‘কে হাকো ভোট কিচাকো, হাংকো লইয়া এংকাপা এক’ডুয়ার্সের টোটো পাড়ার পুজাগাঁওয়ের বধূ বন্দিমা টোটো এপিক কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে বললেন। যা সহজ বাংলায় ‘চলো যাই ভোট দিই, দেশ গড়ি’। আর চা শ্রমিক অনিতা টোপ্পো বাগানে পাতা তোলার ফাঁকে সাদ্রিতে বললেন‘চল যাবু ভোট দেবু, দেশ গড়বু।’ ওই বধূদের মতো একে একে দেখা মিলবে রাভা, মেচ, নেপালি, রাজবংশী জনজাতির বধূদের কথ্য ভাষায় একই আবেদন।
আসন্ন লোকসভা নির্বাচনে মহিলা ভোটদাতাদের ভোটদানে উৎসাহিত করতে, এ ভাবে একই বক্তব্যকে ১২টি জনজাতি গোষ্ঠীর কথ্য ভাষায় ক্যামেরা বন্দি করে সিডি তৈরি করেছে জেলা প্রশাসন। সম্প্রচারের অনুমতি চেয়ে জেলা নির্বাচন দফতর থেকে ওই সিডি রাজ্যেক নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। অনুমতি মিললে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে তা কেবল লাইনের মাধ্যমে গোটা জেলায় সম্প্রচার করা হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাত্র মিনিট দুয়েকের আবেদন হলেও এটা এত বর্ণময় ও আকর্ষণীয় যে প্রশাসনের কর্তাদের আশা, অত্যন্ত সহজ করে বিভিন্ন সমাজের মহিলা নিজেদের কথ্য ভাষায় বক্তব্য তুলে ধরা হয়েছে। জেলা নির্বাচন আধিকারিক দেবাহুতি ইন্দ্র বলেন, “কথ্য ভাষা না বুঝলেও ওই সিডির বক্তব্য অন্য জনজাতি গোষ্ঠীর বুঝতে অসুবিধা হবে না। ইংরেজিতে সাব টাইটেল রাখা হয়েছে।
এ বার জেলায় ভোটদাতার সংখ্যা ২৫ লক্ষ ৯৭ হাজার ৬০০ জন। মহিলা ১২ লক্ষ ৫৮ হাজার ৭১ জন। সবচেয়ে বেশি ভোটদাতা ডাবগ্রাম ফুলবাড়িতে, দুই লক্ষ ৩৮৮৭৬ । এর পরে কুমারগ্রাম এলাকায় দুই লক্ষ ৩০৭৯১ জন। দুই লক্ষ ৩০ হাজার জলপাইগুড়ি এবং ১ লক্ষ ৮১২৪০ জন বীরপাড়া-মাদারিহাট এলাকায়। জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, জেলার প্রতিটি মহিলা ভোটদাতা যেন ভোট দেন, প্রশাসনের তরফে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। |