ট্রেজারির মাধ্যমেই যাবতীয় লেনদেন হয়।” তাই সবই যে কোনও নাগরিক জেনে নিতে পারেন বলে মন্ত্রীর দাবি।
মন্ত্রীর অভিযোগ এবং দাবি প্রসঙ্গে এ দিন বিধায়ক সুখবিলাসবাবু বলেন, “যা বলার বিধানসভায় বলেছি। সব নথি আমার কাছে রয়েছে। যথাসময়ে আবার বলব। আর আমার দায়বদ্ধতা জনগণ জানেন। কাউকে এ সব নিয়ে জবাবদিহি করার প্রয়োজন নেই।” |