বিধি ভেঙে বহুতলের উপরে টাওয়ার বসানোর ব্যাপারে পুরসভার হস্তক্ষেপ চাইলেন শিলিগুড়ির শান্তিনগরের বৌবাজার এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার কমিশনারকে গণ সাক্ষর করা একটি অভিযোগ জমা দেন তাঁরা। অভিযোগ পেয়েই কমিশনার লোক পাঠিয়ে ওই ব্যক্তিকে টাওয়ার বসানোর কাজ বন্ধ রাখতে বলেন। টাওয়ার বসানোর বিরোধিতা করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীলশর্মাও।
শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “আমরা বহুতলের উপরে কোনও টাওয়ার বসানোর অনুমতি দিচ্ছি না। কেউ এ কাজ করে থাকলে বিনা অনুমতিতে করেছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” অবশ্য অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া। তিনি জানান, পুরসভার পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই গোবিন্দ মল্লিক অবশ্য এত কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, “আমার সঙ্গে টাওয়ার কোম্পানির কথা হয়েছে। ওঁরাই পুরসভার অনুমতি জোগাড় করবেন বলে জানিয়েছিলেন। এ দিন পুরসভার একটি দল এসে আমাকে কাজ বন্ধ রাখতে বলেন। আমি তা কোম্পানিকে জানিয়েছি। পুরসভার অনুমতি না পেলে টাওয়ার বসাবো না।” কাউন্সিলর রঞ্জন শীলশর্মা বলেন, “বহুতলটি নিয়েও অভিযোগ রয়েছে। তাও দেখা হবে।”
শান্তিনগর বৌবাজার কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এর আগেও টাওয়ার বসানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তখন বাধা দেওয়া হয়েছিল। ফের চেষ্টা করা হলে তাতেও বাধা দেওয়া হবে বলে জানান বাজারের প্রাক্তন সম্পাদক সুজিত বসাক, বর্তমান সম্পাদক গণেশ দাস, সমরেন্দ্র বিশ্বাসেরা। |